সর্বশেষ সংবাদ

এবার ভারত থেকে কয়েক কিলোমিটার দূরেই পা রেখেছে হামাস!

ভারত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পা রেখেছে হামাস। আর এতেই রীতিমতো ভয়ে কাঁপছে ভারত। পাকিস্তান শাসিত জম্মু কাশ্মীরে বৈঠক করেছেন হামাসের নেতা খালিদ আল কাদমি।

খালিদ সংগঠনটির ইরানের প্রতিনিধি এবং মুখপাত্র। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের রাজনৈতিক দল জামিয়াত উলামায়ে পাকিস্তান এর প্রধান মাওলানা ফজলুর রহমান। বৈঠকটি মূলত ফজলুর রহমানের বাসভবনেই হয়েছিল।

বৈঠকের পরপরই এর কিছু ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এতেই নড়ে চড়ে বসেছেন পুরো ভারত বৈঠকের পরপরই ভারতের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মীরের এমপিদের সাথে বৈঠকে বসে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ভারত বিরোধী সমাবেশে যোগ দিতেই হামাস নেতা পাকিস্তানে এসেছেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ফিলিস্তিন এবং কাশ্মীরের স্বাধীনতার জন্যই এই মিটিং হয়েছিল।

সূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *