সর্বশেষ সংবাদ

বাবরের মুক্তি নিয়ে যা বললেন রফিকুল ইসলাম মাদানী

গতকাল, ১৬ জানুয়ারি, লুৎফরুজ্জামান বাবরের মুক্তির পর আব্দুল্লাহকে পাশে বসিয়ে রফিকুল ইসলাম মাদানী সভায় উপস্থিত সবাইকে জানান, “নেত্রকোনার কৃতি সন্তান লুৎফরুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন, যা ভারতের জন্য এক দুঃসংবাদ।” তিনি বলেন, “লুৎফরুজ্জামান বাবর নেত্রকোনার লৌহ মানব হিসেবে পরিচিত।”

এরপর, ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, “দশ ট্রাক কিংবা বিশ ট্রাক, যাই লাগুক, ইনশাল্লাহ, আমরা আনবো। ভারতকে শায়েস্তা করার জন্য। হিন্দুত্ববাদী দেশ দখল করবে, এমন হতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মতের সাথে দুটি দলের যুদ্ধ হবে, যাদের এক দলের সাথে হিন্দুস্থানের যুদ্ধ হবে। সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ।”

রফিকুল ইসলাম মাদানী আলেমদের বিরুদ্ধে কিছু হিন্দুত্ববাদী মিডিয়ার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, বিশেষ করে প্রথম আলো পত্রিকার ভূমিকা নিয়ে। তিনি বলেন, “এই ছাত্র আন্দোলনের সময়, মাদ্রাসার আলেম ও ছাত্রদের অবদান অস্বীকার করা হয়েছে।”

তিনি নিজে তার যন্ত্রণার কথা তুলে ধরে বলেন, “শেখ হাসিনার রোষানলে পড়ে আমি এক সময় ২৬ দিন রিমান্ডে ছিলাম, এবং এমন কোন নির্যাতন ছিল না যা আমাকে করা হয়নি।”

সবশেষে, তিনি বলেন, “আমাদের এই দেশের কোনো রাজনৈতিক পদ বা ক্ষমতার দরকার নেই। তবে যদি কোনো দল আবারও আমেরিকার গোলামি করতে ক্ষমতায় আসে, তাহলে তাদের এই দেশ থেকে লাথি মেরে বের করে দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত।”

রফিকুল ইসলাম মাদানী আরও যোগ করেন, “এদেশের যেকোনো দুর্যোগে আলেমরাই প্রথমে এগিয়ে আসেন—বন্যা হোক, করোনা হোক, বা যেকোনো বিপদ—আলেম ও মাদ্রাসার ছাত্ররা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন।”

তিনি আলেমদের বিরুদ্ধে সন্ত্রাসী এবং জঙ্গি ট্যাগের অভিযোগের প্রতি নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করা এবং তাদের ওপর সন্ত্রাসী ট্যাগ দেওয়া উচিত নয়। কারণ আলেম বিহীন রাষ্ট্র মানে ইসলাম বিহীন রাষ্ট্র। এই ষড়যন্ত্রের পেছনে ভারত এবং আমেরিকার হাত রয়েছে।”

সবশেষে, তিনি বলেন, “বিপ্লব অর্জন করা থেকে তাকে ধরে রাখা আরও কঠিন। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *