সর্বশেষ সংবাদ

ডেক্সটপ নাকি ল্যাপটপ?আপনার কোনটা কেনা উচিত এবং কেন?

বর্তমান সময়ে প্রায় সকল কাজই কম্পিউটার নির্ভর হয়ে গেছে আর এই কারনে কম্পিউটারের ব্যাবহারও বেড়েছে আগের চাইতে অনেক।এখন প্রায় সকলের বাড়ীতেই একটি কম্পিউটার অথবা ল্যাপটপ আছে।বিশেষ করে যারা চাকরি করেন তাদের বাড়ীতে কম্পিউটার অথবা ল্যাপটপ আছে এটা নিশ্চিত।কারন অফিস শেষে বাসায় আসার পরেও অফিসিয়াল অনেক কাজই কম্পিউটারের মাধ্যমে করে রাখতে হয় অথবা করে অফিসে জমা দিতে হয়।

তবে অনেকই আমাকে জিজ্ঞাসা করেন যে বাসায় কাজ করার জন্য ডেক্সটপ কম্পিউটার ভালো হবে নাকি ল্যাপটপ ভালো হবে?মূলত তাদের এই প্রশ্নের উত্তর বিস্তারিত ভাবে দেওয়ার জন্যই এই আর্টিকেল লেখা।আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার নিজের জন্য ডেক্সটপ কম্পিউটার ভালো হবে নাকি ল্যাপটপ ভালো হবে?কেন আপনার ডেক্সটপ কেন উচিত আবার কেন আপনার ল্যাপটপ কেনা উচিত এই প্রশ্ন গুলোর বিস্তারিত আলোচনা থাকছে আমার আজকের এই আর্টিকেলে।তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক।

ডেক্সটপ কম্পিউটার এবং ল্যাপটপ কম্পিউটার কাকে বলে?

মূল আলোচনা শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে ডেক্সটপ কম্পিউটার এবং ল্যাপটপ কম্পিউটার কাকে বলে?এই দুই ধরনের মধ্য মূল পার্থক্য যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য কোন ডেক্সটপ নাকি ল্যাপটপ উপযুক্ত সেটা আমরা সহজেই বুঝতে পারব।তাহলে চলুন ডেক্সটপ কম্পিউটার এবং ল্যাপটপ কম্পিউটার কাকে বলে সেটা জেনে নেওয়া যাক।

ডেক্সটপ কম্পিউটার কাকে বলে?

ডেস্ক বলতে আমরা কি বুঝি?ডেস্ক বলতে মূলত টেবিল কে বুঝানো হয়ে থাকে।তাহলে ডেক্সটপ কম্পিউটার তাকেই বলা হয় যে কম্পিউটার টেবিলে রেখে ব্যাবহার করা হয় এবং এটা সহজে  কোথায় বহন করে নিয়ে যাওয়া যায় না তাঁকে ডেক্সটপ কম্পিউটার বলা হয়।ডেক্সটপ কম্পিউটারের সাথে মনিটর,কী-বোর্ড এবং কম্পিউটারের মাউস যুক্ত থাকে।এবং প্রয়োজনে এর সাথে প্রিন্টার,ফটোকপি মেশিন এবং ফাক্স মেশিনও যুক্ত করা হয়ে থাকে।ডেক্সটপ কম্পিউটার সম্পর্কে আরও তথ্য জানতে ভিসিট করতে পারেন ইউকিপিডিয়ার এই পেজে

ল্যাপটপ কাকে বলে?

