সর্বশেষ সংবাদ

ওয়েবসাইট কি?কিভাবে একটি ওয়েবসাইট কাজ করে?কেন আপনার একটি ওয়েবসাইট থাকা উচিত?

আপনি এই লেখাটি যেখানে পড়তে শুরু করেছেন সেটাই একটা ওয়েবসাইট।তবে ওয়েবসাইটের ধরনের উপর নির্ভর করে আমাদের এই ওয়েবসাইটকে ব্লগ সাইট বলা হয়।সে যাই হোক আমাদের আজকের আর্টিকেলের বিষয় এটা নয়।আজকের এই পোস্টে আমরা ওয়েবসাইট কি?কিভাবে একটি ওয়েবসাইট কাজ করে?কেন আপনার একটি ওয়েবসাইট থাকা উচিত এই সম্পর্কে বিস্তারিত জানব।তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক।

ওয়েবসাইট কি? (What Is A Website?)

যখন কোন কন্টেন্ট (ছবি,ভিডিও,অডিও,টেক্সট) কোন একটি সার্ভারে রাখা হয় এবং এটা সব জায়গা থেকে আক্সেস করা যায় তখন সেটাকে ওয়েবসাইট বলা হয়ে থাকে।যদি এই কন্টেন্ট গুলো ইন্টারনেটের মাধ্যমে আক্সেস করা যায় তাহলে সেটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়ে থাকে।যেমন আপনি আমার লেখা এই লেখাটি এই মুহূর্তে ইন্টারনেটের মাদ্ধএ আক্সেস করেছেন তারমানে এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।আর যখন এই কন্টেন্ট গুলো কোন একটি নির্দিষ্ট নেটওয়ার্ক এর মাধ্যমে আক্সেস করা হয় থন সেটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) বলা হয়ে থাকে।তবে ওয়েবসাইট বলতে মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকেই আমরা বুঝে থাকি।

প্রতিটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা আইপি এড্রেস ব্যাবহার করা হয়ে থাকে।এবং আইপি এড্রেস গুলো ডোমেইন নাম দিয়ে পয়েন্ট করা থাকে।

কিভাবে একটি ওয়েবসাইট কাজ করে? (How Does A Website Work?)

ওয়েবসাইট যেন সঠিক ভাবে কাজ করে এর জন্য একটি কম্পিউটারকে সব সময়ের জন্য একটি ইউনিক আইপি এড্রেস দিয়ে ইন্টারনেটের সাথে যুক্ত করে রাখা হয় এবং এই কম্পিউটারের পাবলিক ফোল্ডারে মানুষ যে তথ্য গুলো দেখতে পারবে সেই তথ্য/কন্টেন্ট গুলো রেখে দেওয়া হয়।আর এই ইউনিক আইপিকে একটি ডোমেইন নামের সাথে কানেক্ট করে দেওয়া হয়।

এখন আমারা কোন ওয়েবসাইট ভিসিট করার জন্য যখন আমাদের কম্পিউটার,ট্যাবলেট অথবা মোবাইল ডিভাইস থেকে আমাদের ইন্টারনেট ব্রাউজার গুলোতে কোন ডোমেইন নাম টাইপ করে ভিসিট করতে চাই তখন সেই ডোমেইন নাম সেই ওয়েবসাইটের আইপির সাথে কানেক্ট থাকে কম্পিউটারকে আমাদের আক্সেস করার সুযোগ করে দেয় ফলে আমরা তখন সেই ওয়েবসাইট  আমাদের ডিভাইস গুলো থেকে দেখতে পারি।

যেহেতু সেই ইন্টারনেটের সাথে যুক্ত থাকা কম্পিউটারের পাবলিক ফোল্ডারের কন্টেন্ট গুলোকে আমরা যেন আক্সেস করতে পারি সেটা আগে থেকেই পারমিশন দেওয়া থাকে বিধায় আমার এই কন্টেন্ট গুলো দেখতে পারি।

এখন যদি সেই কম্পিউটারে আমাদের কাছে থেকে ডাটা গ্রহন করার অনুমতি দেওয়া থাকে তাহলে আমরা সেই ওয়েবসাইটে আমাদের কন্টেন্টও আপলোড/পাবলিশ করতে পারব।ঠিক এভাবেই যেকোনো ওয়েবসাইট কাজ করে।

কেন আপনার একটি ওয়েবসাইট থাকা উচিত? (Why Should You Have A Website?)

উপরে আমরা জানলাম ওয়েবসাইট কি এবং কিভাবে কোন ওয়েবসাইট  কাজ করে।এখন আমরা জানবো কেন আমাদের নিজের/আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন।আপনার যদি নিজের কোন প্রতিষ্ঠান থাকে তাহলে আপনার একটি ওয়েবসাইট থাকা অবশ্যই প্রয়োজন এছারাও আপনি যদি নিজের পরিচিতি বাড়াতে চান তাহলেও আপনার নিজের একটা ওয়েবসাইট থাকা দরকার।

কেন আমাদের একটি ওয়েবসাইট থাকা উচিত এবং কি কি কারনে ওয়েবসাইট থাকা উচিত সেই কারন গুলো সম্পর্কে জানার চেষ্টা করব।তাহলে চলুন কারন গুলো জেনে নেওয়া যাক।

  • ডিজিটাল বিজনেস কার্ডঃ বর্তমানে ইন্টারনেট ব্যাবহার আগের তুলনায় কয়েক গুন বেড়েছে এবং প্রতিনিয়ত ইন্টারনেটের ব্যাবহার বেড়েই চলেছে।যেহেতু অনলাইনে বেশী সময় কাটায় সেহেতু এখানে আপনার অনেক সম্ভব্য গ্রাহকরাও থাকবে এটাই স্বাভাবিক।এখন আপনি যদি তাদের কাছে আপনার প্রতিষ্ঠানের পরিচয় করাতে চান তাহলে অবশ্যই আপনার নিজের একটি ওয়েবসাইট থাকতে হবে।কারন আপনার ওয়েবসাইটে আপনি আপনার কোম্পানির সকল তথ্য যুক্ত করতে পারবেন এবঙ্গে ই ওয়েবসাইট আপনার জন্য ডিজিটাল বিজনেস কার্ড হিসাবে কাজ করবে।
  • সার্চ ইঞ্জিনে নিজের প্রতিষ্ঠানের উপস্থিথিঃ আপনি জানলে অবাক হবে যে বর্তমানে মানুষজন তাদের ৯৩% ইন্টারনেট অ্যাক্টিভিটি শুরু করে যেকোনো একটি সার্চ ইঞ্জিনে কোন নির্দিষ্ট ধরনের তথ্য সার্চ করার মাধ্যমে।এখন আপনার যদি এমন কোন ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইট যদি সার্চ ইঞ্জিনে ভালোভাবে অপটিমাইজ হবার কারনে কোন এক ধরনের সার্চে গুগলের প্রথম পেজে থাকে তাহলে আপনার সেবা/পণ্য বিক্রয় বেড়ে যাবে কয়েক গুন এবং একই সাথে আপনার প্রতিষ্ঠানটি পৃথিবী ব্যাপী আপনার টার্গেট গ্রাহকদের কাছে পরিচিত লাভ করবে।
  • সেবা/পণ্য বিক্রয় করার সুবিধাঃ আপনার উপরের পয়েন্টে মাত্র জানলাম যে যদি আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট গুগলের প্রথম পেজে থাকে তাহলে অবশ্যই আমাদের পণ্য বিক্রি হবার হার যে প্রতিষ্ঠান গুলোর কোন ওয়েবসাইট নাই তাদের চাইতে কয়েক গুন বেড়ে যাবে।
  • বিশ্বাসযোগ্যতা অর্জনঃ একটি গবেষণায় দেখা গেছে যে বর্তমানে ৫৭% ক্রেতা সেই প্রতিষ্ঠান থেকে কোন পণ্য কিনতে চায়না যাদের নিজেদের প্রতিষ্ঠানের ভালো মানের কোন ওয়েবসাইট নাই।এর চাইতে বরং যে প্রতিষ্ঠান গুলোর ওয়েবসাইট আছে তাঁরা সেখান থেকে পণ্য/সেবা কিনতে বেশী ভরসা পায়।সুতরাং আপনি যদি আপনার টার্গেট গ্রাহকদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনার প্রতিষ্ঠানের জন্য খুবই ভালো মানের একটি ওয়েবসাইট থাকতেই হবে।
  • ২৪x7x365 প্রতিষ্ঠান খোলাঃ যেহেতু ওয়েবসাইট গুলো সব সময় ইন্টারনেটের সাথে সংযোগ থাকে সেই রকম কোন সার্ভারে লাইভ করা থাকে সেহেতু যখন আপনি ঘুমাবের তখনও আপনার প্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে খোলা থাকবে।আর এই কারনে যাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট নাই তাদের চাইতে আপনার পণ্য অথবা সেবা বেশী সেল হবে।
  • প্রতিযোগিতার বাজারে টিকে থাকাঃ বর্তমান সময় হল প্রতিযোগিতার সময়।আপনার যদি কোন  ওয়েবসাইট না থাকে তাহলে যারা আপনার প্রতিষ্ঠানের কম্পিটিটর তাদের মধ্য যাদের ওয়েবসাইট আছে তাদের সাথে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবেন না।একটি ছোট অবাক করা তথ্য হল বর্তমানে মাত্র সারা পৃথিবী ব্যাপী যত ব্যাবসা প্রতিষ্ঠান আছে তাদের মহহ মাত্র ৩৬% প্রতিষ্ঠানের নিজেদের কোন ওয়েবসাইট  নাই।আপনি যদি আপনার প্রতিষ্ঠানের কম্পিটিটরদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে চান তাহলে অবশ্যই আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে।

শেষ কথা

আজকের এই পোস্ট যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়েন তাহলে অবশ্যই আপনি বুঝতে পেড়েছেন যে একটি ওয়েবসাইট কি এবং কিভাবে কোন একটি ওয়েবসাইট কাজ করে এবং আমাদের নিজেদের একটি ওয়েবসাইট কেন থাকা প্রয়োজন এবং এর সুবিধা গুলো সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে পেড়েছেন।আর আপনার নিজের ওয়েবসাইট থাকার কোন বিশেষ অসুবিধা নাই বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *