আমি আপনাদের সাথে আমার আগের লেখায় বিভিন্ন ধরনের সার্ভার নিয়ে আলোচনা করেছিলাম।সেই আর্টিকেল গুলো আমি আপনাদের সাথে ই-মেইল সার্ভার এবং ওয়েব সার্ভার সম্পর্কে আলোচনা করেছিলাম।আমি আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে ভিপিএস সার্ভার সম্পর্কে আলোচনা করব।
আজকের এই আর্টিকেলে আমরা ভিপিএস সার্ভার কি?ভিপিএস সার্ভার কিভাবে কাজ করে?ভিপিএস অন্য সার্ভারের চেয়ে কোন কোন দিক দিয়ে আলাদা এবং ভিপিএস সার্ভারের সুবিধা অসুবিধা গুলো কি কি এই বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব।আমি আশা করি যে আজকের এই লেখা আপনি যদি শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনার ভিপিএস সার্ভার নিয়ে আর কোন সমস্যা থাকবে না।তাহলে চলুন আলোচনার মাধ্যমে উপরে উল্লেখিত বিষয় সমূহ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভিপিএস সার্ভার কি?
ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের সংক্ষিপ্ত রূপ হল ভিপিএস।ভিপিএস সার্ভার মূল্য কোন একটি ডেডিকেটেড সার্ভারকে কয়েকটি ভাগে ভাগ করে তৈরি করা হয়ে থাকে।ভার্চুয়ালাইজেশন প্রযুক্তির মাধ্যমে ডেডিকেটেড সার্ভারকে কয়েকটি ভাগে ভাগ করে যখন ছোট ছোট সার্ভার তৈরি করা হয়ে থাকে তখন সেই সার্ভারকে ভিপিএস সার্ভার বলা হয়ে থাকে।এই ভাগ করা সার্ভার গুলো প্রতিটাই আলাদা সার্ভার হিসাবে কাজ করতে পারে এবং এদের সকলেরই আলাদা আলাদা কনফিগারেশন (একটি কম্পিউটার যে পার্টস/সফটওয়্যার গুলোর সমন্বয়ে তৈরি করা হয়) থাকে এবং এই কনফিগারেশন (একটি কম্পিউটার যে পার্টস/সফটওয়্যার গুলোর সমন্বয়ে তৈরি করা হয়) গুলো আবার ডেডিকেটেড সার্ভার এরই অংশ।
ভিপিএস সার্ভার কিভাবে কাজ করে?
ধরেন, আপনার একটি কম্পিউটার আছে যেটার সিপিইউ ১৬ কোর,র্যাম ১৬ গিগাবাইট এবং এটার স্টোরেজ ১০০০ জিবি।এখন যদি কোন সফটওয়্যার (ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার) এর মাধ্যমে আপনার কম্পিউটারকে ৪ টি আলাদা ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে এর প্রতিটা ভাগে সিপিইউ হবে ৪ কোর,র্যাম হবে ৪ জিবি এবং স্টোরেজ হবে ২৫০ জিবি।আর এই প্রতিটা অংশকে আলাদা আলাদা কম্পিউটারের মত আলদা আলদা ৪ জন ব্যবহার করতে পারবে।
এখানে সার্ভার এর আলোচনা করার জন্য আমরা আপনার কম্পিউটারকে যদি ডেডিকেটেড সার্ভার ধরি তাহলে আমরা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারকে যে ৪ টি ভাগে ভাগ করেছি সেই প্রতিটা অংশকে আমরা ধরতে পারি ভিপিএস সার্ভার।
এভাবেই ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের মাধ্যমে কোন ডেডিকেটেড সার্ভারকে আলাদা আলাদা ভাগে ভাগ করে ভিপিএস সার্ভার তৈরি করা হয়ে থাকে এবং এই ভিপিএস সার্ভার গুলো আবার আলাদা আলাদা সার্ভার হিসাবে কাজ করে।
ভিপিএস সার্ভার,ডেডিকেটেড সার্ভার এবং শেয়ারড হোস্টিংয়ের মধ্য কি কোন পার্থক্য আছে?
আপনার আমার এবং অন্য যেকোনো একজন ব্যাক্তির সাথে আমাদের তিনজনেরই যেমন কিছু মৌলিক ভিন্নতা আছে ঠিক তেমনি ভিপিএস সার্ভার,ডেডিকেটেড সার্ভার এবং শেয়ারড হোস্টিংয়ের মধ্য তেমন কিছু ভিন্নতা আছে।যেমন এখানে দাম,সফটওয়্যার ইন্সটল করার সুবিধা,এবং স্পিড এই বিষয় গুলোর ক্ষেত্রে একটার সাথে আরেকটির অনেক ভিন্নতা থাকতে পারে।আমরা এখন সেই সুবিধা অসুবিধা গুলো নিচে একটি টেবিলের মাধ্যমে জানব।
আরও পড়ুনঃ কিভাবে আপনার ডোমেইন হোস্টিং এর সাথে কানেক্ট করে ওয়েবসাইট লাইভ করবেন?
ভিপিএস সার্ভার,ডেডিকেটেড সার্ভার এবং শেয়ারড হোস্টিংয়ের মধ্য মূল পার্থক্য গুলো হল-
পার্থক্য গুলোর নাম | ভিপিএস সার্ভার | ডেডিকেটেড সার্ভার | শেয়ার হোস্টিং |
দাম | ভিপিএস সার্ভার ডেডিকেটেড সার্ভারের চাইতে কম খরচ। | ডেডিকেটেড সার্ভারের খরচ সকল সার্ভারের চাইতে বেশী। | সকল সার্ভারের চাইতে খরচ অনেক কম। |
ফিজিক্যাল সার্ভার | ভিপিএস সার্ভারের একটি ফিজিক্যাল সার্ভার থাকে তবে সেটা সম্পূর্ণ ফিজিক্যাল সার্ভার নয়।কারন এটা ডেডিকেটেড সার্ভারেরই একটা অংশ। | ডেডিকেটেড সার্ভারের একটি সয়ং সম্পূর্ণ ফিজিক্যাল সার্ভার থাকে। | ফিজিক্যাল সার্ভার থাকে তবে সেটা প্রোভাইডারের নিয়ন্ত্রনে থাকে। |
স্কেল করার সুবিধা | স্কেল করার সুবিধা আছে | স্কেল করার সুবিধা আছে | স্কেল করার সুবিধা নাই |
নিয়ন্ত্রন | সম্পূর্ণ নিয়ন্ত্রন আপনার কাছে নেই। | সম্পূর্ণ নিয়ন্ত্রন আপনার কাছে থাকে। | সম্পূর্ণ নিয়ন্ত্রন প্রোভাইডারের। |
আপগ্রেড | আপগ্রেড করতে পারবেন তবে সেটা ডেডিকেটেড সার্ভারে আপগ্রেড করতে হবে। | আপগ্রেড করার জন্য আপনাকে কোথাও যেতে হবেনা।অর্থাৎ আপনি নিজে নিজে আপগ্রেড করে নিতে পারবেন। | কনফিগারেশন আপগ্রেড করার কোন সুবিধা প্রদান করবে না। |
সফটওয়্যার ইন্সটল | আপনার পছন্দ অনুসারে যেকোনো সফটওয়্যার ইন্সটল করতে পারবেন। | আপনার যা যা সফটওয়্যার প্রয়োজন সেগুলো ইন্সটল করে নিতে পারবেন। | আপনাকে আপনার ইচ্ছামত সফটওয়্যার ইন্সটল করতে দেওয়া হবেনা।যদি আপনার পছন্দের কোন সফটওয়্যার ইন্সটল করতে চান তাহলে আপনাকে আপনার হোস্টিং প্রোভাইডারের এর সাথে যোগাযোগ করে করতে হবে। |
ভিপিএস সার্ভারের সুবিধা অসুবিধা গুলো কি কি?
আপনি নিশ্চয় এই কথাটা মানবেন যে আমরা যখন কোন সেবা অথবা পণ্য ব্যাবহার করি তখন অবশ্যই সেই সেবা অথবা পণ্য গুলোর অবশ্যই কিছু সুবিধা এবং অসুবিধা থাকবে এবং আমরা যদি এই সেবা অথবা পণ্য ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই সুবিধা অসুবিধা মেনে নিয়েই ব্যবহার করতে হবে।
ঠিক তেমনি ভিপিএস সার্ভারেরও কিছু সুবিধা এবং অসুবিধা আছে যেগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব।
ভিপিএস সার্ভারের সুবিধা গুলো হল-
- ভিপিএস সার্ভার শেয়ার হোস্টিংয়ের চাইতে দামী হলেও ডেডিকেটেড সার্ভারের চাইতে দামে অনেক সস্তা।
- ভিপিএস সার্ভার আপনাকে ফুল কন্ট্রোল করার সুবিধা প্রদান করবে।
- ভিপিএস সার্ভার আপনাকে ডেডিকেটেড আইপি এড্রেস প্রদান করবে এবং আপনার প্রয়োজনীয় এবং পছন্দ অনুসারে সফটওয়্যার ইন্সটল করার সুবিধা দিবে।
- আপনার ইচ্ছামত কাস্টমাইজেশন করার সুবিধা পাবেন।
- শেয়ার সার্ভার/হোস্টিংয়ের চাইতে বেশী স্পিড পাবেন এবং
- নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা প্রদান করবে।
ভিপিএস সার্ভারের অসুবিধা গুলো হল-
- আপনার যদি খুব কম স্পেসের জন্য ভিপিএস সার্ভার ব্যবহার করার প্রয়োজন পরে তাহলে আপনার খরচ অনেক বেশী হবে।
- ভিপিএস সার্ভার ব্যবহার করতে চাইলে আপনার অবশ্যই সার্ভার সম্পর্কিত টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে।
- আপনি যে ভিপিএস সার্ভার ব্যবহার করবেন সেই ভিপিএস সার্ভারকে ডেডিকেটেড সার্ভার থেকে যে পরিমাণ স্পেস প্রদান করা হবে আপনি তার চাইতে বেশী স্পেস ব্যবহার করতে পারবেন না।
ভিপিএস সার্ভার কত প্রকার ও কি কি?
ভিপিএস সার্ভার প্রধানত দুই প্রকারের হয়ে থাকে।একটি ম্যানেজ ভিপিএস এবং অন্যটি আন-ম্যানেজ ভিপিএস সার্ভার।
- ম্যানেজ ভিপিএসঃ যে ভিপিএস সার্ভার গুলো ব্যবহার করার জন্য সবকিছু (প্রয়োজনীয় সফটওয়্যার) রেডি করা থাকে সেই ভিপিএস সার্ভার গুলোকে ম্যনেজ ভিপিএস বলা হয়ে থাকে।
- আন-ম্যানেজ ভিপিএসঃ যে ভিপিএস সার্ভার গুলো ম্যানেজ অর্থাৎ, ব্যবহার করার জন্য রেডি করা থাকে না (প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল না থাকা) সেই ভিপিএস সার্ভার গুলোকে আন-ম্যানেজ ভিপিএস সার্ভার বলা হয়ে থাকে।
আমাদের কেন ভিপিএস সার্ভার ব্যবহার করা উচিত?
আপনার যদি বড় কোন ওয়েবসাইট থেকে থাকে এবং সেই ওয়েবসাইটে অনেক বেশী ভিসিটর থেকে থাকে তাহলে আপনার অবশ্যই উচিত হবে ভিপিএস সার্ভার ব্যবহার করা।এছারাও আপনার ওয়েবসাইটের নিরাপত্তার জন্য শেয়ারড হোস্টিংয়ের চাইতে ভিপিএস সার্ভার ব্যবহার করা উচিত এবং একই সাথে ভিপিএস সার্ভার আপনার ওয়েবসাইটকে শেয়ারড হোস্টিংয়ের চাইতে অনেক বেশী গতি প্রদান করতে পারে।
এছারা আপনি ভিপিএস সার্ভারকে আপনার ওয়েবসাইটের হোস্টিং হিসাবে ব্যবহার করার পাশাপাশি আপনার ভার্চুয়াল স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবেন।এক কথায় বলা যায় একটা কম্পিউটারে যা যা কাজ করা যায় আপনি ভিপিএস সার্ভার ব্যবহার করে সেই সবগুলো কাজ সম্পন্ন করতে পারবেন।
আরও পড়ুনঃ সিপ্যানেল হোস্টিংয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়?
আমার শেষ কথা
আমি আপনাদের সাথে এই পোস্টে ভিপিএস সার্ভার সম্পর্কিত প্রাথমিক যে তথ্য গুলো আমাদের সকলের জানা উচিত তার প্রায় সবকিছুই আপনাদের সাথে আলোচনা করেছি।এবং আমি আশা করি যে আপনি ভিপিএস সার্ভার যদি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়ার আগের এই আর্টিকেল পড়তে আসেন তাহলে অবশ্যই আপনি নিজে অথবা আপনার ওয়েবসাইটের জন্য ভিপিএস সার্ভার কিনবেন কিনা সেই ব্যাপারে একটি ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্যও আমার আজকের এই লেখাটি আপনার জন্য সহায়ক হবে।