সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল (ফাইল ছবি)
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
তিনি বলেন, “এক সপ্তাহ আগে শেখ হাসিনা প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিল তারা তবে এখন এ বিষয়ে নতুন করে আর কিছু বলতে চান না তিনি।”
বিফ্রিংয়ে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “চিন্ময় কৃষ্ণ দাস ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন তারা।”
বিফ্রিংয়ে গত কয়েক সপ্তাহে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতের কঠোর ব্যবস্থা সর্ম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অবৈধভাবে ভারতে প্রবেশ করা ব্যক্তিদের খুঁজে বের করতে এবং ফেরত পাঠাতে অবশ্যই ব্যবস্থা নিবে ভারতের নিরাপত্তা বাহিনী।”
সুত্র : যমুনা টিভি