আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং এর কাজ করি তাঁদেরকে প্রায় বিভিন্ন প্রয়োজনে ছবি এডিট অথবা কনভার্ট করতে হয়।আমাদের মাঝে যারা ফটোশপ ভালো জানেন তাঁরা হয়ত তাঁদের প্রয়োজনীয় ছবি ফটোশপ দিয়ে এডিট করে নেয়।কিন্তু যারা খুব ভালো ফটোশপ জানে না তাঁদের একমাত্র ভরশা অনলাইনের বিভিন্ন টুলস।
আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটের ব্যাপারে আলোচনা করব যে ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি আপনার দরকারি ছবিকে আপনার প্রয়োজনীয় ফরম্যাটে কনভার্ট করে নিতে পারবেন।
যেমনঃ জেপিজি টু ওয়েবপি,জেপিজি টু পিএনজি,পিএনজি টু জেপিজি,পিএনজি টু ওয়েবপি ইত্যাদি সকল ফরম্যাটে কনভার্ট করতে পারবেন আবার চাইলে আপনি যেকোনো ভিডিও টু জিআইএফ ফরম্যাটেও ছবি তৈরি করতে পারবেন।আবার প্রয়োজন অনুসারে আপনার ছবিটি ক্রপ এবং অপটিমাইজেশন করে নিতে পারবেন।
আপনি যদি অনলাইনে আপনার যেকোনো ছবি কনভার্ট করতে চান তাহলে আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে।এর পড়ে এই সাইটের মেনু থেকে আপনি যে ফরম্যাটে ছবিটি এডিট করতে চান সেটা সিলেক্ট করে ছবিটি সেই ফরম্যাটে কনভার্ট করা যাবে।যেমনঃ আপনি যদি পিএনজি ফরম্যাটের কোন ছবি জেপিজি ফরম্যাটে কনভার্ট করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটের মেনু থেকে PNG To JPG অপশনটি সিলেক্ট করতে হবে।
আমি আপনাদের সাথে এই ওয়েবসাইটের সকল রকমের কনভার্ট করার সুবিধা সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব এবং প্রতিটা কনভার্ট করার পদ্ধতি এবং সেই কনভার্ট টুলসের লিংক আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা সেই টুলসটি সরাসরি আক্সেস্ক করতে পারবেন এবং এই আর্টিকেলে যুক্ত করা ছবির মাধ্যমে সহজেই বুঝতেই পারেন যে কিভাবে যেকোনো ছবিকে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কনভার্ট করবেন এবং ছবি কনভার্ট করা ছারাও এই ওয়েবসাইটের অন্য টুলস গুলো কিভাবে ব্যবহার করবেন।তাহলে চলুন কনভার্ট করার পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই ওয়েবসাইটের অনলাইন ছবি কনভার্ট টুলসের সাহায্যে আপনি কি কি করতে পারবেন?
অনলাইনে আমি এই পর্যন্ত ছবি কনভার্ট,এডিট করার জন্য অনেক ওয়েবসাইট ভিত্তিক টুলস পেয়েছি।কিন্তু আমি বিগত প্রায় দুই বছর ধরে এই ওয়েবসাইটের মাধ্যমেই ছবি এডিট এবং কনভার্ট করে আসছি।আমার কাছে ব্যাক্তিগত ভাবে এই ওয়েবসাইটের টুলস গুলো অনেক ভালো লাগে।
এই ওয়েবসাইটের অনলাইন ছবি কনভার্ট করার টুলসের মাধ্যমে আপনি যা যা করতে পারবেন সেগুলো হল-
- জিফ অপটিমাইজার (GIF optimizer)
- জিফ ফরম্যাটের ছবি মেরামত (Repair Corrupted GIF File)
- পিএনজি ছবি অপটিমাইজার (Optimize PNG Images)
- জেপিজি অপটিমাইজার (Optimize JPEG Images)
- কম্প্রেস ওয়েবপি ছবি এবং অ্যানিমেশন (Compress WebP Images And Animations)
- বিএমপি টু জেপিজি (BMP To JPG Online Converter)
- পিএনজি টু জেপিজি অনলাইন কনভার্টার (PNG to JPG Online Converter)
- জিফ ইমেজ টু জেপিজি ইমেজ কনভার্টার (GIF To JPG Converter)
- এসভিজি টু পিএনজি/জেপিজি কনভার্ট টুলস (SVG To PNG/JPG Online Converter Tools এবং
- জেপিজি অথবা পিএনজি ফরম্যাট থেকে ওয়েবপি ফরম্যাটে কনভার্ট (Online JPG/PNG To WebP Converter)
এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি কি ধরনের ছবি সংক্রান্ত কাজ গুলো করতে পারব সেই সম্পর্কে একটা ধারনা এখানে পাওয়া গেল।এখন আমরা এই কাজ গুলো কিভাবে করতে হবে এবং কিভাবে সরাসরি এই ছবি কনভার্ট এবং অপটিমাইজ করার টুলস গুলো আক্সেস করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
(১) জিফ অপটিমাইজার (GIF optimizer)
আপনি যদি আপনার কাছে থাকা কোন জিফ ফরম্যাটের ছবিকে অপটিমাইজ করে সাইজ কমাতে চান তাহলে এই অনলাইন টুলসের মাধ্যমে মাত্র কয়েকটি ক্লিকেই সেটা করে ফেলতে পারবেন।জিফ ছবি অপটিমাইজ করার জন্য প্রথমে আপনাকে এখানে যেতে হবে।এবং নিচের ছবিতে থাকা Choose File অপশনে ক্লিক করে যে ছবিটি অপটিমাইজ করতে চান সেটা সিলেক্ট করে দিতে হবে।আবার চাইলে আপনি অনলেইনের যেকোনো ছবিকে সেই ছবির ইউআরএল এর মাধ্যমে আপলোড করেও অপটিমাইজ করে নিতে পারবেন।

(২) জিফ ফরম্যাটের ছবি মেরামত (Repair Corrupted GIF File)
আপনার কাছে থাকা কোন জিফ ফরম্যাটের ছবি ভালোভাবে কাজ না করে তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেটা রিপেয়ার করে নিতে পারবেন।জিফ ফাইল রিপেয়ার করার জন্য আপনাকে প্রথমে এখানে যেতে হবে এবং আগের মতই আপনার কম্পিউটার অথবা মোবাইলে থাকা সমস্যাযুক্ত জিফ ছবিটি সিলেক্ট করে রিপেয়ারিং করে নিতে হবে।

(৩) পিএনজি ছবি অপটিমাইজার (Optimize PNG Images)
অনেক সময় আমাদের কাছে এমন অনেক ছবি থাকে যেগুলোর ফাইল সাইজ এত বেশী থাকে যে সেগুলো যদি আমারা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি তাহলে সেইগুলো লোড নিতে অনেক টাইম নেয় আর বেশী টাইম লাগার কারনে যারা আমাদের ওয়েবসাইটের ভিসিটর তাঁরা অনেক বিরক্ত হয়।

এখন আপনি যদি আপনার কাছে থাকা এমন কোন পিএনজি ফরম্যাটের ছবির সাইজ কমাতে চান তাহলে আপনাকে প্রথমে এখানে যেতে হবে এবং আগের মত একই পদ্ধতিতে ছবিটি সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় ফাইল সাইজ অনুসারে ফরম্যাট করে নিতে পারবেন।
(৪) জেপিজি অপটিমাইজার (Optimize JPEG Images)
এই ওয়েবসাইটের জেপিজি অপটিমাইজার টুলসের মাধ্যমে উপরে আলোচিত পিএনজি ফরম্যাটের ওয়েবসাইটের মত ফাইল সাইজ অপটিমাইজ করা যাবে।এর জন্য আপনাকে প্রথমে এখানে যেতে হবে এবং আপনার কাছে (কম্পিউটার/ল্যাপটপ/মোবাইল) থাকা ছবিটি সিলেক্ট করে আপনার চাহিদা অনুসারে অপটিমাইজ করে নিতে হবে।

(৫) কম্প্রেস ওয়েবপি ছবি এবং অ্যানিমেশন (Compress WebP Images And Animations)
ইজেডজিফ ওয়েবসাইটের এই টুলসের মাধ্যমে আপনি আপনার ওয়েবপি ফরম্যাট এর ছবি যেকোনো অ্যানিমেশনকে খুব সহজেই মাত্র কয়েকটি ক্লিকেই কম্প্রেস করে নিতে পারবেন।আপনি যদি ওয়েবপি এবং যেকোনো অ্যানিমেশনকে এই টুলসের মাধ্যমে কম্প্রেস করতে চান তাহলে আপনাকে এখানে যেতে হবে।

(৬) বিএমপি টু জেপিজি (BMP To JPG Online Converter)
বিএমপি ফরম্যাটের ছবি গুলোর রেজুলেশন এবং ফাইল সাইজ অনেক বেশী হয়ে থাকে।আমরা যদি এই ফরম্যাটের ছবি আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি তাহলে স্বাভাবিক ভাবেই আমাদের ওয়েবসাইটের লোডিং সময় বেড়ে যাবে।এখন আমাদের একটাি উপায় সেটা হল ছবিকে অন্য কোন ফরম্যাটে কনভার্ট করে নেওয়া।

আপনি যদি আপনার কাছে থাকা বিএমপি ফরম্যাটের ছবিকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করতে চান তাহলে আপনাকে প্রথমে এখানে যেতে হবে এবং উপরের ছবির মত ছবি সিলেক্ট করে দিতে হবে অথবা সরাসরি যেকোনো ইউআরএল থেকে আপলোড করে কনভার্ট করে নিতে হবে।
(৭) পিএনজি টু জেপিজি অনলাইন কনভার্টার (PNG to JPG Online Converter)
এই ওয়েবসাইটর পিএনজি টু জেপিজি অনলাইন কনভার্টার টুলসের মাধ্যমে আপনি আপনার যেকোনো ধরনের পিএনজি ফরম্যাটের ছবিকে মাত্র কয়েকটি ক্লিক করে যেকোনো পিএনজি ছবিকে জেপিজিতে রুপান্তরিত করতে পারবেন।এবং একই সাথে চাইলে আপনি কনভার্ট হওয়া জেপিজি ছবিটির সাইজে কমাতে অথবা বাড়াতে পারবেন আপনার পছন্দ অনুসারে।

পিএনজি ছবিকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করতে চাইলে আপনাকে এখানে যেতে হবে।
(৮) জিফ ইমেজ টু জেপিজি ইমেজ কনভার্টার (GIF To JPG Converter)
আপনার কাছে যদি এমন কিছু ছবি থেকে থাকে যেগুলো বর্তমানে জিফ ফরম্যাটে আছে এবং আপনার যদি এই ছবি গুলো আপনার জেপিজি ফরম্যাটে কনভার্ট করার প্রয়োজন হয় তাহলে আপনার জন্য এই টুলসটি খুবি একটি উপকারী টুলস হতে পারে।জিফ ফরম্যাটের যেকোনো ছবি জেপিজি ফরম্যাটে কনভার্ট করার জন্য আপনাকে এখানে যেতে হবে এবং আপনার কম্পিউটার অথবা মোবাইলে থাকা ছবি সিলেক্ট করে দিয়ে জেপিজি ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে।

(৯) এসভিজি টু পিএনজি/জেপিজি কনভার্ট টুলস (SVG To PNG/JPG Online Converter Tools)
আমরা জানিযে এসভিজি ফরম্যাটের ছবি গুলো বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এই এসভিজি ফরম্যাটের ছবি গুলো আমাদের ওয়েবসাইটের আর্টিকেলে অথবা যেকোনো কন্টেন্টে ব্যবহার করার জন্য মোটেই ভালো নয়।এখন যদি আপনি আপনার কাছে থাকা এসভিজি ফরম্যাটের ছবি গুলোর মধ্য থেকে যেকোনো ছবি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই ছবিটি পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে অথবা ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে।

আপনি যদি এসভিজি ফরম্যাটের ছবিকে পিএনজি ফরম্যাটে কনভার্ট করতে চান তাহলে আপনাকে এখানে যেতে হবে এবং যে ছবিটি এসভিজি থেকে পিএনজিতে রূপান্তর করতে চান সেটি সিলেক্ট করে পিএনজি ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে।

আর যদি আপনি কোন এসভিজি ফরম্যাটে থাকা ছবিকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করতে চান তাহলে আপনাকে এখানে যেতে হবে এবং একই ভাবে ছবি সিলেক্ট করে জেপিজি ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে।
(১০) জেপিজি অথবা পিএনজি ফরম্যাট থেকে ওয়েবপি ফরম্যাটে কনভার্ট (Online JPG/PNG To WebP Converter)
বর্তমানে সবাই তাঁদের ওয়েবসাইটে ওয়েবপি ফরম্যাটের ছবি ব্যবহার করে।ওয়েবপি ফরম্যাটের ছবি ব্যবহার করার মূল কারন হল ওয়েবপি ফরম্যাটের ছবি গুলো খুব দ্রুত লোড হয় ফলে আমাদের ওয়েবসাইটের ব্যবহারকারীরা বিরক্তবোধ করে করেনা এবং এই দ্রুত লোড হওয়া আমাদের ওয়েবসাইটের এসইওতেও প্রভাব ফেলে।আর এই কারনেই বড় বড় এসইও এক্সপার্টরা ওয়েবসাইটের কন্টেন্টে ওয়েবপি ফরম্যাটের ছবি ব্যবহার করতে উৎসাহিত করে।

আপনি যদি আপনার কাছে থাকা জেপিজি ফরম্যাটের ছবিকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করতে চান তাহলে আপনাকে প্রথমে এখানে যেতে হবে এবং যে ছবিটি জেপিজি থেকে ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করতে চান সেটি সিলেক্ট করে দিয়ে ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে।
আবার যদি আপনার কাছে থাকা কোন পিএনজি ফরম্যাটের ছবিকে ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিতে চান তাহলে আপনাকে এখানে যেতে হবে এবং আগের মত ছবি সিলেক্ট করে ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে।

আমার শেষ কথা
আমি আপনাদের সাথে আজকের এই আর্টিকেলে বিভিন্ন ফরম্যাটের ছবিকে এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে কিভাবে অনলাইনের কোন টুলসের মাধ্যমে কনভার্ট করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি।এবং আমি আশা করি যে আজেকের এই টুলসটি আপনাদের ছব কনভার্ট করার জন্য অনেক উপকারী একটি টুলস হবে।আপনারা আর কি কি ধরনের টুলস নিয়ে আর্টিকেল পেতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টেে মাধ্যমে জানাবেন।