ল্যাপটপ মূলত কম্পিউটারেরই একটি উন্নত রূপ।আপনি ল্যাপটপকে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গাতে বহন করে নিয়ে যেতে পারবেন এবং ল্যাপটপ বিদ্যুৎ এবং ল্যাপটপ এর ব্যাটারি দ্বারা চালানো যায়।আপনি কম্পিউটারে যে কাজ গুলো করতে পারেন তার প্রায় সব গুলোই ল্যাপটপের মাধ্যমে করা যায়।পূর্বে ল্যাপটপ এবং নোটবুককে আলাদা মনে করা হলেও বর্তমানে সেটা আর মানা হয়না।ল্যাপটপ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইউকিপিডিয়ার এই পেজে

ডেক্সটপ এবং ল্যাপটপের সুবিধা এবং অসুবিধা গুলো কি কি?

আমরা আমাদের কাজের জন্য ল্যাপটপ নাকি ডেক্সটপ কিনব সেই সিদ্ধাত নেওয়ার আগে আমাদের ডেক্সটপ এবং ল্যাপটপের সুবিধা এবং অসুবিধা গুলো কি কি সেই সম্পর্কে জানতে হবে এবং এরপরে যেটা আমাদের কাজের জন্য উপযুক্ত হবে সেটাই আমাদের কিনতে হবে।তাহলে চলুন ডেক্সটপ এবং ল্যাপটপের সুবিধা এবং অসুবিধা গুলো কি কি সেগুলো জেনে নেওয়া যাক।

ডেক্সটপ কম্পিউটারের সুবিধা এবং অসুবিধা গুলো কি কি?

আমরা এখানে ডেক্সটপ কম্পিউটারের সুবিধা এবং অসুবিধা গুলো সম্পর্কে বিস্তারিত জেনে  নিব এবং এর পরে ল্যাপটপের সুবিধা অসুবিধা গুলো জেনে নিব।

ডেক্সটপ কম্পিউটারের সুবিধাঃ

  • যেকোনো সময় সিস্টেম আপগ্রেডের সুবিধাঃ ধরেন আপনার কাজের প্রয়োজনে আপনার ডেক্সটপ কম্পিউটারের কোন হার্ডওয়্যার পরিবতর্ন করার দরকার হল তখন আপনি কোন ঝামেলা ছাড়াই পরিবর্তন করতে পারবেন যেটা ল্যাপটপে করা সম্বব নয়।
  • বড় স্ক্রিনের সুবিধাঃ ডেক্সটপে আপনি আপনার সুবিধা মত স্ক্রিন/মনিটর ব্যাবহার করার সুযোগ পাবেন।গেম খেলার জন্য,ভিডিও এডিটিং এর কাজ করার জন্য সব সময়ই আমাদের সাধারনের তুলানায় বড় স্ক্রিনের প্রয়োজন পরে।এই কারনেই দেখবেন যারা পেশাদার গেমার অথবা ভিডিও এডিটিং এর কাজ করে তাদের কম্পিউটার স্ক্রিন আমাদের চাইতে অনেক বড়।
  • ল্যাপটপের চাইতে দাম কমঃ আপনি যদি ৭০-৮০ হাজার টাকা দিয়ে কোন ল্যাপটপ কিনেন তাহলে দেখবেন একই কাজ কনফিগারেশনের ডেক্সটপ কম্পিউটার আপনি ৪০-৪৫ হাজার টাকার মধ্য সাজিয়ে নিতে পারবেন এবং দেখবেন সেই ল্যাপটপের মতই পারফরমান্স প্রদান করবে।
  • আপনার বাজেট অনুসারে কম্পিউটার সাজিয়ে নেওয়ার সুযোগঃ ধরেন আপনার একটি কম্পিউটার অনেক প্রয়োজন কিন্তু আপনার হাতে খুব বেশী টাকা নাই।তখন আপনি যেয়ে যদি কোন কম্পিউটারের দোকানে বলেন যে আমার কাছে এত টাকা আছে আমি কম্পিউটার দিয়ে এই কাজ করতে চাই আমাকে একটা কম্পিউটার সাজিয়ে দেন।দেখবেন তাঁরা আপনাকে আপনার বাজেটের মধ্যই একটা কম্পিউটার রেডি করে দিয়েছে।

ডেক্সটপ কম্পিউটারের অসুবিধাঃ

  • রাখার জন্য বেশী জায়গা দরকারঃ আপনি যদি আপনার বাসায় ডেক্সটপ কম্পিউটার রাখতে চান তাহলে আপনার অনেক বেশী জায়গার প্রয়োজন হবে।একটা টেবিল রাখার মত জায়গা আপনার প্রয়োজন হবে ডেক্সটপ কম্পিউটার রাখার জন্য।আপনি যদি কোন মেসে অথবা ভারা বাসায় থাকেন তাহলে আপনার অনেক জায়গাঁর অপচয় হবে ডেক্সটপ কম্পিউটার রাখার জন্য।
  • বিদ্যুৎ ছাড়া ব্যাবহার করা যাবে নাঃ ডেস্কটপ কম্পিউটার আপনি বিদ্যুৎ ছাড়া ব্যাবহার করতে পারবেন না।আর যদি বিদ্যুৎ চলে গেলেও ব্যাবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইপিএস সিস্টেম সেটআপ করে নিতে হবে।আর আইপিএস সিস্টেম সেটআপ করতে গেলেই আপনার অতিরিক্ত টাকা ব্যয় হবে।
  • বিদ্যুৎ খরচ বেশীঃ ল্যাপটপ চালাতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে তার চাইতে কয়েকগুন বেশী পরিমাণ বিদ্যুৎ এর প্রয়োজন হবে ডেক্সটপ কম্পিউটার চালাতে গেলে।
  • ডাটা হারানোর ভয়ঃ হয়ত আপনি আপনার ডেক্সটপ কম্পিউটারে কাজ করছেন এবং আপনার আইপিএস সিস্টেম নাই।কাজ করার সময়ে আপনি হয়ত আপনার করা কাজ সেভ করতে ভুলে গেছেন তাহলে সেই সময়ে বিদ্যুৎ চলে গেলে আপনি যে ডাটা গুলো সেভ করেননি সেই ডাটা গুলো হারিয়ে যাবে।

ল্যাপটপের সুবিধা এবং অসুবিধা গুলো কি কি?

উপরে আমরা ডেক্সটপ কম্পিউটারের সুবিধা এবং অসুবিধা গুলো সম্পর্কে জানলাম।এখন আমরা আর্টিকেলের এই অংশে ল্যাপটপের সুবিধা এবং অসুবিধা গুলো কি কি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানব।

ল্যাপটপের সুবিধাঃ

  • সহজে বহন যোগ্যঃ আপনি যেখানেই যাবেন চাইলেই আপনার সাথে আপনার ল্যাপটপটি বহন করতে পারবেন।এটি মূলত ল্যাপটপের প্রধান সুবিধা।যেখানে ডেক্সটপ কম্পিউটার যেখানে রাখবেন সেখানেই বসে আপনাকে কাজ করতে হবে অন্যদিকে ল্যাপটপ কম্পিউটারকে আপনি চাইলে পার্কে বসেও ব্যাবহার করতে পারবেন।
  • ব্যাটারি ব্যাকআপ সুবিধাঃ বিদ্যুৎ চলে গেলে ডেক্সটপ কম্পিউটার এর সাথে আইপিএস ব্যাকআপ সিস্টেম সেটআপ করা না থাকে বন্ধ হয়ে যাবে এবং আপনি ব্যাবহার করতে পারবেন না।অপরদিকে ল্যাপটপের সাথে ব্যাটারি ব্যাকআপ সুবিধা থাকার কারনে বিদ্যুৎ চলে গেলেও আপনি ল্যাপটপে কয়েক ঘণ্টা আপনার কাজ চালিয়ে যেতে পারবেন।
  • দেখতে সুন্দর এবং অনেক হালকাঃ ল্যাপটপ গুলো দেখতে অনেকটা আকর্ষণীয় এবং ওজনে অনেক হালকা হওয়ার কারনে সবাই ল্যাপটপ কেনার প্রতি আগ্রহ দেখায়।আর দেখতে সুন্দর এবং হালকা হবার কারনেই ল্যাপটপ এত কম সময়ে জনপ্রিয়তা অর্জন করতে পেরছে।
  • শক্তিশালী কার্যক্ষমতাঃ ল্যাপটপের কার্যকারিতা ডেক্সটপ কম্পিউটারের চাইতে অনেক বেশী এবং শক্তিশালী হয়ে থাকে।তবে প্রতিটা ল্যাপটপ আগে থেকেই কনফিগারেশন করা থাকে বিধায় আপনি পরবর্তীতে আপগ্রেড করার সুযোগ পান না।এই কারনে আপনি যখন ল্যাপটপ যে কাজ করার জন্য কিনবেন সেই কাজটি আপনি যে ল্যাপটপ কিনতে চাচ্ছেন সেই ল্যাপটপের মাধ্যমে করা যাবে কিনা আগেই জেনে নিবেন।

ল্যাপটপের অসুবিধাঃ

  • ভেঙ্গে যাওয়ার ঝুঁকিঃ ডেক্সটপ কম্পিউটার এক জায়াগায় রেখে ব্যাবহার করা গেলেও ল্যাপটপ আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন এবং ব্যাবহার করতে পারবেন।এই সুবিধার কারনে ল্যাপটপ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় হাত থেকে পরে গেল আপনার ল্যাপটপটি ভেঙ্গে যেতে পারে।এর কারনে ল্যাপটপ এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করার সময় অনেক সতর্ক থাকতে হয়।
  • কিছু কিছু কাজ করার অসুবিধাঃ অনেক বেশী ভারী ভারী কাজ এবং সফটওয়্যার ল্যাপটপে রান করানো যায় না।আবার রান হলেও আপনার ল্যাপটপ তখন অনেক স্লো কাজ করে।যেমনঃ গেমিং এবং ভিডিও এডিটের কাজ করার জন্য ল্যাপটপ গুলো একেবারেই উপযুক্ত নয়।
  • আপগ্রেড সুবিধা নাইঃ ল্যাপটপ গুলো যেহেতু আগে থেকেই কনফিগারেশন করা থাকে এবং সেই ভাবেই এর গঠন হয়ে থাকে বিধায় আপনি চাইলেও ল্যাপটপের কনফিগারেশন পরিবর্তন করতে পারবেন না।

ডেস্কটপ কম্পিউটার নাকি ল্যাপটপ কম্পিউটার কোনটি আপনার জন্য উপযুক্ত?

উপরের আলোচনায় আমরা ডেক্সটপ এবং ল্যাপটপের সুবিধা অসুবিধা গুলো সহ আরও অনেক রিলেটেড তথ্য জেনেছি এবা আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা যে আমরা আমাদের ব্যাবহার করার জন্য ডেক্সটপ কম্পিউটার কিনব নাকি ল্যাপটপ কিনব।ডেক্সটপ নাকি ল্যাপটপ আপনার জন্য উপযুক্ত হবে এর সহজ সমাধান হল আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ঠিক কি কাজের জন্য কম্পিউটার বেবয়াহ্র করতে চান।

আপনার যদি কাজের প্রয়োজনে অনেক ভারী সফটওয়্যার যেমনঃ অ্যাডোবি ফটোশপ,বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার অথবা আপনি যদি গেম খেলতে চান তাহলে আপনার জন্য ডেক্সটপ কম্পিউটার হবে সেরা পছন্দ।আবার আপনি যদি আপনার অফিসের ছোট ছোট কাজ গুলা যেখানে ইচ্ছা সেখানে করতে চান,আপনার অফিসের মিটিং এর ডকুমেন্টস গুলো সাথে বহন করতে চান তাহলে ল্যাপটপই হবে আপনার জন্য সেরা পছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *