জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘শাহবাগীদের’ দাবিতে যাদের হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে— তাদেরও আবার বিচারে ফিরিয়ে আনা হবে। শাহবাগীদের বিচার চায় জনগণ। আর যেসব ‘শাহবাগী’ সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, জনগণ তাদেরও বিচার চায়।
গতকাল ১৬ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আজ থেকে কয়েক বছর আগে (২৮ অক্টোবর ২০০৬ সাল) আজকের দিনেই আল্লাহর কিছু বান্দাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল। এই বাংলাদেশের পথ খুঁজে পেতে অনেক রক্ত দিতে হয়েছে। আমাদের বন্ধুদের কী অপরাধ ছিল?
তাদের কোনও অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। যারা মেরেছে, এরা মানুষ নয়, এরা পশু। এই মজদুর পরিবারগুলো সেদিন আদালতে গিয়ে বিচার চেয়েছিল, মামলাও দায়ের হয়েছিল। কিন্তু ক্ষমতার গরমে সে মামলা খেয়ে ফেলা হয়েছে। আমরা কথা দিচ্ছি, এই বিচার আবার ফিরিয়ে আনা হবে।
সূত্রঃ দৈনিক জনকণ্ঠ