সর্বশেষ সংবাদ

এখন কে নিবে যুবদল নেতার চারটা বাচ্চা মেয়ের দায়িত্ব?

ভদ্রলোক ইউনিয়ন যুবদলের আহবায়ক। বাড়ি কুমিল্লা সদরে। চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছেন পিতার ইন্তেকাল সংবাদ শুনে। পিতার জন্য দোয়ার আয়োজন করেছেন কিন্তু গতরাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে আসে। অথচ অতীতে তার নামে মামলা দূরের কথা কোন জিডিও নাই।

যায়যায়দিনের খবর অনুযায়ী সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া এই যুবদল নেতার চারটা বাচ্চা মেয়ের মাঝে দুইজন হাফেজা। লিংকের খবরে ভদ্রলোকের চেহারা দেখেন। উনার বউ বাচ্চার ছবি দেখেন। এরা হলো বাংলাদেশের গণমানুষ। যে কোন গ্রামে থানায় উপজেলায় আপনি বেশিরভাগ ভালো মানুষকে দেখবেন এভাবে জীবনযাপন করতে চেষ্টা করে। অথবা মনে করে এটা আদর্শ জীবনচর্চা।

আজ সকাল এগারোটা পুলিশ ফোন করে পরিবারের কাছে, পরিবারের সদস্যেরা কুমিল্লা মেডিকেল কলেজে গিয়ে তার নিথর দেহ দেখতে পান। পুরো শরীরে নির্যাতনের চিহ্ন। নিজে এতিম হয়েছিলেন, এবার তার স্ত্রীকে বিধবা করেছে ও চার মেয়েকে এতিম করেছে বাহিনীর সদস্যরা।

৫৩ বছরে পাপের বোঝা তো কম হয়নি। পাপ আরও বাড়ছে। এই বাচ্চাদের কান্না আল্লাহর আরশে গিয়ে লাগবে। এ ব্যাপারে বিএনপি অফিসিয়ালি কী ব্যবস্থা নিবে? নাকি ক্ষমতাউ গিয়ে কে কোন মন্ত্রণালয় নিবে সেই ভাগে বিজি?

সোর্স: সাইফুল ইসলামের ফেসবুক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *