কেমন হবে যদি আপনি আপনার জিমেইলে লগিন করার পর আপনি যে বিষয়ের মেইল লিখতে চান সেটা বলে দিলেন আর জিমেইল মুহূর্তের মধ্য সেই বিষয়ে একটি নির্ভুল মেইল আপনাকে লিখে দেয়?কি ভাবছেন?নিশ্চয় ভাবছেন তাহলেত খুব ভালো হয়।
সাম্প্রতিক সময়ে গুগল তাঁদের ই-মেইল সেবা জিমেইলে এমন একটি সেবা যুক্ত করেছে যেটার নাম হেল্প মি রাইট। এই টুলসের মাধ্যমে গুগল আপনাকে তাঁদের এআই এর মাধ্যমে সয়ংক্রিয়ভাবে আপনাকে বিষয় ভিত্তিক ই-মেইল লিখতে সাহায্য করবে।আপনি আপনার আইওএস ও অ্যান্ড্রয়েডের বেটা সংস্করনের মাধ্যমে গুগলের এই সেবা ব্যবহার করতে পারবেন।
হেল্প মি রাইট টুলসের সুবিধা পেতে চাইলে আপনাকে আপনার আইওএস ও অ্যান্ড্রয়েডের বেটা সংস্করনের জিমেইল অপশনে যেতে হবে এবং আপনি যখন মেইল লেখার জন্য কম্পোজ অপশনে ট্যাপ করবেন তখন এই হেল্প মি রাইট টুলসটি দেখা যাবে।
হেল্প মি রাইট অপশনে ক্লিক করে আপনি যে বিষয়ে মেইল লিখতে চান সেই বিষয়ের নাম লিখে দিলেই গুগলের এই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি) টুলস আপনাকে সেই বিষয়ের ইমেইল লিখে আপনার মেইল বক্সের ড্রাফ্ট বক্সে দিয়ে দিবে।
এখানে গুগল আরও বলেছে যে, এই হেল্প মি রাইট টুলস জিমেইল ব্যবহারকারীদের পূর্বের আদান প্রদান করার মেইলের তথ্য বিশ্লেষণ করে এই বিষয় ভিত্তিক মেইল লিখে দিবে।এবং যেহেতু এই টুলসের মাধ্যমে লেখা মেইল গুলো ড্রাফ্ট করা হবে সেহেতু জিমেইল ব্যবহারকারীরা এই মেইল গুলো নিজেরা দেখে কোন তথ্য বাদ অথবা কোন তথ্য দরকার হলে যুক্ত করতে পারবে।
ফলে অপ্রয়োজনীয় তথ্য সেন্ট হয়ে যাবার অথবা কোন প্রয়োজনীয় তথ্য বাদ যাবার মত কোন ব্যাপার এখানে ঘটবে না।
হেল্প মি রাইট টুলস আসার অনেক আগে থেকেই জিমেইল ব্যবহারকারীরা তাঁদের মেইল এর উত্তর দেওয়ার জন্য স্বয়ংক্রিয় ছোট ছোট উত্তর এবং মেইল লেখার সময়ে শব্দ অথবা বাক্য লেখার সাজেশন পেয়ে আসছিল।তবে এই প্রথম গুগল এমন একটি টুলস নিয়ে আসল যেটা কিনা একজন জিমেইল ব্যবহারকারীকে যেকোনো বিষয় ভিত্তিক সম্পূর্ণ মেইল লিখতে সাহায্য করবে।
এর আগে এমন বিষয় ভিত্তিক সম্পূর্ণ মেইল লেখার সেবা প্রদান করে আসছিল ওপেন এআই এর চ্যাট জিপিটি।এখন দেখার বিষয় হল লেখা এবং সেবার মানের দিক থেকে কে কার থেকে এগিয়ে থাকে।
তথ্য সূত্রঃ হিন্দুস্থান টাইমস।