সর্বশেষ সংবাদ

পাকিস্তান থেকে আলু-পেঁয়াজ এলেও ভারতে অপপ্রচার

সর্বশেষ অর্থবছরে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ১৬ লাখ টন পণ্য। এর মধ্যে কনটেইনারে আনা হয় তিন লাখ টনেরও কম। পাকিস্তান থেকে মাসে এক থেকে দেড় হাজারের বেশি কনটেইনার আসে না।

স্বাধীনতার পর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি জাহাজ সার্ভিস চালু হলো পাকিস্তানের। এমভি ইউয়ান জিয়ান ফা ঝং নামে জাহাজের মাধ্যমে প্রথম চালানে এসেছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। তবে এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে। এ সেবা চালুর আগে পাকিস্তানের কনটেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে ৩৭০ একক কনটেইনার জেটিতে নামানো হয়। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে ২৯৭ কনটেইনার। আর সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে ৭৩ কনটেইনার।

দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইনস ডিএমসিসি একটি কনটেইনার জাহাজ দিয়ে নতুন এ সেবা চালু করেছে। কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেনসি লাইনস লিমিটেড এ সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে। এটি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান।

কাস্টমসের যুগ্ম কমিশনার (জেটি) মোহাম্মদ মারুফুর রহমান বলেন, এখানে ভোগ্যপণ্য থেকে শুরু করে শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থসহ ১০ থেকে ১৫ ধরনের আইটেম রয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, সরাসরি চট্টগ্রাম বন্দরে আসা সেই জাহাজে পাকিস্তান থেকে ১৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ৬ হাজার ৩৩৭ টন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য পাঠিয়েছে। সবচেয়ে বেশি আনা হয়েছে টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ।

১১৫ কনটেইনারে রয়েছে এই সোডা অ্যাশ। খনিজ পদার্থ ডলোমাইট রয়েছে ৪৬ কনটেইনারে। পেঁয়াজ আনা হয়েছে ৪২ কনটেইনারে। ৩৫ কনটেইনারে আনা হয়েছে চুনাপাথর। শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল কাপড়, রং ইত্যাদি রয়েছে ২৮ কনটেইনারে। ১৪ কনটেইনারে রয়েছে আলু।

কাচশিল্পের কাঁচামাল ভাঙা কাচ আনা হয়েছে ১০ কনটেইনারে। ম্যাগনেশিয়াম কার্বোনেট আনা হয়েছে ছয় কনটেইনারে। একটি কনটেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে ২০ থেকে ৩০টি প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম হচ্ছে আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন প্রতিষ্ঠান, ঢাকার হাফিজ করপোরেশন, এম আর ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *