বর্তমানে অনেকেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অনলাইন থেকে টাকা আয় করছে।অনলাইনের কাজ গুলোর মধ্য উল্লেখযোগ্য কাজ গুলো হল ওয়েবসি ডিজাইন,গ্রাফিক্স,এসইও,কন্টেন্ট রাইটিং ইত্যাদি।বর্তমানে আবার অনেকেই সিপিএ মার্কেটিং এর কাজ করে ভালো পরিমাণ টাকা আয় করছে।
আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে সিপিএ মার্কেটিং কি এবং কিভাবে সিপিএ মার্কেটিং এর কাজ করে আয় করা যায় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব।তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক।
সিপিএ মার্কেটিং কি?
সিপিএ (CPA) এর পূর্ণ রূপ হল Cost Per Action অর্থাৎ অ্যাকশন পূর্ণ হলেই আপনাকে পে করা হবে।এই অ্যাকশন বিভিন্ন ধরনের হতে পারে।যেমন, আপনাকে কোন ওয়েবসাইটে ইউজার নিবন্ধন করানো লাগতে পারে,আবার হয়ত কোন প্রোডাক্ট অন্যদের দিয়ে শেয়ার করিয়েও নিতে হতে পারে।অর্থাৎ আপনি যে কোম্পানির সিপিএ করবেন তারা আপনাকে যে কাজ দিবে সেটা সম্পূর্ণ করতে পারলেই আপনাকে পেমেন্ট দেওয়া হবে।
সিপিএ মার্কেটিং এর কাজ করতে চাইলে আপনার কি কি থাকা লাগবে?
আপনি যদি সিপিএ মার্কেটিং এর কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার একটি ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে।আর এখানে একটা তথ্য বলে রাখা ভালো যে মোবাইলের মাধ্যমে সিপিএ মার্কেটিং এর কাজ করা যায় না।আর সিপিএ এর কাজ করার জন্য আপনার অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।এবং কিভাবে সিপিএ মার্কেটিং এর কাজ করতে হয় সেই ব্যাপারে আপনাকে অবশ্যই যথেষ্ট অভিজ্ঞ হতে হবে।
সিপিএ মার্কেটিংয়ে কি ধরনের কাজ করতে হয়?
সিপিএ মার্কেটিংয়ে বিভিন্ন ধরনের কাজের অফার পাওয়া যায় এর মধ্য উল্লেখযোগ্য কাজ গুলো হল-
- পে পার ডাউনলোড
- পে পার লিড
- পে পার সেল
উপরের তিনটি কাজ ছারাও আরও কিছু কাজ আছে সিপিএ মার্কেটিংয়ের তবে আমার কাছে সেগুলো অনৈতিক কাজ মনে হয়েছে বিধায় আমার এই লেখায় সেই কাজ গুলো সম্পর্কে আমি কোন ধরনের আলোচনা করব না।আসুন এখন জেনে নেওয়া যাক উপরের ৩ টি কাজে আসলে একজন সিপিএ মার্কেটারকে কি ধরনের কাজ করতে হয়।
(১) পে পার ডাউনলোড
এই সিপিএ মার্কেটিংয়ের কাজের নাম শুনেই বুঝা যাচ্ছে এখানে কোন কিছু ডাউনলোড করলে তবেই অ্যাকশন পূর্ণ হবে এবং আপনাকে পেমেন্ট করা হবে।এই ধরনের কাজে আপনাকে বিভিন্ন মানুষকে দিয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার অথবা গেমস ডাউনলোড করাতে হবে।ডাউনলোড করার জন্য আপনি যে কোম্পানির সিপিএ মার্কেটিং এর কাজ করবেন তারা আপনাকে একটা ইউনিক লিংক দিয়ে দিবে।যখন কেউ আপনার ব্যাক্তিগত লিংক ব্যাবহার করে কোন সফটওয়্যার অথবা গেমস ডাউনলোড করবে তখন সেই ডাউনলোড গুলোর বিপরীতে আপনাকে পে করা হবে।
(২) পে পার লিড
এই ধরনের সিপিএ অফারের মাধ্যমে মূলত বিভিন্ন ধরনের ওয়েবসাইটে সাইন আপ অথবা ই-মেইল সাবমিটের কাজ করতে হয়।এখানেও আপনাকে একটি ইউনিক লিংক দেওয়া হয় এবং সেই লিংক ব্যাবহার করে যখন কেউ নির্দিষ্ট কোন ওয়েবসাইটে সাইন আপ অথবা ই-মেইল সাবমিট করে তখন প্রতিটা সাইন আপ অথবা ই-মেইল সাবমিটের জন্য আপনাকে পে করা হয়।
(৩) পে পার সেল
এই সিপিএ মার্কেটিংয়ের নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই ধরনের সিপিএ অফারে আপনাকে কোনকিছু বিক্রয় করতে হয়।এই ধরনের কাজে আপনাকে হেলথ রিলেটেড সেবা/প্রোডাক্ট এবং বীমা রিলেটেড সেবা বিক্রি করতে হয়।এই ধরনের সিপিএ এর কাজে কিছু সেল না হলে আপনাকে পেমেন্ট করা হয় না।
আমার কাছে ব্যাক্তিগত ভাবে উপরের পে পার ডাউনলোড এবং পে পার লিডের কাজ দুইটি ভালো লেগেছে এবং পে পার সেল আমার কাছে ভালো মনে হয়নি।কারন পে পার সেলে নতুন সিপিএ মার্কেটারের জন্য কাজ করা খুবই হার্ড।
সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করার জন্য সেরা কিছু ওয়েবসাইট
বর্তমানে ইন্টারনেটের এই যুগে হাজার হাজার সিপিএ মার্কেটিংয়ের ওয়েবসাইট গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে।তবে সব সাইটেই কাজ করা যাবে না।কারন অনলাইনে যেমন ভালো ভালো সিপিএ মার্কেটিংয়ের অফার করার মত ওয়েবসাইট আছে ঠিক তেমনি আপনাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে পেমেন্ট করবে না এমন ওয়েবসাইটেরও অভাব নেই।আমি এখানে আপনাকে কিছু বিশ্বস্ত ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি যেগুলো দীর্ঘদিন ধরে কাজ করে নিচ্ছে এবং নিয়মিত পেমেন্ট করে আসছে।
সেরা কিছু সিপিএ মার্কেটিং এর ওয়েবসাইট গুলো হল-
Perform,MaxBounty,CrakRevenue,ClickDealer,CPAlead,Admitad,CPAMatica,Toro Advertising,AdWork Media,Advendor,MyLead,Fireads,Madrivo,GlobalWide Media,Adscend,A4D,Mobidea,Advidi,AdCombo,RevenueAds
,Panthera Network,Digital Media Solutions (formerly W4),Convert2Media (C2M),Affiliati Network,Lemonads এবংAdsterra । সূত্রঃ AuthorityHacker
সিপিএ মার্কেটিংয়ের কাজ করে কত টাকা আয় সম্ভব?
অনলাইনের কোন কাজ করে কত টাকা আয় করা সম্ভব সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।আপনি এখানে কাজ করলে অনেক টাকা আয় করতে পারবেন আবার যদি কাজ না করেন তাহলে এক টাকাও আয় করতে পারবেন না।তেমনি আপনি যদি সিপিএ মার্কেটিং এর কাজ সঠিকভাবে করতে পারেন তাহলে ভালো পরিমানের টাকা আয় করতে করতে পারবেন।তেমনি আপনি যদি কাজ না করে শুধু সিপিএ মার্কেটিংয়ের ওয়েবসাইট গুলোতে সাইন আপ করে বসে থাকেন তাহলে কোন টাকা আয় করতে পারবেন না।সুতরাং আমারা বলতে পারি যে আমরা যতটা বেশী কাজ করব ততটা বেশী আয় করতে পারব সিপিএ মার্কেটিংয়ের কাজ করে।
আমার শেষ কথা
আমি এর আগে আমার একটা আর্টিকেলে সিপিএ মার্কেটিং সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম এবং সেদিনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সিপিএ মার্কেটিং নিয়ে একটি পুরনাঙ্গ আর্টিকেল লিখব।আজকের এই আর্টিকেলে চাইলেই সিপিএ অফার কিভাবে প্রমোট করবেন সেই বিষয়ে আলোচনা করা যেত কিন্তু তাতে এই আর্টিকেল অনেক বড় হয়ে যেত এবং যারা নতুন তাদের জন্য অনেক চাপের হয়ে যেত।তবে আশাহত হবেন না সিপিএ মার্কেটিংয়ের অফার গুলো কিভাবে প্রমোট করবেন সেই বিষয়ে লেখা আসছে খুব শিঘ্রয়।