আপনি হয়ত অনেক দিন ধরেই কোন প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং সেখানে অনেক ভালো পদেই আছেন।কিন্তু আপনার মনে হচ্ছে এই চাকরিটা যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়া উচিত।কিন্তু আবার মনে মনে ভাবছেন অনেক দিন কাজ করার পর কেবল একটু ভালো পজিশনে এসেছেন এখন কি এই চাকরি ছেড়ে দেওয়া উচিত হবে?কিন্তু আপনার জীবনে হয়ত এমন কিছু সময় আসবে যখন যত ভালো চাকরিই হোক না কেন সেটা ছেড়ে দিতেই হবে।
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা বুঝতে পারেনা কখন কোন পরিস্থিথির সম্মুখীন হলে সেটা যত ভালো চাকরি হোক না কেন ছেড়ে দিতে হবে।আজকের এই লেখায় আমি আপনাদের সাথে আলোচনা করব কখন কোন পরিস্থিথির সম্মুখীন হলে আমাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত।তাহলে চলুন সেই কারন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
আপনার কাজ নিয়ে আপনি সন্তুষ্ট নয়
আপনি বর্তমানে যে চাকরি করছেন এবং আপনাকে অফিসে যে কাজ করতে হয় আপনি সেই কাজ করতে আগ্রহ পান কি?যদি আগ্রহ না পান তাহলে অবশ্যই আপনার উচিত হবে সেই চাকরি ছেড়ে দেওয়া।আমাদের সবারই সেই ধরনের চাকরি করা উচিত যেটা করার জন্য আমরা আগ্রহ নিয়ে সকালে ঘুম থেকে উঠতে পারব এবং সারা সপ্তাহ বেশ আগ্রহভরে কাজটি করতে পারব।কারন পছন্দের কাজ হলে সেই কাজ করতে সবাই আগ্রহ দেখায় এবং সেই কাজ করতে কখনো ক্লান্তি বোধ আসে না।
অফিসে কাজের পরিবেশ ভালো নয়
আপনি যে অফিসে কাজ করেন সেই অফিসের কর্ম পরিবেশ এবং আপনার সহকর্মী যদি ভালো না হয় তাহলে সেখানে আপনার মোটেই কাজ করা উচিত নয়।কারন আমরা যারা চাকরি করি তাঁরা বাড়ীর চাইতে বেশী সময় আমাদের অফিসেই থাকি।এখন সেখানে কাজ করতে যেয়ে যদি আপনি মানুষিক শান্তি না পান তাহলে অবশ্যই আপনার চাকরিটি ছেড়ে দেওয়া উচিত।
অফিস টাইম অনেক বেশী
আপনি কোথাও চাকরি করছেন তারমানে এই না যে আপনি তাঁদের কাছে আপনার সর্বস্ব বিক্রি করে দিয়েছেন।অফিসের প্রয়োজনে অনেক সময়ই আমাদের অধিক কর্মঘণ্টা কাজ করতে হয়।এখন আপনি যদি দেখেন আপনি যেখানে কাজ করছেন তাঁরা এই অধিক সময় ধরে কাজ করাকে একটা রুটিন করে ফেলেছে তাহলে আপনার উচিত হবে সেই অফিসের চাকরি ছেড়ে দেওয়া।
কারন দীর্ঘদিন এমন লং টাইম কাজ করার ফলে আপনি মানুষিক ভাবে ভেঙ্গে পরতে পারেন আবার এটা আপনার শারীরিক ভাবেও ক্ষতির কারন হতে পারে।এছারা আমরা সবাই আমাদের পরিবারের জন্যই কাজ করি আর এভাবে দীর্ঘ সময় অফিসে থাকলে পরিবারের সাথে আমাদের দুরুত্ব বাড়তে বাড়তে এক সময় আমাদের বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যার সৃষ্টি হয়।
ভালো কোন চাকরির সুযোগ
আপনি বর্তমানে যে চাকরি করছেন তার চাইতে যদি আরও ভালো কোন চাকরির সুযোগ পান তাহলে অবশ্যই সেই সুযোগ গ্রহন করবেন।কারন আমরা পরিশ্রম করি ভালো পজিশনে যাওয়ার জন্য।আর এই কারনে এক চাকরি ধরে নিয়ে থাকলে চলবে না।যখনই আপনার কাছে বর্তমানের চাইতে ভালো কোন পছন্দের চাকরির সুযোগ আসবে আপনার উচিত হবে সেই চাকরির জন্য বর্তমান যে চাকরি করছেন সেটা ছেড়ে দিয়ে নতুন চাকরিতে যোগদান করা।
স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে
আপনি যদি দীর্ঘ দিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার উচিত হবে চাকরি ছেড়ে দেওয়া।আবার আপনার নিজের কাছে যদি মনে হয় যে আপনি যে কাজ করছেন সেটার কারনে আপনার স্বাস্থ্যগত সমস্যা তৈরি হচ্ছে তাহলে আপনার উচিত হবে চাকরি ছেড়ে দেওয়া।কারন স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না।আর কাজ না করতে পারলে আপনাকে অফিসে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যা আপনার স্বাস্থ্যর পক্ষে আরও ক্ষতির কারন হতে পারে।
পড়াশোনা করার জন্য
আপনি যদি চাকরি করার সময়ে পড়াশোনা করতে চান তাহলে আপনার উচিত হবে চাকরি ছেড়ে পড়াশোনায় ফিরে যাওয়া।কারন চাকরি এবং পড়াশোনা কখনো একসাথে করতে পারবেন না।একসাথে চাকরি এবং পড়াশোনা করতে গেলে দেখবেন আপনি দুটোর কোনটাই ঠিকভাবে মনোযোগ দিতে পারছেন না।আর এই কারনেই আপনার উচিত হবে চাকরি ছেড়ে দিয়ে পড়াশোনা শেষ করে পুনরায় চাকরিতে যোগদান করা।