সর্বশেষ সংবাদ

আপনার সাধ্যের মধ্য সেরা ১০ টি স্মার্টফোন (২৫ থেকে ৩০ হাজার টাকা দাম)

বর্তমানে বাজারে থাকা স্মার্টফোন গুলোতে যেমন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ঠিক তেমনি দামও বেড়েছে আগের তুলনায় কয়েকগুন। আর এই দাম বাড়ার কারনে অনেকেই তাঁদের পছন্দের ফোন কিনতে পারছে না।তবে একটু সচেতন হলেই আপনি আপনার পছন্দের ফোনটি কিনে নিতে পারবেন আপনার বাজেটের মধ্যই।

স্মার্টফোন গুলো মূলত পারফরম্যান্স,ক্যামেরার গুনগত মান,ব্যাটারি লাইফ এবং অপারেটিং সিস্টেমের উপরে নির্ভর করে দাম কম বা বেশী হয়ে থাকে।

আমি আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে এমন ১০ টি স্মার্টফোন সম্পর্কে আলোচনা করব যেগুলোর দাম বর্তমানে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্য।আর এই ফোন গুলো দিয়ে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় সকল কাল চালিয়ে নিতে পারবেন।

বর্তমানে বাজারে থাকা ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্য সেরা ১০ টি স্মার্টফোন হল-

  1. মটোরোলা মটো জি সিক্স টু
  2. নোকিয়া জি সিক্সটি
  3. রিয়েলমি সি থার্টি ফাইভ
  4. স্যামসাং গ্যালাক্সি এ-১৪
  5. শাওমি রেডমি নোট ১০ প্রো
  6. শাওমি পোকো এম ফোর
  7. স্যামসাং গ্যালাক্সি এ ১৩
  8. শাওমি রেডমি নোট ১১
  9. নোকিয়া জি ২২ এবং
  10. শাওমি পোকো এম ফোর প্রো ফাইভ-জি

আপনি আপনার বাজেটের মধ্য যে স্মার্টফোন গুলো কিনতে পারবেন সেই ফোন গুলোর নাম এবং মডেল নাম্বার সম্পর্কে আমরা এখানে জানলাম।এখন আর্টিকেলের পরের অংশে আমি আপনাদের সাথে উপরের ১০ টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।তাহলে চলুন সেরা ১০ টি স্মার্টফোন সম্পর্কে আলোচনা শুরু করা যাক।

(১) মটোরোলা মটো জি সিক্সটু

মটোরোলা মটো জি সিক্সটু.jpg
Image: মটোরোলা মটো জি সিক্সটু স্মার্টফোন, Image Credit: www.cashify.in

মটোরোলা মটো জি সিক্স টু স্মার্টফোনটি আপনার জন্য সেরা একটি পছন্দ হতে পারে।এই ফোনে এন্ড্রয়েডের ১২ তম সংস্করন ব্যবহার করা হয়েছে এবং এই স্মার্টফোনটি খুব দ্রুত চার্জ হয়।এছারাও এতে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এর ক্যামেরা ৫০ মেগা পিক্সেলের।মটোরোলা মটো জি সিক্স টু স্মার্টফোনটিতে ৫০০০ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সাথে আছে আকর্ষণীয় এবং দারুন দারুন সব সফটওয়্যার।

(২) নোকিয়া জি সিক্সটি

নোকিয়া জি সিক্সটি.jpg
Image: নোকিয়া জি সিক্সটি স্মার্টফোন, Image Credit: www.stuff.tv

৫ জি সুবিধা সহ বাজারে নোকিয়া কর্পোরেশন নিয়ে এসেছে নোকিয়া জি সিক্সটি স্মার্টফোনটি।এই ফোনটিতে অনেক ভালমানের ব্যাটারি এবং ক্যামেরা ব্যবহার করা হয়েছে।তবে নোকিয়া জি সিক্সটি স্মার্টফোনটি চার্জ হতে অন্য ফোন গুলোর থেকে বেশী সময় নেয়।

(৩) রিয়েলমি সি থার্টি ফাইভ

রিয়েলমি সি থার্টি ফাইভ ফোনটি দেখতে অনেকটা লেটেস্ট আই ফোনের মতই এবং দামী ফোন গুলোর মত ক্যামেরা লুকিং নিয়ে বাজারে এসেছে।এত ভালো লুকিং থাকার পরেও বাজারে থাকা একই ধরনের ফোনের চাইতে দামে অনেকটা সস্তাই বলা চলে।

রিয়েলমি সি থার্টি ফাইভ.jpg
Image: রিয়েলমি সি থার্টি ফাইভ ফোন, Image Credit: Techlekh.com

রিয়েলমি সি থার্টি ফাইভে আছে ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ সুবিধা এবং ৫০ মেগা পিক্সেলের ক্যামেরা।একই সাথে এই ফোনে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকও আছে।

(৪) স্যামসাং গ্যালাক্সি এ-১৪

স্মার্ট ডিজাইন,অনেক উন্নত মানের ব্যাটারি লাইফ এবং আকর্ষণীয় সফটওয়্যারের কথা বিবেচনা করলে স্যামসাং গ্যালাক্সি এ-১৪ আপনার জন্য সেরা পছন্দের একটি স্মার্টফোন হতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এ-১৪.jpg
Image: স্যামসাং গ্যালাক্সি এ-১৪ স্মার্টফোন, Image Credit: ytimg.com

২০২২ সালে রিলিজ হওয়া স্যামসাং গ্যালাক্সি এ-১৩ এর চাইতে বর্তমানের স্যামসাং গ্যালাক্সি এ-১৪ এর পারফরম্যান্স অনেক উন্নত বলা চলে।এই ফোনটি ব্যবহার করে আপনি সহজেই সোশ্যাল মিডিয়া সহ আরও অন্যান্য সকল কাজ সহজেই করতে পারবেন।স্যামসাং গ্যালাক্সি এ-১৪ ফোনটিতে ৪ জিবি র‍্যাম ব্যবাহার করা হয়েছে।এবং বিল্ট-ইন স্টোরেজ হল ৬৪ জিবি।আপনি যদি স্টোরেজ স্পেস বাড়াতে চান তাহলে খুব সহজেই এর সাথে থাকা মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে এক্সটারনাল চিপসের মাধ্যমে বাড়িয়ে নিতে পারবেন।

(৫) শাওমি রেডমি নোট ১০ প্রো

শাওমি রেডমি নোট ১০ প্রো.jpg
Image: শাওমি রেডমি নোট ১০ প্রো, Image Credit: mobgsm.com

শাওমির ফোন গুলো সব সময়ই আমার ব্যাক্তিগত ভাবে পছন্দের তালিকার শীর্ষে থাকে।সেই কারনে আমি এই ফোন সম্পর্কে বেশী কিছু বলতে চাই না।শাওমি রেডমি নোট ১০ প্রো ফোনে ১০৮ মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।রয়েছে আকর্ষণীয় একটি ডিসপ্লে এবং এই ফোনে ৩৩ ওয়াটের চার্জ পোর্ট ব্যবহার করা হয়েছে।

(৬) শাওমি পোকো এম ফোর

শাওমি পোকো এম ফোর.jpg
Image: শাওমি পোকো এম ফোর, Image Credit: telecomtalk.info

শাওমি পোকো এম ফোর হল শাওমির পোকো ইতিহাসের প্রথম দিকের এম সিরিজের ডিভাইস গুলোর একটা স্মার্টফোন।শাওমি পোকো এম ফোরে ব্যাবহার করা হয়েছে অ্যাামোলেড ডিসপ্লে প্যাক।আপনার বাজেট যদি অনেক কম হয় তাহলে পোকো এম ফোর ফোনটি আপনার জন্য একটি ভালো পছন্দ হতে পারে।

(৭) স্যামসাং গ্যালাক্সি এ ১৩

স্যামসাং গ্যালাক্সি এ ১৩.jpg
Image: স্যামসাং গ্যালাক্সি এ ১৩ স্মার্টফোন, Image Credit: mobiledokan.com

চার বছরের সম্পূর্ণ নিরাপত্তা প্যাচ সহ স্যামসাং গ্যালাক্সি এ ১৩ ফোনে ওয়ান ইউ আই অ্যান্ড্রয়েড স্কিন ব্যবহার করা হয়েছে।দুইটি অ্যান্ড্রয়েড সংস্করণের আপডেট এবং পিছনের ক্যামেরা ৫৯ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল।এছারাও ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধা।এবং এই ফোনে লিথিয়াম পলিমারের ৫০০০ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।এবং বাজারে ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এ ১৩ ফোনটি পাওয়া যাবে।

(৮) শাওমি রেডমি নোট ১১

শাওমি রেডমি নোট ১১.jpg
Image: শাওমি রেডমি নোট ১১, Image Credit: www.amarload.com

শাওমি রেডমি নোট ১১ ফোনটি আপনার জন্য সেরা একটি পছন্দ হতে পারে।আমার বর্তমান ফোনটি যেটা আমি ব্যবহার করছি সেটা শাওমি রেডমি নোট ১১।এই ফোনে মোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনের হার্ডওয়্যার সেটআপ আগের মডেল গুলো থেকে সম্পূর্ণ আলাদা।এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে এবং শাওমি রেডমি নোট ১১ এর ব্যাটারি ব্যাকাপও অনেক ভালো বলা চলে।তবে শাওমি রেডমি নোট ১১ স্মার্টফোনের ক্যামেরা পারফরম্যান্স কিছুটা দুর্বল এটা মেনে নিতেই হবে।

(৯) নোকিয়া জি ২২

নোকিয়া জি ২২.jpg
Image: নোকিয়া জি ২২ স্মার্টফোন, Image Credit: www.nokia.com

আপনি যদি শর্ট টাইমের জন্য কোন ফোন কিনতে চান তাহলে নোকিয়া জি ২২ ফোনটি আপনার জন্য দুর্দান্ত একটি পছন্দ হতে পারে।এই ফোনে মাত্র দুই বছরের জন্য সফটওয়্যার সাপোর্ট থাকবে।সুতরাং, আপনি যদি মনে করেন আপনি অল্প কিছু দিনের জন্য কোন ফোন কিনবেন তাহলে চোখ বন্ধ করে নোকিয়া জি ২২ স্মার্টফোনটি কিনে নিতে পারেন।

(১০) শাওমি পোকো এম ফোর প্রো ফাইভ-জি

শাওমি পোকো এম ফোর প্রো ফাইভ-জি.jpg
Image: শাওমি পোকো এম ফোর প্রো ফাইভ-জি স্মার্টফোন, Image Credit: www.stuff.tv

শাওমি পোকো এম ফোর প্রো ফাইভ-জি এর আগের মডেল গুলো থেকে কিছুটা উন্নত করা হয়েছে।এতে রয়েছে খুব ভালো মানের ক্যামেরা,৫০০০ এম্পিয়ারের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জ পোর্ট।এছারাও আকর্ষণীয় দারুন দারুন সব সফটওয়্যার আছে শাওমি পোকো এম ফোর প্রো ফাইভ-জি স্মার্টফোনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *