সর্বশেষ সংবাদ

ড. ইউনূসের বলা সেই কথার কারন জানা গেল

প্রকৃতপক্ষে, এটি ড. ইউনূসের নিজস্ব মন্তব্য ছিলো না। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এর বার্ষিক সভায় বিভিন্ন সংস্থার প্রধান ও ব্যবসায়ীদের সাথে আলোচনায় জুলাই বিপ্লবসহ তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এ সময় জুলাই বিপ্লবে ১২ বছর শিশু তার মাকে চিঠি লিখে আন্দোলনে যাওয়ার ঘটনা ‘কোট’ করে সবার কাছে তিনি বলেন। “ইফ আই ডোন্ট কাম ব্যাক, প্লিজ ফরগিভ মি”। কথাটি একজন শিশু শহীদ আন্দোলনে যাওয়ার আগে তার মাকে চিঠিতে লিখে গিয়েছিলো।

শিশু শহীদ আরো লিখেছিলো চিঠিতে, স্বার্থপরের মত আমি বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যতের জন্য জীবন দিচ্ছে, তাহলে আমি কেন বসে থাকবো। মৃত্যুর ভয় করে স্বার্থপরের মত বাসায় বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু শ্রেষ্ঠ। যে অন্যের জন্য জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ।

সূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *