যদি কখনো আমাদের ফোন হারিয়ে যায় অথবা কোনভাবে চুরি হয়ে যায় তখন আমাদের হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া স্মার্টফোনটি খোঁজার দরকার পরে।কিন্তু এত দিন এই ট্র্যাকিং পদ্ধতি অনেক কঠিন থাকলেও সাম্প্রতিক সময়ে গুগল আপনার ডিভাইস খুজে পাওয়ার জন্য ‘গুগল ফাইন্ড মাই ডিভাইস” নামের একটি সেবা চালু করেছে।গুগলের এই সেবার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে খুজে বের করতে পারবেন।
আজকের এই আর্টিকেলে আমরা জানব কিভাবে গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবা চালু করতে হয় এবং কিভাবে এটি কাজ করে।তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে আজকের লেখার মুল বিষয় সম্পর্কে আলোচনা শুরু করা যাক।
গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবা কিভাবে চালু করব?
আপনি যদি আপনার স্মার্টফোনে গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবা চালু করতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার ফোনের ইন্টারনেট কানেকশন চালু করে নিতে হবে।ইন্টারনেট কানেকশন চালু করার পরে আপনার ফোনের সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে এবং ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটি খুজে বের করে এর উপরে ট্যাপ করে এটা অফ থাকলে চালু করে দিতে হবে।
মোবাইল ডিভাইস থেকে ফাইন্ড মাই ডিভাইস অপশন চালু করে দেওয়ার পর আপনাকে এই গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবাটি সম্পূর্ণ চালু করতে এই লিংকে যেতে হবে এবং আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগিন করে নিতে হবে (অবশ্যই সেই জিমেইল অ্যাকাউন্ট যেটা আপনি আপনার ফোনে ব্যবহার করেন)।
গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবা কিভাবে ব্যবহার করব?
আমরা যেহেতু উপরের পদ্ধতি অনুসরন করে আমাদের মোবাইলে গুগল ফাইন্ড মাই ডিভাইস অপশন চালু করে নিয়েছি এখন আমাদের এটা সঠিকভাবে ব্যবহার করা শিখে নিতে হবে।
গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবাটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবার ওয়েবসাইটে আপনার জিমেইল ব্যবহার করে লগিন করে নিতে হবে।
লগিন করার পর দেখবেন আপনার ডিভাইসটি এখানে কানেক্ট দেখাচ্ছে এবং ডান পাশে আপনার ফোনের বর্তমান অবস্থান দেখানো হচ্ছে।আপনি এখন এখান থেকে আপনার ফোনটি কন্ট্রোল করতে পারবেন।আপনি এখানে যে তিনটি সেবা ব্যবহার করতে পারবেন সেই ব্যপারে আমি নিচে আলোচনা করব।
প্লে সাউন্ডঃ
অনেক সময় আমাদের মোবাইল আমরা সাইলেন্ট করে রেখে দেই এবং কোথাও রেখে যদি আমাদের মনে না থাকে যে ফোনটি কোথায় রেখেছি তখন আপনি আমাদের ফোনে কল দিলেও কোন সাউন্ড হয়না। কিন্তু আপনি চাইলেই গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবার এই প্লে সাউন্ড অপশন ব্যবহার করে আপনার ফোনে সাউন্ড করাতে পারবেন অনেকটা রিংটোনের মত।
আবার যদি আপনার ফোন চুরি হয়ে যায় তখনো এই অপশন ব্যবহার করে চোরকে বিরক্ত করতে পারবেন।
সিকুয়ার ডিভাইস
সিকুয়ার অপশন থেকে আপনি যেকোনো এসএমএস লিখে সাথে আপনি যে নাম্বার সেট করে দিবেন সেটা লিখে সেভ দিলেই আপনার ফোন অটো লক করে দিবে গুগল।আর গুগল যখন লক করবে তখন সেখানে সুধু কল করার অপশনটি দেখাবে।
এখন আপনার ফোনটি যারা হাতে থাকবে সে যদি কল অনার অপশনে ক্লিক করে তাহলে আপনার দেওয়া নাম্বারে কল চলে আসবে।
ডিভাইস মুছে ফেলা
এখানে তৃতীয় যে অপশনটি আছে সেটার মাধ্যমে আপনি চাইলে মাত্র এক ক্লিকে আপনার ফোনে থাকা সকল তথ্য মুছে ফেলতে পারবেন।
বিশেষ সতর্কতাঃ
- আপনার ফোনটি যদি হারিয়ে যায় অথবা কোনভাবে চুরি হয়ে যায় আপনার উচিত হবে সাথে সাথে আপনি যে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবা আপনার ফোনে যুক্ত করেছিলেন সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে দেওয়া এবং টু-স্টেপ অপশন চালু করে দেওয়া।এতে করে আপনার ফোনটি যার কাছে আছে সে চাইলেও আপনার ফোনটি গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবা থেকে ডিসকানেক্ট করে দিতে পারবে না।
- আপনার ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে সাথে সাথে আপনার নিকটস্থ থানায় আপনার ফোন হারিয়ে অথবা চুরি হয়ে গেছে মর্মে একটি জিডি করতে হবে।জিডি করলে আপনার ফোন না পাওয়া গেলেও আইনি ঝামেলা থেকে আপনি মুক্ত থাকবেন।
শেষ কথা
আমার ফোনে আমি গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবা চালু করে দিয়েছি এবং আমার কাছে গুগলের এই সেবাটি খুবই দরকারী এবং উপকারি একটি সেবা মনে হয়েছে।তাহলে আর দেরি কেন এখনই আপনার ফোনে গুগল ফাইন্ড মাই ডিভাইস সেবাটি চালু করে ফেলুন।