সর্বশেষ সংবাদ

সিরিয়ার কারাগারে ১৫ জনের মরদেহ পাওয়া গেল

সিরিয়ার দামেস্কের উত্তরে অবস্থিত সেদনায়া কারাগারে ১৫ জন বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কারাগারটিতে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধারকারীরা এই মরদেহগুলোর সন্ধান পায়।

সংস্থাটি আরও বলছে, নৃশংসভাবে নির্যাতনের পর এই ১৫ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। খবর-এইচটিএস

বাশার আল-আসাদের পতনের পর সেদনায়া কারাগারে সিরীয় অধিকারকর্মী মাজেন আল হামাদার মৃতদেহ পাওয়ার কথা জানায় তার পরিবার।

সিরিয়ান অবজারভেটরি বলেছে, তারা ২০২৪ সালের শুরু থেকে সিরিয়ার সরকারি কারাগারগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পেয়ে মারা যাওয়া ৬৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে।

আসাদের আমলে নিখোঁজ হওয়া স্বজনদের খোঁজে সিরীয় নাগরিকেরা এখন দেশটির বিভিন্ন কারাগারে ভিড় জমাচ্ছেন। এমন অবস্থায় সেদনায়া কারাগার থেকে ১৫টি মরদেহ উদ্ধার হলো।

বাশার আল-আসাদ সরকারের নৃশংসতার সাক্ষী হয়ে আছে এই কারাগার। এখানে হাজারো সিরীয় নাগরিককে বন্দী করে রেখেছিল আসাদ সরকার। বাশার আল-আসাদের শাসনামলে বন্দী হওয়া মানুষদের খুঁজে পাওয়ার আশা নিয়ে স্বজনেরা এখানে ভিড় করছেন।

সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র ১২ দিনের অভিযানে সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটে। গত রোববার দামেস্ক ছাড়েন বাশার আল-আসাদ। বিদ্রোহীদের এই অভিযানে নেতৃত্ব দেয় হায়াত তাহরির আল-শাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *