সর্বশেষ সংবাদ

ওয়েবসাইট কাকে বলে?এবং ওয়েবসাইট কত প্রকার?

এখন প্রায় ছোট বড় সকল প্রতিষ্ঠানেরই ওয়েবসাইট আছে।আবার অনেকেই নিজের ওয়েবসাইট অথবা ব্লগ সাইট চালু করে সেখানে ব্লগিং করছে।আপনি এই মুহূর্তে যেখানে এই লেখা পড়ছে সেটাও এক ধরনের ওয়েবসাইট।কিন্তু যেহেতু এখানে ব্লগিং করা হয় সেই কারনে এটাকে ব্লগ সাইট বলা হয়।

আমারা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব।আমরা এই পোস্ট  জানবো ওয়েবসাইট কি? ওয়েবসাইট কাকে বলে? এবং একটি ওয়েবসাইট কিভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।তাহলে অযথা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করা যাক।

ওয়েবসাইট কি? ওয়েবসাইট কাকে বলে?

যখন কোন কম্পিউটারকে ইন্টারনেটের সাথে নির্দিষ্ট আইপি দ্বারা সব সময় যুক্ত রেখে সেই কম্পিউটারে থাকা বিভিন্ন ধরনের কন্টেন্ট (অডিও,ভিডিও,ছবি এবং টেক্সট) সাধারণ মানুষকে আক্সেস করতে দেওয়া হয় তখন সেটাকে ওয়েবসাইট বলে।

যেমন আপনি যখন এই লেখা পড়ছেন তখন এই লেখায় ব্যাবহার করা সকল ধরনের কন্টেন্ট একটি এমন কম্পিউটারে রেখে দেওয়া হয়েছে যেটা ২৪ ঘণ্টা ইন্টারনেটের সাথে যুক্ত থাকে এবং সেখানে আপনাকে আক্সেস করার অনুমতি দেওয়া আছে বিধায় আপনার কম্পিউটার অথবা মোবাইলে ইন্টারনেট সংযোগ ব্যাবহার করে এই লেখা পড়তে পারছেন।আবার যদি আপনাকে সেই কম্পিউটারে পারমিশন দেওয়া হয় যে সেই কম্পিউটার আপনার কাছে থেকেও ডাটা গ্রহন করতে পারবে তখন আপনি সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডাটা ইনপুট করতে পারবেন (যেমনঃ আমার বিভিন্ন ধরনের ওয়েবসাইটে সাইন আপ করতে পারি,আমাদের ছবি যুক্ত করতে পারি।অর্থাৎ,আমরাও সেই সাইটে কিছু কিছু নির্দিষ্ট ধরনের কন্টেন্ট ইনপুট করতে পারি)।

যে কম্পিউটারের মাধ্যমে আপনাকে এই আক্সেস করার ক্ষমতা প্রদান কর হয়েছে সেই কম্পিউটারকে হোস্টিং বলা হয়।হোস্টিং সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব না, কারন আমি হোস্টিং সম্পর্কে অন্য একটি আর্টিকেলে বিশদ আলোচনা করব।

তাহলে আমরা উপরের আলোচনা থেকে সিদ্ধান্ত নিতে পারি যে, যখন কোন (অডিও,ভিডিও,ছবি এবং টেক্সট) এমন একটি কম্পিউটারে (হোস্টিং) রেখে দেওয়া হবে যে কম্পিউটার সর্বক্ষণ ইন্টারনেটের সাথে নির্দিষ্ট আইপি দ্বারা যুক্ত থেকে ইউজারদের কন্টেন্ট আক্সেস করতে দিবে তখন সেটাকে আমরা ওয়েবসাইট বলব।

একটি ওয়েবসাইট কিভাবে কাজ করে?অর্থাৎ,কিভাবে একটি ওয়েবসাইট আমাদের সামনে প্রদর্শন করানো হয়?

আমরা উপরে জেনেছি যেই কম্পিউটারে (হোস্টিং) ডাটা রেখে ইন্টারনেটের সাথে যুক্ত করা হয় তার জন্য একটি ইউনিক এবং নির্দিষ্ট আইপি ব্যাবহার করা হয়ে থাকে।এখন ইন্টারনেট জগতে এমন মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট  আছে যাদের আইপি আমাদের জন্য মনে রাখা একেবারেই অসম্ভব।একারনে প্রতিটা ওয়েবসাইটের এই আইপি এড্রেসকে আলাদা আলাদা ডোমেইন নাম দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে।

আমরা যখন আমাদের কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজারে কোন ডোমেইন নাম লিখে সেই ওয়েবসাইট ভিসিট করার চেষ্টা করি তখন আমাদের ইন্টারনেট ব্রাউজার গুলো ডোমেইন নামকে আইপিতে কনভার্ট করে সেই কম্পিউটারকে খুঁজে বের করে যেখানে আমরা আমাদের কন্টেন্ট গুলো আগে থেকেই রেখে দিয়েছি।এই সময় আমাদের ইন্টারনেট ব্রাউজার গুলো আমরা সেই ওয়েবসাইটের কোন ডাটা গুলো দেখতে পারব সেই ডাটা গুলো ডাউনলোড করে নেয় এবং আমাদের সামনে উপস্থাপন করে ফলে আমারা কোন ওয়েবসাইটকে আমাদের ইন্টারনেট ব্রাউজারে দেখতে এবং ব্যাবহার করতে পারি।

ওয়েবসাইট কত রকমের হয়?

গঠনগত বৈশিষ্ট্যর উপরে নির্ভর করে ওয়েবসাইট  সাধারণত দুই ধরনের হয়ে থাকে।দুই ধরনের ওয়েবসাইট হল-

  1. স্ট্যাটিক ওয়েবসাইট এবং
  2. ডায়ানামিক ওয়েবসাইট

আমাদের এই আর্টিকেলের মূল আলোচনার বিষয় যেহেতু নয় সেহেতু আমি এই বিষয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছিনা।কারন এক সাথে সব বিষয়ে আলোচনা করতে গেলে কোন বিষয়েই পরিস্কার ধারনা দেওয়া এবং পাওয়া সম্ভব না।তবে আমি কথা দিচ্ছি খুব শীঘ্রয় আমি আপনাদের সাথে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়ানামিক ওয়েবসাইট কি এবং এই ওয়েবসাইট গুলোর সুবিধা-অসুবিধা গুলো কি কি সেই বিষয়ে বিস্তারিত একটি আর্টিকেল পাবলিশ করব।

শেষ কথা

আমাদের আজকের আর্টিকেলের মূল আলোচনার বিষয় ছিল যে ওয়েবসাইট কি? ওয়েবসাইট কাকে বলে? আমি এই বিষয়ে আর্টিকেলের শুরুতেই আপনাদের সাথে বিস্তারিত তথ্য শেয়ার করেছি এবং একই সাথে কোন ওয়েবসাইট কিভাবে কাজ করে অর্থাৎ, কিভাবে আমাদের ওয়েবসাইট গুলো আমাদের সামনে প্রদর্শন করা হয় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করেছি।আমি আশা করি যে এই বিষয়ে আপনাদের সঠিক তথ্য দিয়ে আমি আপনাদেরকে সাহায্য করতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *