বর্তমান সময়ে প্রায় সব জায়গাতেই ল্যাপটপের ব্যাবহার বেড়ে চলেছে।অফিস,বাসা,স্কুল-কলেজ সব জায়গাতেই আগের চাইতে অনেক বেশী ল্যাপটপ ব্যাবহার করতে দেখা যায়।আমরা জানি যে ল্যাপটপ মূলত বিদ্যুৎ এবং ব্যাটারি দিয়ে চলে।আপনি যখন বিদ্যুৎ দিয়ে ল্যাপটপ চালু রাখেন তখন ল্যাপটপ তার ব্যাটারিতে চার্জ ধারন করে যেটা দিয়ে সে বিদ্যুৎ বিহীন অবস্থাতেও চলতে পারে।
তবে আমাদের কিছু মিস ইউজের কারনে আমরা আমাদের ল্যাপটপের ব্যাটারি দুর্বল করে ফেলি যার কারনে অনেক সময় নতুন ল্যাপটপের ব্যাটারি ড্যামেজ হয়ে যায় ফলে অনেক টাকা দিয়ে ল্যাপটপ কিনেও আমরা ব্যাবহার করতে পারি না।
আমি আপনাদের সাথে আজকের এই পোস্টে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো মেনে চললে আপনার ল্যাপটপের ব্যাটারি লাইফ অনেক বেড়ে যাবে।আর যে টিপস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আমার এবং আমার বন্ধুদের ল্যাপটপের ক্ষেত্রে আমরা মেনে চলছি এবং আমরা আমাদের ল্যাপটপের ব্যাটারিকে ভালো রাখতে পেরেছি।
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার জন্য কিছু কার্যকরী পদক্ষেপ হল
- সঠিক ভাবে ল্যাপটপের ব্যাটারি চার্জ করা
- ব্যাটারির চার্জ শেষ হয়ে নিজে নিজে ল্যাপটপ বন্ধ হয়ে যাওয়া
- দীর্ঘ সময় ল্যাপটপ চালু না করে বন্ধ করে রাখা
আমরা উপরে আমাদের ল্যাপটপের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারন তিনটি জেনেছি।এখন আমরা এই তিনটি বিষয়ে একটু বিস্তারিত জেনে নিব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়ে যে উপরের তিনটা কারনের কোনটা কিভাবে প্রয়োগ হলে আমাদের ল্যাপটপের ব্যাটারি ভালো থাকবে নাকি খারাপ হবে।
(১) সঠিক ভাবে ল্যাপটপের ব্যাটারি চার্জ করতে হবে
আমাদের মাঝে অনেকেই আছে যারা তাঁদের ল্যাপটপ চার্জে লাগালে ১০০% চার্জ পূর্ণ না হওয়া পর্যন্ত ব্যাটারি চার্জ করেতি থাকে আবার দেখা যায় যে ব্যাটারি ১০০% চার্জ হয়েছে কিন্তু তারপরেও চার্জে দিয়ে রেখেছে।মূলত আমাদের ল্যাপটপের ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার প্রধান কারন হিসাবে এটাই ধরে নেওয়া হয়।
আপনি যখন আপনার ল্যাপটপ চার্জ করবেন তখন অবশ্যই আপনার ল্যাপটপের ব্যাটারি ৮০-৮৫% চার্জ পূর্ণ হবার সাথে সাথে চার্জ থেকে আন-প্লাগ করে দিবেন।আপনি যদি নিয়মিত এভাবেই আপনার ল্যাপটপের ব্যাটারি চার্জ করেন দেখবেন আপনার ল্যাপটপের ব্যাটারি অন্যদের ল্যাপটপের ব্যাটারির চাইতে বেশী টেকসই হবে।
(২) ব্যাটারির চার্জ শেষ হয়ে নিজে নিজে ল্যাপটপ বন্ধ হয়ে যাওয়া
অনেক সময় আমরা যখন আমাদের ল্যাপটপ ব্যাবহার করি তখন দেখা যায় যে আমাদের ল্যাপটপের চার্জ শেষ হয়ে নিজে থেকেই ল্যাপটপ বন্ধ হয়ে যায়।আর তখন নিয়ে যেয়ে আমরা আমাদের ল্যাপটপের ব্যাটারি চার্জে দেই।এটা কখনো করবেন না।ল্যাপটপ ব্যাবহার করার সময়ে যখন দেখেবন যে আপনার ল্যাপটপে আর ১০-১৫% চার্জ আছে তখন যদি আপনার জরুরী কোন কাজ থাকে তাহলে আপনার ল্যাপটপকে বিদ্যুৎ এর সাথে সংযোগ করে হাতের কাজ শেষ করে নিবেন আর যদি জরুরী কাজ না থাকে তাহলে ল্যাপটপ বন্ধ করে চার্জে দিতে হবে।
আপনার ল্যাপটপ যদি বার বার নিজে থেকে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন খুব অল্প দিনের মধ্যই আপনার ল্যাপটপের ব্যাটারি একেবারেই নষ্ট হয়ে গেছে।সুতরাং আপনাকে এই বিষয়ে অনেক সতর্ক থেকে ল্যাপটপ ব্যাবহার করতে হবে।
(৩) দীর্ঘ সময় ল্যাপটপ চালু না করে বন্ধ করে রাখা
আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা হয়ত শখের বসে ল্যাপটপ কিনে কয়েকদিন ব্যাবহার করে।এরপরে দীর্ঘ সময় আর ল্যাপটপ ব্যাবহার করে না।অনেক দিন পর পর ল্যাপটপ চালু করে কিছু সময় ব্যাবহার করে আব্র ঐ ভাবেই বন্ধ করে রেখে দেয় এবং নিয়মিত ল্যাপটপে চার্জও দেয় না।তাঁদের ল্যাপটপের ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভবনা অন্য সাওবার চাইতে অনেক বেশী।আপনি ল্যাপটপ ব্যাবহার ক্রএন আর না করেন আপনাকে ব্যাটারি ভালো রাখতে চাইলে প্রতি ২-৩ দিন পর পর ল্যাপটপ চালু করতে হবে এবং নিয়মিত এর ব্যাটারি ভালো রাখার জন্য চার্জ দিতে হবে।
শেষ কথা
আমরা উপরে যে তিনটি কারন সম্পর্কে জানলাম সেগুলো যদি আমরা না করি তাহলে আমাদের ল্যাপটপের ব্যাটারি অনেক দীর্ঘদিন ভালো থাকবে এবং আমারা চার্জ সংক্রান্ত ঝামেলা ছাড়াই আমাদের ল্যাপটপ ব্যাবহার করতে পারব।আর যদি আপনি এসব না মেনে চলেন তাহলে আপনার ল্যাপটপের ব্যাটারি দেখেবন খুব অল্প দিনের মধ্যই নষ্ট হয়ে যাবে।তখন দেখবেনআপনার পকেটের টাকা কিভাবে নাই হয়ে যায়।