সর্বশেষ সংবাদ

ছবি বিক্রি করে আয় করার সেরা পাঁচটি ওয়েবসাইট

আপনি যদি একজন ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রতিদিন অথবা নিয়মিত অনেক ছবি তুলে থাকেন।আর আপনি যদি শখের বসে ছবি তুলে থাকেন তাহলে শখ করেই প্রতিদিন অনেক ছবি তুলেন এবং সেগুলো আপনার কম্পিউটার অথবা অন্য কোথাও স্টোরেজ করে রাখেন।কিন্তু আপ্নাই জানি কি আপনার তোলা ছবি গুলো বিক্রি করে আপনি একটা ভালো পরিমানের টাকা আয় করতে পারেন?যদি আপনি পূর্বে এই বিষয়ে না জেনে থাকনে তাহলে নিশ্চয় আপনি আমার কথা শুনে অবাক হয়ে গেছেন।

হ্যাঁ আমি সঠিক কথাই বলেছি আপনি আপনার তোলা ছবি বিক্রি করেই অনলাইন থেকে আয় করতে পারেন।কিন্তু কিভাবে করবেন এই ব্যাপারে হয়ত আপনি জানেন না।কোন সমস্যা নাই আমি আপনাদের সাথে আজকের এই পোস্টে এমন পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে জানাবো যে ওয়েবসাইট গুলোতে আপনি আপনার তোলা ছবি গুলো বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে ছবি বিক্রি করতে চাইলে যে বিষয় গুলো মাথায় রেখে ছবি তুলতে হবে-

  1. এমন ছবি তুলতে হবে যেগুলো অন্য কেউ কিনতে চায়
  2. ছবির রেজুলেশন অবশ্যই ভালো হতে হবে
  3. ছবি তোলার সময় অবশ্যই আপনার ছবিতে সৃজনশীল থাকতে হবে
  4. ছবি গুলো অবশ্যই আপনার নিজের তোলা হতে হবে

আমরা যদি ছবি বিক্রি করে অনলাইন থেকে আয় করতে চাই তাহলে আমাদের যে বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি।এখন আমরা সেই ওয়েবসাইট পাঁচটির নাম জানব যে ওয়েবসাইট গুলোতে আমরা আমাদের ছবি বিক্রি করতে পারব।অনলাইনের ছবি বিক্রি করার সেরা পাঁচটি ওয়েবসাইট হল-

  1. 500px
  2. SmugMug
  3. ShutterStock
  4. IstockPhoto এবং
  5. Etsy

আমরা প্রথমে ছবি বিক্রি করার ওয়েবসাইট গুলোর নাম জেনে নিলাম এখন আমরা এই ওয়েবসাইট গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানব।তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে আজকের পোস্টের মূল আলোচনা শুরু করা যাক।

বিশেষ নোটঃ আপনি যখন কোন ওয়েবসাইট আপনার ছবি বিক্রি করার জন্য পাবলিশ করবেন তখন এমন কোন ছবি পাবলিশ করবেন না যে ছবি গুলো অনলাইনের কপিরাইট ফ্রি ছবির ওয়েবসাইট গুলোতে ফ্রিতেই পাওয়া যায়।আপনাকে অবশ্যই এমন ছবি তুলতে হবে যেগুলো মানুষ কেনার জন্য সব সময় খুঁজে এবং সামনে আসলেই কিনে নেয়।

(১) 500px

৫০০ পিক্সেল প্রাইম আপনার তোলা ছবি বিক্রি করার জন্য খুব ভালো একটি ওয়েবসাইট।তাঁদের অফিসিয়াল স্টেটমেন্ট অনুসারে তাঁদের ওয়েবসাইটে পৃথিবী ব্যাপী পাঁচ মিলিয়নের মত নিবন্ধনকারী ফটোগ্রাফার আছে যারা তাঁদের ওয়েবসাইটের মাধ্যমে ছবি বিক্রি করার জন্য তাঁদের ওয়েবসাইটে ছবি আপলোড করে থাকে।500 পিক্সেল প্রাইম তাঁদের সাইটের একটি ছবির স্ট্যান্ডার্ড লাইসেন্সের জন্য ২৫০ ডলারে বিক্রি করে থাকে এবং এই টাকা থেকে তাঁরা ছবির মালিককে ৭০% টাকা প্রদান করে।

500px.jpg
Image: 500px Website Home Page,Image Credit: 500px.com

৫০০ পিক্সেল প্রাইমে ছবি বিক্রি করতে চাইলে আপনাকে তাদের ওয়েবসাইটে নিবন্ধন করার মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনার তোলা ছবি গুলো পাবলিশ করে দিতে হবে এবং নিচের নিয়ম গুলো মেনে চলতে হবে।

  1. আপনি যখন তাদের ওয়েবসাইটে কোন ছবি আপলোড করবেন তখন প্রতিটা ছবির সাথে প্রয়োজনীয় সকল তথ্য যোগ করতে হবে।প্রয়োজনীয় তথ্য গুলো হলঃ ডিভাইস নাম,ছবি তোলার তারিখ,ছবির বিষয় সহ আরও বেশী কিছু তথ্য যোগ করতে হবে।
  2. আপনি যদি এই ওয়েবসাইটে কোন ছবি বিক্রি করার জন্য পাবলিশড করেন তাহলে সেই ছবি আর অন্য কোন ওয়েবসাইটে বিক্রি করার জন্য পাবলিশ করতে পারবেন না।

অসুবিধাঃ

আপনি যখন প্রথমে এখানে ছবি বিক্রি করবেন তখন সেই ছবির দাম অনেক কম পাবেন এবং এই দাম ধীরে ধীরে বাড়বে।সুতরাং এই ওয়েবসাইটে ছবি বিক্রি করে ভালো আয় করতে চাইলে আপনাকে অনেক সমইয় নিয়ে কাজ করে যেতে হবে।৫০০ পিক্সেল প্রাইমের সাইট ভিসিট করতে আপনাকে এখানে ক্লিক করতে হবে।

(২) SmugMug

আপনি যদি ছবি বিক্রি করার কাজে নতুন হয়ে থাকেন তাহলে আপনার এই ওয়েবসাইট ব্যাবহার না করা হবে বুদ্ধিমানের কাজ।কারন SmugMug আপনাকে ফ্রিতে তাদের ওয়েবসাইটে কোন ছবি বিক্রি করতে দিবে না।তাদের ওয়েবসাইটের মাধ্যমে ছবি বিক্রি করতে চাইলে তাঁদেরকে প্রতি মাসে ১২.৫০ ডলার সার্ভিস চার্জ প্রদান করতে হবে।

SmugMug.jpg
Image: SmugMug Pro Website Homepage, Image Credit: www.smugmug.com

তবে এই ওয়েবসাইট আপনাকে ছবি বিক্রির মূল্য থেকে ৮৫% টাকা দিয়ে দিবে।এদিক বিবেচনা করলে এটা অনেক ভালো একটা সাইট হতে পারে।তবে আপনি যেহেতু নতুন সেহেতু আপনার ফ্রি সাইট গুলো দিয়ে চেষ্টা করাই ভালো হবে।SmugMug এর সাইট ভিসিট করতে ক্লিক করুন এখানে

(৩) ShutterStock

অনলাইনে যত ছবি বিক্রি করার ওয়েবসাইট আছে তার মধ্য ShutterStock ওয়েবসাইটের মেম্বার হওয়া অনেক জটিল।তাঁরা আপনাকে বিভিন্ন রকমের প্রক্রিয়া সম্পন্ন করার পরে মেম্বার হিসাবে অনুমোদন প্রদান করবে।কিভাবে শাটারস্টকে মেম্বার হওয়া যাবে সেই সম্পর্কিত তাদের অফিসিয়াল আর্টিকেল পাওয়া যাবে এখানে

ShutterStock.jpg
Image: ShutterStock Website Homepage, Image Credit: www.shutterstock.com

শাটারস্টকে যদি আপনার কোন ছবি বিক্রি হয় তাহলে আপনি সেই ছবিটির জন্য সর্বচ্চো ১২০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।আপনার তোলা ছবি ছারাও এই ওয়েবসাইটে ভিডিও এবং ভেক্টর ইমেজও বিক্রি করা যাবে।আপনি চাইলেই আপনার ছবি বিক্রি করার পাশাপাশি এসব বিক্রি করেও এক্সট্রা ইনকাম করতে পারবেন।শাটারস্টকের ওয়েবসাইট ভিসিট করতে ক্লিক করুন এখানে

(৪) IstockPhoto

আইস্টকফটো ওয়েবসাইটটি যারা ছবি বিক্রি করে তাদের কাছে অনেক পরিচিত এক্রি ছবি বিক্রি করার ওয়েবসাইট।এই ওয়েবসাইটটি ২০১১ সালে প্রথমে অনলাইনে ছবি বিক্রি করার কার্যক্রম শুরু করে।এই ওয়েবসাইটের কমিশন অনেক কম!আইস্টকফটো ওয়েবসাইটে যদি আপনার তোলা কোন ছবি বিক্রি হয় তাহলে আপনি মাত্র ১৫-৪৫% কমিশন পাবেন।আমার কাছে যেটা অন্য সাইট গুলোর চাইতে অনেক কম মনে হয়েছে।আবার এই ওয়েবসাইটের নিবন্ধন পক্রিয়া অন্যদের চাইতে অনেক জটিল বলেই মনে হয়েছে।

IstockPhoto.jpg
Image: IstockPhoto Website Homepage, Image Credit: www.istockphoto.com

আপনি যদি আইস্টকফটো ওয়েবসাইটে নিবন্ধন করতে চান তাহলে আপনাকে তাদের কাছে আবেদন করতে হবে এবং এবং তাঁরা আপনার আবেদন রিভিউ করার পরে আপনার সাথে একটি ইন্টারভিউ এর আয়োজন করবে।ইন্টারভিউ হবে কুইজের মাধ্যমে।কুইজে পাশ করলে তাঁরা আপনার কাছে আপনার তোলা কিছু ছবি দেখতে চাইবে।ছবি দেখার পরে যদি তাদের কাছে আপনার ছবি গ্রহণযোগ্য হয় তবেই আপনাকে তাঁরা মেম্বার করবে।IstockPhoto এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে এখানে ক্লিক করুন।

(৬) Etsy

এই ওয়েবসাইটে আপনি বিয়ের অনুষ্ঠানের ছবি গুলো বিক্রি করতে পারবেন।তবে এরা ছবি গুলোর দাম অনেক কম প্রদান করে।আপনার তোলা কোন ছবি যদি এদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হয় তাহলে এরা আপনার প্রতিটা ছবির জন্য ২০ সেন্ট এবং আপনার তোলা ছবিটি যে দামে বিক্রি করা হয়েছে সেই দাম থেকে ৩.৫% কেটে রেখে আপনাকে পে করবে।তবে এই সাইটের নিয়মনীতি একটু শিথিল থাকার কারনে আমি মনে করি এই ওয়েবসাইটটি একজন নতুন ফটো গ্রাফারের জন্য অনেক ভালো একটি অপশন হতে পারে।Etsy এর ওয়েবসাইট এর লিংক হলঃ etsy.com

Etsy.jpg
Image: Etsy Official Website Homepage, Image Credit: www.etsy.com

শেষ কথা

আপনি যদি একজন নতুন ফটোগ্রাফারও হয়ে থাকেন তবুও আমি আপনাদের সাথে যে পাঁচটি ছবি বিক্রি করে আয় করা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিলাম সেগুলতে ভালো মানের ছবি আপলোড করে আপনি ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন।এবং আপনার যত অভিজ্ঞতা হবে আপনার আয় আরও বাড়বে।এই পাঁচটি ওয়েবসাইট ছাড়া আরও ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন।আপনি কাজ করতে করতে নিজে থেকেই সেই ওয়েবসাইট সম্পর্কে জেনে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *