সর্বশেষ সংবাদ

সমন্বয়কদের হুমকি দিল নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর নামের এক ফেসবুক পেইজে সমন্বয়ক ও সহসমন্বয়কের হুমকি দিতে দেখা যায়। সেই ফেসবুক পোস্টে লিখেছেন, ১৫৮ জন সমন্বয়ক ও সহসমন্বয়কের তালিকা অনুযায়ী পরিবারের সদস্যদের তথ্য এবং তাদের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে। পোস্টে বলা আছে, “একটিও পালাতে দেওয়া হবে না।”

বুধবার(২৫ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এমন বক্তব্য দেখা যায়। তবে ফেসবুক পেইজটি ছাত্রলীগ নেতার কিনা তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। পেইজ টিতে প্রায় ২ লাখ ফলোয়ার সংখ্যা রয়েছে।

সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের এক সময়ের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হয়। ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে সংগঠনটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই তালিকার সদস্যদের বিরুদ্ধে তদন্ত ও কার্যক্রম শুরু করা হয়েছে।

পোস্টে আরো লিখেন, যারা এই তালিকায় আছেন, তাদের বিরুদ্ধে দেশদ্রোহী কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং তাদের সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করা হবে, যাতে পালানোর কোন সুযোগ না থাকে।

ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এখনো নিশ্চিত করে বলে নি এটা নিষিদ্ধ সংগঠনের নেতা সাদ্দাম বলেছে কিনা।

তথ্য সূত্র: যমুনা ২৪ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *