সর্বশেষ সংবাদ

ট্রাভেল ব্লগিং দিয়ে আয় করার সেরা ৫টি উপায়

কেমন হবে যদি আপনাকে অফার করা হয় যে আপনি সারা বছর ধরে এই পৃথিবীর সুন্দর জায়গা গুলোতে ঘুরে বেড়াবেন আবার এর জন্য আপনাকে টাকাও দেওয়া হবে।কি শুনতে অবাক লাগছে তাইনা?অবাক হবারই কথা কারন আপনি হয়ত এই ধরনের কথা এই প্রথম শুনছেন।আমার এই কথা শুনে অবাক হওয়ার কিছু নাই।আমি মূলত আপনাকে ট্র্যাভেল ব্লগিং বিষয়ে ইঙ্গিত করেছি।

সারা দুনিয়ার যত ট্র্যাভেল ব্লগার আছে তাঁরা মূলত টাকা খরচ করেই ঘুরে বেড়ায় কিন্তু তাঁরা তাদের ভ্রমনের অভিজ্ঞতা তাদের ব্লগে শেয়ার করে বিভিন্ন উপায়ে তাদের সেই খরচ হওয়া টাকার চাইতে অনেক বেশী আয় করে।আর এই কারনেই তাদের ঘুরতে যে টাকা খরচ হয় সেটাকে ফ্রি ফ্রি ঘুরে বেড়ানোই বলা চলে।

আপনি যদি নিজেই একজন ট্র্যাভেল ব্লগার হতে চান তাহলে আপনিও এমনভাবে ফ্রিতে ঘুরতে পারবেন আবার আপনার সেই ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আপনার নিজের ব্লগে শেয়ার করে বিজ্ঞাপন এবং অনন্যা আরও মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

ট্র্যাভেল ব্লগিং করতে চাইলে অবশ্যই আপনার পূর্বের বেড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।আপনার যদি পূর্বে ঘুরে বাড়ানোর অভ্যাস না থাকে তাহলে ভ্রমন বিষয়ে আপনার অভিজ্ঞতা না থাকার কারনে আপনার ঘুরে বেড়ানোর সময়ে যে বিষয় গুলোর নোট করতে হবে সেই সম্পর্কে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না।কারন আপনি যখন আপান্র ট্র্যাভেল এর অভিজ্ঞতা নিয়ে আপনার ব্লগে পোস্ট লিখতে যাবেন তখন আপনার লেখার সময় এই নোট করা তথ্য গুলোর দরকার হবে।এই কারনে আমি বলব আপনার যদি ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা একদম শুন্য হয় তাহলে কিছুদিন আমাদের দেশের সুন্দর জায়গা গুলো থেকে ঘুরে আসুন।

একজন ট্র্যাভেল ব্লগার প্রতি মাসে তার ব্লগ থেকে কমপক্ষে ১৫০০-২০০০ ডলার পর্যন্ত আয় করে থাকে।এখানে বলে রাখা ভালো যে ট্র্যাভেল ব্লগ থেকে আয় করতে চাইলে আপনাকে প্তহমে কাজটি ভালোভাবে শিখে নিতে হবে এবং খুব আকর্ষণীয় ভাবে আপনার ট্র্যাভেলিং সম্পর্কিত ব্লগ পোস্ট আপনার ব্লগে শেয়ার করতে হবে।

একজন ট্র্যাভেল ব্লগার কিভাবে তার ভ্রমেনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টাকা উপার্জন করে সেই আয় করার মাধ্যম গুলো সম্পর্কে আমি এই পোস্টে আলোচনা করব।তাহলে চলুন আর অযথা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক।

একজন ট্র্যাভেল ব্লগার নিচের মাধ্যম গুলো থেকে উপার্জন করতে পারে-

  1. বিজ্ঞাপন দেখিয়ে আয়
  2. অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
  3. প্রেস ট্রিপ পদ্ধতির মাধ্যমে আয়
  4. স্পন্সরড পোস্ট/বিজ্ঞাপনের মাধ্যমে আয়
  5. অন্যের ব্লগে লেখা পাবলিশ করে আয়

আমরা ট্র্যাভেল ব্লগ থেকে কি কি ভাবে উপার্জন করতে পারি সেই মাধ্যম গুলো সম্পর্কে জেনেছি।এখন আমরা প্রতিটা মাধ্যম ব্যাবহার করে কিভাবে অর্থ উপার্জন করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

(১) বিজ্ঞাপন দেখিয়ে আয়

যেহেতু আপনি আপনার ট্র্যাভেল করার অভিজ্ঞতা নিয়ে আপনার ব্লগে আর্টিকেল পাবলিশ করবেন সেহেতু আপনি চাইলে এখানে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে খুব ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন।বিশেষ করে আপনি যদি গুগল অ্যাডসেন্স ব্যাবহার করেন তাহলে অবশ্যই আপনার ট্র্যাভেল ব্লগ থেকে ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন।

আপনি যদি এই প্রথম গুগল অ্যাডসেন্সের নাম শুনে থাকেন তাহলে এখনই আপনার উচিত হবে গুগলে যেয়ে “গুগল অ্যাডসেন্স” লিখে সার্চ করা এবং এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া।

(২) অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়

যখন আমরা ভ্রমনে বের হই তখন আমদের ভ্রমনকালীন সময়ে ব্যাবহার করার জন্য অনেক ধরনের জিনিস-পত্রের দরকার পরে।এখন আমরা যদি সেই প্রোডাক্ট গুলোর জন্য যেকোনো প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে যুক্ত হই এবং সেই প্রোডাক্ট গুলোর নাম আমরা যখন ভ্রমন বিষয়ক ব্লগ পোস্ট লিখি তখন যদি আমরা সেই প্রোডাক্ট গুলো আমাদের ব্লগের ভিসিটরদের কাছে প্রমোট করি আর তাঁরা যদি এই পণ্য গুলো কিনে তাহলে আমরা অ্যাফিলিয়েট কমিশন হিসাবে ভালো পরিমানের টাকা আয় করতে পারি

(৩) প্রেস ট্রিপ পদ্ধতির মাধ্যমে আয়

ধরে নিচ্ছি আপনি অনেক আগে থেকেই ট্র্যাভেল ব্লগিং এর সাথে জরিত এবং খুব পপুলার একজন ট্র্যাভেল ব্লগার।পৃথিবীর বিভিন্ন দেশের হোটেল, ট্যুরিজম কোম্পানি আপনার মত পপুলার ট্র্যাভেল ব্লগারদের খুঁজে বের করে এবং তাঁদেরকে যেকোনো একটি নির্দিষ্ট স্থান নিয়ে তাদের ব্লগে পোস্ট পাবলিশ করতে হবে।এটা এই হোটেল, ট্যুরিজম কোম্পানি গুলো তখনই করে যখন তাঁরা সেই স্থান গুলোতে তাদের হোটেল তৈরি করে এবং ভ্রমনের জন্য অফার করে।এই রকম কাজের জন্য তাঁরা যেকোনো ট্র্যাভেল ব্লগারকে ২০০০ ডলার পর্যন্ত পেমেন্ট করে থাকে।

(৪) স্পন্সরড পোস্ট/বিজ্ঞাপনের মাধ্যমে আয়

যখন কোন ট্র্যাভেল ব্লগ অনেক বেশী জনপ্রিয় হয়ে যায় তখন কিছু কিছু প্রতিষ্ঠান সেই ট্র্যাভেল ব্লগের মালিকদের কে তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য অথবা কোন গেস্ট আর্টিকেল পাবলিশ করে সেই আর্টিকেলে তাদের ওয়েবসাইট অথবা তাদের কোন প্রোডাক্টকে প্রমোট করতে বলে এবং এর জন্য ভালো পরিমানের টাকা অফার করে।তবে একজন ভালো মানের ট্র্যাভেল ব্লগার কখনোই যেকোনো প্রোডাক্ট নিজে টেস্ট না করে কাউকে কিনতে বলে না।অনেক সময় এই প্রোডাক্ট টেস্ট করার জন্য টাকার পাশাপাশি সেই পণ্যও ফ্রিতেই প্রদান করে।এখন যদি সেই প্রোডাক্ট টেস্ট করে সেই ট্র্যাভেল ব্লগারের কাছে ভালো মনে হয় তাহলে সে তখন পোস্ট/বিজ্ঞাপনের মাধ্যমে তাদের সেই সেবা/পণ্য কেনার জন্য অফার করে।

(৫) অন্যের ব্লগে লেখা পাবলিশ করে আয়

আপনি যদি উপরের কোনটাই করতে না চান এবং আপনার আর্টিকেল লেখার হাত অনেক ভালো হয় তাহলে আপনি অন্য ট্র্যাভেল ব্লগে লিখেও টাকা উপার্জন করতে পারবেন।তবে আমার মনে হয় কিছু টাকা খরচ করে একটি ব্লগ সাইট তৈরি করে নিজের সাইটের জন্য লেখাই সব চাইতে ভালো বুদ্ধি।

শেষ কথা

উপরের পদ্ধতি গুলো ছারাও আপনি যখন ট্র্যাভেল করবেন সেই সময়ে সুন্দর সুন্দর ছবি তুলে সেই ছবি গুলো ছবি বিক্রি করার ওয়েবসাইট গুলোতে বিক্রি করেও টাকা আয় করতে পারবেন।এবং আপনি ধীরে ধীরে ট্র্যাভেল ব্লগার হিসাবে নিজে যত অভিজ্ঞ হয়ে উঠবেন আপনার আয় করার সুযোগ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *