শেখ হাসিনাসহ যে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হল

প্রধান উপদেষ্টা শফিকুল আলমের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার সাথে জড়িত থাকার কারণে সরকার শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপ-প্রেস সচিব আরও জানান, ‘‘ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা মোবাইলে এসএমএস পাবেন, যা প্রবাসীদের ভোগান্তি কমাতে সহায়ক হবে।’

তিনি বলেন, ‘‘পাসপোর্ট অফিসগুলোতে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’’ অফিসের পাশে থাকা কিছু দোকানে দালালচক্র গড়ে উঠেছিল, এখন থেকে পাসপোর্ট আবেদনের জন্য এজেন্ট নিয়োগের মাধ্যমে ব্যবস্থা করা হবে।

এছাড়া, চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ হবে বলে জানান আজাদ মজুমদার। তিনি জানান, ‘‘এবার অনেকেই বই সময়মতো পাননি, এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। তবে দেশে বই ছাপা হওয়ায় কিছুটা দেরি হয়েছে।’’