আমি আমার আগের পোস্ট গুলোতে চাকরির ইন্টারভিউ এর পূর্ব প্রস্তুতি সহ চাকরির ইন্টারভিউ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম।এখন হয়ত সেসব নিয়ম অনুসরন করে আপনারা অনেকেই চাকরি পেয়েও গেছেন।সামনে হয়তবা আপনার চাকরিতে যোগদান করতে হবে।
কিন্তু আপনি যদি চাকরিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা জানা খুব মুশকিল যে কিভাবে আপনি চাকরির প্রথম দিনে অফিস করবেন অর্থাৎ, চাকরিতে প্রথম দিনে অফিসে কি করা যাবে আর কি করা যাবে না।চিন্তার কোন কারন নেই আমি আপনাদের সাথে আজকে এমন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যা আপনাদের জন্য খুব উপকারী হবে বলেই আমি মনে করি।তাহলে চলুন শুরু করা যাক।
চাকরির প্রথম দিনে আপনাকে যে ৬ টি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবেঃ
(১) তারাতারি অফিসে আসা
অফিসে সব সময় নিয়মমত আসা উচিত।তবে চাকরির প্রথম দিন অবশ্যই অফিস টাইমের একটু আগে আসার চেষ্টা করবেন।প্রথম দিনেই যদি আপনি অফিসে আস্তে দেরি করে ফেলেন তাহলে আপনার প্রতি আপনার সহকর্মীদের এবং আপনার বসের নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে।তাই আপনার যেদিন অফিসে প্রথম দিন হবে সেদিন অন্তত হাতে ১ ঘণ্টা সময় বেশী নিয়ে বাসা থেকে বের হবেন।
(২) আগের চাকরি নিয়ে কথা না বলা
আমি আমার পূর্বের এক আর্টিকেলে বলেছিলাম চাকরির ইন্টারভিউ এর সময় কখনও আগের চাকরি অথবা আপনার আগের বস সম্পর্কে কোন কথা বলা যাবে না।ঠিক আপনি যেদিন নতুন চাকরিতে যোগদান করবেন সেদিনও আপনার সহকর্মীদের এবং আপনার বসের সাথে আপনার আগের চাকরি অথবা বস সম্পর্কে কোন কথা বলবেন না।কারন আপনি বর্তমানে যেখানে চাকরি করতে আসছেন আর আগে যেখানে চাকরি করতেন এই দুইটি প্রতিষ্ঠানের মধ্য বিস্তর তফাৎ থাকবে এটাই স্বাভাবিক।আর এসব নিয়ে আলোচনা না করাই সবচেয়ে ভালো হবে আপনার জন্য।
(৩) সহকর্মীদের নাম এবং কাজের নোট রাখা
আপনি নতুন যে অফিসে চাকরিতে যোগদান করবেন সেখানে আপনার সহকর্মীরা সম্পূর্ণ অচেনা হবে।সুতরাং তাঁদের নাম গুলো আপনার জন্য মনে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে।এটা থেকে পরিত্রান পাওয়ার সব চাইতে ভালো উপায় হল তাঁদের নাম এবং পদবি গুলো নোট করে রাখ।এছারা আপনাকে যে কাজ গুলোর দায়িত্ব দেওয়া হবে সেগুলোর নোট রাখা।
(৪) শারীরিক ভঙ্গি ঠিক রাখতে হবে
আপনি যখন চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন তখন আপনার ইন্টারভিউ নিয়েছিল তাঁরা অবশ্যই আপনার শারীরিক ভঙ্গি খেয়াল করেছিল।এখন আপনি যখন অফিসে প্রথম দিন আসবেন তখনও তাঁরা এটা নজরদারি করবে।আপনি প্রথম দিন অফিসে এসেই যদি গম্ভীরভাবে থাকেন তাহলে আপনাকে কেউ পছন্দই করবে না।সুতরাং সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে।এবং সম্ভব হল এই হাসি খুশির ব্যাপার সব সময় ধরে রাখবেন।একটা কথা মনে রাখবেন হাসি খুশি মানুষকে সবাই খুব পছন্দ করে।
(৫) আগ্রহ দেখাতে হবে
আপনি যেদিন নতুন অফিসে যোগদান করবেন সেদিনই সেই অফিসের সব কিছুর প্রতি আগ্রহ দেখান।একটা কথা সব সময় মনে রাখতে হবে যে আপনার কাছে কাজ গুলো হয়তবা নতুন কিন্তু সেই কাজ গুলো কিভাবে করতে হয় সেটা জানতে এবং সেভাবে কাজ করতে আপনি খুব আগ্রহী এমন ধরনের মানুষদের সবাই পছন্দ করে।
কিন্তু কাজগুলো আপনার কাছে নতুন হবার কারনে আপনি যদি সেটা শেখার জন্য আগ্রহী না হোন তাহলে আপনাকে আপনার সহকর্মী এবং বস কেউ পছন্দ করবে না।
কাজ ছারাও আপনাকে আপনার সহকর্মীদের এবং আপনার বসের সম্পর্কে জানতে আগ্রহী হতে হবে।তাঁদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করতে হবে।কেননা আপনাকে এখন থেকে এখানেই এসে প্রতিদিন কাজ করতে হবে।
(৬) সামাজিক যোগাযোগমাধ্যমকে না বলুন
আপনি যেদিন প্রথম অফিসে যোগদান করবেন সেদিন সামাজিক যোগাযোগমাধ্যম যেমনঃ ফেসবুক,টুইটার ইত্যাদি থেকে দূরে থাকতে হবে।কারন আমরা মানুষরা খুবই আবেগ প্রবন।আপনি প্রথম প্রথম অফিসে এসেছেন এসে আপনার হয়ত নার্ভাস লাগছে আবার হয়ত নতুন অফিসের কিছু একটা আপনার কাছে ভালো লাগছে না।এখন আবেগের বশে যদি সামাজিক যোগাযোগমাধ্যম সেটা নিয়ে কোন পোস্ট করে ফেলেন আর আপনার নতুন অফিসের সেটা কেউ দেখে ফেলে তাহলে আপনার প্রতি তাঁদের নেতিবাচক ধারনা সৃষ্টি হতে পারে।সুতরাং, অফিসের প্রথম দিনে কোন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করা যাবেনা।
শেষ কথা
মূল কথা হল আপনি যেদিন অফিসে প্রথম দিন যোগদান করতে যাচ্ছেন সেদিন উপরে আলোচিত ৬ টি বিষয় ছারাও এমন কিছু করা যাবেনা যেগুলো দেখতে/শুনতে দৃষ্টিকটু মনে হয় এবং আপনার সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরি করে।অফিসের প্রথম দিন যদি আপনি ভালোভাবে কাটিয়ে আস্তে পারেন তাহলে পরের দিন গুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে বলেই আশা করা যায়।