ডেক্সটপ কম্পিউটারের চাইতে বিশেষ কিছু সুবিধা বেশী থাকার কারনে বর্তমানে ল্যাপটপ অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে বহন করার সুবিধার কারনে ল্যাপটপ বেশী জনপ্রিয়।এবং বর্তমানে ল্যাপটপের দাম কমে যাওয়ার কারনে আপনি আপনার বাজেটের মধ্যই ভালো মানের একটা ল্যাপটপ কিনতে পারবেন।
কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যে পরিমানের বাজেট থাকে ল্যাপটপ কেনার জন্য সেইটা দিয়ে আমাদের যে কনফিগারেশনের ল্যাপটপ দরকার সেটা আমরা কিনতে পারি না।ফল অনেকেই সিদ্ধান্ত নেয় যে পুরাতন ল্যাপটপ কিনবে।পুরাতন ল্যাপটপ কেনা খারাপ কিছু নয় তবে আপনি যখন পুরাতন ল্যাপটপ কিনবেন তখন আপনাকে অবশ্যই কিছু জিনিস ভালোভাবে চেক করে নিতে হবে।
আজকের এই লেখায় আমি আপনাদের সাথে এমন ১০ টি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনি যখন পুরাতন ল্যাপটপ কিনবেন তখন অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে।তাহলে চলুন জেনে নেওয়া যাক পুরাতন ল্যাপটপ কেনার সময় কোন কোন বিষয় গুলোর প্রতি নজর রাখতে হবে।
পুরাতন ল্যাপটপ কেনার সময়ে যে ১০ বিষয়ে নজর দিতে হবে
আপনি যখন কারও কাছে থেকে পুরাতন ল্যাপটপ কিনতে যাবেন তখন নিচের বিষয় গুলো চেক করে নিবেন।যদি আপনি এগুলো ভালোভাবে চেক না করে নেন তাহলে আপনার ল্যাপটপ কিনে ঠকে যাবার সম্ভবনাই বেশী।
পুরাতন ল্যাপটপ কেনার সময় চেক করতে হবে-
- ব্যাটারি লাইফ কেমন
- পোর্ট গুলো ঠিকভাবে কাজ করে কিনা
- ল্যাপটপের কীবোর্ড এবং টাচ প্যাড ভালমত কাজ করে কিনা
- ডিসপ্লের আয়তন এবং কন্ডিশন
- ল্যাপটপের ওজন
- ল্যাপটপের কনফিগারেশন চেক করা
- পারফরমেন্স চেক করা
- কখনো সার্ভিসিং করা হয়েছে কিনা
- হার্ডওয়্যার আপগ্রেড করার সুবিধা আছে কিনা এবং
- ল্যাপটপের বডি কন্ডিশন কেমন
আমরা যখন পুরাতন ল্যাপটপ কিনতে যাব তখন আমাদের উপরের বিষয়গুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সব কিছু ভালো পেলে তবেই সেই ল্যাপটপটি কিনতে হবে।আমরা উপরে যে বিষয়গুলো চেক করতে হবে সেগুলোর নাম জেনেছি এখন আমরা নিচে প্রতিটা বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব।
(১) ব্যাটারি লাইফ কেমন
আমরা যখন আমাদের ব্যাবহার করার জন্য নতুন ল্যাপটপ কিনি তখন আমাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন চিন্তা না করলেও চলে।কিন্তু যখন আমরা পুরাতন ল্যাপটপ কিনতে যাব আমাদের অবশ্যই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ সেই সম্পর্কে জেনে নিতে হবে এবং ল্যাপটপ চালু রেখে চেক করে নিতে হবে।বর্তমানে দেশে যে বিদ্যুৎ সমস্যা দেখা যাচ্ছে তাতে করে দুই ঘণ্টা ব্যাকআপ দিবে এমন ল্যাপটপ কেনা উচিত।
(২) পোর্ট গুলো ঠিকভাবে কাজ করে কিনা
আপনি হয়ত কোন পুরাতন ল্যাপটপ কেনার জন্য পছন্দ করছেন এবং কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।তখন আপনাকে অবশ্যই সেই ল্যাপটপে থাকা পোর্টস গুলো ভালোভাবে চেক করে নিতে হবে।নতুন ল্যাপটপের ক্ষেত্রে পোর্ট গুলো অবশ্যই ভালো থাকবে কিন্তু পুরাতন ল্যাপটপে পোর্ট গুলো অনেক সময় নষ্ট থাকে।সুতরাং, প্রতিটা পোর্টে ক্যাবল,মডেম ইত্যাদি ডিভাইস লাগিয়ে চেক করে দেখে নিতে হবে যে এর পোর্ট গুলো ভালো আছে এবং কাজ করে।
(৩) ল্যাপটপের কীবোর্ড এবং টাচ প্যাড ভালমত কাজ করে কিনা
আপনি যদি এক্সট্রা কীবোর্ড অথবা মাউস ব্যাবহার না করতে চান তাহলে অবশ্যই আপনাকে ল্যাপটপের কীবোর্ড এবং টাচ প্যাড ব্যাবহার করে ল্যাপটপটি ব্যাবহার করতে হবে।এর জন্য আপনি যে ল্যাপটপটি কিনতে চাচ্ছেন সেই ল্যাপটপের কী-বোর্ডের সকল কী থিক্মত কাজ করে কিনা এবং এর টাচ প্যাড সঠিকভাবে কাজ করে কিনা সেটা আপনাকে চেক করে নিতে হবে।
(৪) ডিসপ্লের আয়তন এবং কন্ডিশন
আপনার কাজের সুবিধার জন্য অবশ্যই আপনার জন্য উপযুক্ত আয়তনের ডিসপ্লে সুবিধা যুক্ত ল্যাপটপ কিনতে হবে।এছারা পুরাতন ল্যাপটপের ডিসপ্লেতে অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে।যেমন কোন স্পট অথবা স্ক্র্যাচ দেখা গেলে অথবা যদি দেখেন যে ল্যাপটপের ডিসপ্লে দেখতে অনেক ঘোলা তাহলে সেই ল্যাপটপ না কেনাই ভালো।সময়ের সাথে সাথে ডিসপ্লের এই সমস্যা বাড়তে থাকে এবং এক সময় সম্পূর্ণ ডিসপ্লে নষ্ট হয়ে যায়।
(৫) ল্যাপটপের ওজন
যেহেতু ল্যাপটপ এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে বহন করার সুবিধার জন্যই সবাই কিনে থাকে এবং যেকোনো ভাবে (শুয়ে,বসে) ল্যাপটপ ব্যাবহার করা যায় সেহেতু এর ওজন যদি বেশী হয়ে যায় তাহলে সেটা আমাদের বহন করা এবং কাজ করার সময়ে অসুবিধার কারন হয়ে যাবে।সুতরাং আপনি যে ল্যাপটপটি কিনবেন সেটা যেন অনেক হালকা ওজনের হয় সেই বিষয়ে নিশ্চিত হতে হবে।
(৬) ল্যাপটপের কনফিগারেশন চেক করা
আপনি নতুন অথবা পুরাতন ল্যাপটপ যেটাই কিনেন না কেন আপনাকে অবশ্যই সেই ল্যাপটপের কনফিগারেশন ভালোভাবে চেক করে নিতে হবে।কারন এই কনফিগারেশনের উপরেই নির্ভর করবে আপনি যে উদ্দেশ্যে নিয়ে ল্যাপটপটি কিনবেন সেটা পূরণ হবে কিনা।দেখা গেল আপনি গেমিং অথবা ভিডিও এডিটিং এর জন্য ল্যাপটপ কিনে এনেছেন কিন্তু বাসায় এসে দেখলেন যে গেমিং শুরু করতে গেলে অথবা ভিডিও এডিটিং করতে গেলে আপনার ল্যাপটপ হ্যাং হয়ে যাচ্ছে।তাহলে কিন্তু আপনি যে উদ্দেশ্যে নিয়ে ল্যাপটপটি কিনেছেন সেটা পূর্ণ হল না।আপনি যদি ল্যাপটপের কনফিগারেশনের ব্যাপারে অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে অবশ্যই ল্যাপটপ কিনতে যাওয়ার সময়ে অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে যাবেন।
আরও পড়ুনঃ ডেক্সটপ নাকি ল্যাপটপ?আপনার কোনটা কেন উচিত এবং কেন?
(৭) পারফরমেন্স চেক করা
আপনি যখন পুরাতন অথবা নতুন কোন ল্যাপটপ কিনবেন তখন অবশ্যই সেটি চালু করে ল্যাপটপটির পারফরম্যান্স চেক করে নিবেন।পারফরম্যান্স চেক করার জন্য ল্যাপটপে গেম অথবা গ্রাফিক্স রিলেটেড কোন প্রোগ্রাম রান করে নিবেন।কারন এই ধরনের প্রোগ্রাম গুলো সাধারণত অনেক ভারী হয়ে থাকে টাই গেম অথবা গ্রাফিক্স রিলেটেড কোন প্রোগ্রাম রান করার পর যদি ল্যাপটপটি ভালো পারফরম্যান্স প্রদান করে তাহলে সেই ল্যাপটপটি কেনা যাবে।আর যদি পারফরম্যান্স খারাপ দেয় তাহলে সেই ল্যাপটপটি কেনা যাবে না।
(৮) কখনো সার্ভিসিং করা হয়েছে কিনা
আপনি যখন কোন পুরাতন ল্যাপটপ কিনতে চাইবেন তখন সেই ল্যাপটপটি কখনো সার্ভিসিং করা হয়েছে কিনা সেটা জেনে নেওয়া জরুরী।যদি সার্ভিসিং করা হয়ে থাকে ঠিক কোন সমস্যার কারনে সার্ভিসিং করা হয়েছিলো সেটাও জেনে নিতে হবে।এবং কতবার সার্ভিসিং করা হয়েছে সেই সম্পর্কেও জেনে নিতে হবে।সার্ভিসিং এর এই ব্যাপার গুলো জেনে নিলে বর্তমানে ল্যাপটপটি কেমন কন্ডিশনে আছে সেই সম্পর্কে একটা ধারনা পাওয়া যাবে।
(৯) হার্ডওয়্যার আপগ্রেড করার সুবিধা আছে কিনা
আপনি যে ল্যাপটপটি কিনেবন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেই ল্যাপটপের হার্ডওয়্যার আপগ্রেড করার সুবিধা আছে কিনা এটা চেক করে নিতে হবে।বিশেষ করে আপনার প্রয়োজনে ল্যাপটপটির র্যাম,হার্ডডিস্ক এবং প্রসেসর আপগ্রেড করতে পারবেন কিনা সেটা সম্পর্কে নিশ্চিত হতে হবে।এবং আমি আপনাকে পরামর্শ দিব যে ল্যাপটপ আপনাকে আপনার প্রয়োজনে হার্ডওয়্যার আপগ্রেড করার সুবিধা দিবে আপনার উচিত হবে সেই ধরনের কোন ল্যাপটপ কেনার চেষ্টা করা।এতে করে আপনি কোন লেটেস্ট হার্ডওয়্যার আপনার ডিভাইসে অ্যাড করবেন আপনার ডিভাইসটি আগের চাইতে আরও ভালো পারফরম্যান্স প্রদান করবে।
(১০) ল্যাপটপের বডি কন্ডিশন কেমন
আপনি যখন কোন পুরাতন ল্যাপটপ কেনার জন্য পছন্দ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এর বাহিরের দিকটা দেখতে যেন ন্যুনতম সুন্দর হয়।যদিও পুরাতন জিনিস খুব বেশী সুন্দর পাওয়া সম্ভব নয় তবুও আপানকে চেষ্টা করতে হবে।যদি আপনার পছন্দ করা ল্যাপটপের বডি কন্ডিশন ভালো না হয় তাহলে আপনি সেটা যেমন ব্যাবহার করে মজা পাবেন না আবার বডি কন্ডিশন খারাপ হবার কারনে এর ভেতরের পার্টস আঘাত পাওয়ার সম্ভবনা থাকে।
আরও পড়ুনঃ নতুন ল্যাপটপ কেনার পূর্বে অবশ্যই যে ৭ টি বিষয়ে খেয়াল রাখবেন
শেষ কথা
উপরে আমি আপনাদের সাথে পুরাতন ল্যাপটপ কেনার বিষয়ে যে বিষয় গুলোর প্রতি নজর রাখতে হবে সেই সম্পর্কে যে তথ্য গুলো আলোচনা করলাম আপনি যদি আমার বলা এই ১০ টি বিষয় পুরাতন ল্যাপটপ কেনার সময় খেয়াল করেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি পুরাতন ল্যাপটপ কিনলেও অন্যদের চাইতে ভালো ল্যাপটপ কিনতে পারবেন।
এছারাও যখন আপনি পুরাতন ল্যাপটপ কিনবেন তখন অবশ্যই ভালো কোন ব্র্যান্ডের ল্যাপটপ কেনার চেষ্টা করবেন।বর্তমানে বাজারে অ্যাপল,সামসাং, লেনোভো,এমএসআই,এইচপি,ডেল,আসুস,এসেয়ার,মাইক্রোসফট এবং রাজার ব্র্যান্ডের ল্যাপটপ গুলো জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে।আপনি পুরাতন ল্যাপটপ কিনলেও এই ব্র্যান্ড গুলোর মধ্যই কেনার চেষ্টা করবেন।