সর্বশেষ সংবাদ

এবার মসজিদে নববীর ইমাম পরিচয়ে প্রতারণা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন এলাকা থেকে দরবেশ বাবা পরিচয়ে ভুয়া ইমাম মোঃ সবুজকে (৩২) গ্রেপ্তার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের একটি টিম।

গত বুধবার এই অভিযান পরিচালনা করা হয়।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আরিফা (ছদ্মনাম), পুত্রবধূর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এসবের সমাধানের জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেখে তিনি ভুয়া দরবেশের সঙ্গে যোগাযোগ করেন।

দরবেশ পরিচয়ে প্রতারক মোঃ সবুজ নিজেকে সৌদি আরবের মসজিদে নববীর ইমাম হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করেন।

মোবাইল মাধ্যমে তিনি জানান, সমস্যার সমাধানে কিছু খরচ লাগবে এবং এটি গোপন রাখতে হবে। তা না হলে তার ছেলে এবং পুত্রবধূর ক্ষতি হতে পারে।

বিশ্বাস অর্জনের পর ভিক্টিম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৫.৫ লক্ষ টাকা প্রতারকের কাছে পাঠান।

পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি কলাবাগান থানায় মামলা দায়ের করেন। সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার মামলাটি তদন্ত করে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারককে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. সবুজ স্বীকার করেন, সে এবং তার এলাকার কয়েকজন এই প্রতারণার সঙ্গে যুক্ত। তারা ফেসবুক, ইউটিউব এবং ইমোতে ভুয়া পরিচয়ে প্রচারণা করে মানুষকে প্রতারিত করছে। পুরো চক্রটি শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *