ডেস্কটপ কম্পিউটারের তুলনায় স্বাভাবিক ভাবেই ল্যাপটপ ব্যাবহারের সময় একটু বেশীই গরম হয়ে থাকে।তবে অনেক সময় আমাদের ল্যাপটপ স্বাভাবিকের চাইতে বেশী গরম হতে দেখা যায়।তখন আমদের চিন্তার শেষ থাকে না।তবে আমরা যদি কিছু সাবধানতা অবলম্বন করে আমাদের ল্যাপটপ ব্যাবহার করি তাহলে আমাদের ল্যাপটপকে আমরা এই অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচাতে পারি।
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা জানবো আমাদের ল্যাপটপ কেন অতিরিক্ত গরম হয় এবং কিভাবে আমরা আমাদের ল্যাপটপকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষা দিতে পারি।তাহলে চলুন আজকের লেখার মূল আলোচনা শুরু করা যাক।
আমাদের ল্যাপটপ কেন গরম হয়?
আমরা যখন ল্যাপটপ ব্যাবহার করি তখন মূলত দুইটি কারনে আমাদের ল্যাপটপ গরম হয়ে থাকে।যখন আমরা ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার ব্যাবহার করি তখন কিন্তু আমাদের ল্যাপটপ/ডেক্সটপ কম্পিউটারের যে প্রসেসরের ফ্যান আছে সেটা অনবরত ঘুরতে থাকে এবং প্রসেসরকে সব সময় ঠাণ্ডা রাখে।যখন এই ফ্যানের বাতাস পুরোপুরি বের না হতে পারে তখনই আমদের ল্যাপটপ গরম হয়ে যায়।আবার আমাদের ল্যাপটপের কনফিগারেশন অনুসারে যতটা ভারী সফটওয়্যার আমরা রান করতে পারব তার চাইতে বেশী ভারী সফটওয়্যার রান করলে তখন আমাদের ল্যাপটপের প্রসেসরের উপরে অতিরিক্ত প্রেশার পরে ফলে আমাদের ল্যাপটপের প্রসেসর অতিরিক্ত গরম হয়ে যায় ফলে আমাদের পুরো ল্যাপটপ গরম হয়ে উঠে।
ল্যাপটপ অতিরিক্ত গরম হলে আমাদের করনীয় কি?
আমরা উপরে ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার প্রধান দুইটি কারন সম্পর্কে জেনেছি।এছারাও আমরা যদি কিছু সাবধানতা অবলম্বন করে চলি তাহলে আমরা আমাদের ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষিত রাখতে পারি।ল্যাপটপ ঠাণ্ডা রাখার জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরন করতে পারেন।
- সব সময় পরিস্কার রাখা
- সমান্তরাল জায়গায় ল্যাপটপ রেখে ব্যাবহার করা
- ল্যাপটপ কুলার ব্যাবহার করা
- ল্যাপটপের সেটিংসে পরিবর্তন আনা
আমরা আমাদের ল্যাপটপকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষিত রাখতে আমাদের কি কি করতে হবে সেই উপায় গুলো সম্পর্কে জানলাম।এখন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে করে আমরা সহজেই আমাদের ল্যাপটপকে ঠাণ্ডা রাখার ব্যাবস্থা গ্রহন করতে পারি।
(১) সব সময় পরিস্কার রাখা
আমাদের বাসা-বাড়ী আমরা যতই পরিস্কার-পরিছন্ন রাখি না কেন সামান্য পরিমাণ হলেও ধূলা-বালি আমাদের ল্যাপটপে প্রবেশ করবেই।আর এই ধূলা-বালি আমাদের ল্যাপটপে থাকা এয়ার কুলারকে তার কাজ সঠিকভাবে করতে দেয় না।আর এই এয়ার কুলার চলতে না পারলে আমাদের ল্যাপটপ অনেক গরম হয়ে উঠে।
আর এই কারনে একটা নির্দিষ্ট সময় পর পড়ে অবশ্যই আমাদের ল্যাপটপকে যথাযথ ভাবে পরিস্কার করতে হবে।তাহলেই দেখবেন আপনার ল্যাপটপ আর গরম হচ্ছে না।
(২) সমান্তরাল জায়গায় ল্যাপটপ রেখে ব্যাবহার করা
আমাদের মাঝে অনেকেই আছে যারা তাদের ল্যাপটপ বেডে বসে পায়ের উপরে রেখে অথবা বিছানায় উপর হয়ে শুয়ে থেকে ব্যাবহার করে থাকে।ল্যাপটপের অতিরিক্ত গরম হয়ে উঠার জন্য আমদের এইই অভ্যাসও অনেকটা দায়ী।আপনি যদি চান যে আপনার ল্যাপটপকে অতিরিক্ত গরম হতে দিবেন না তাহলে অবশ্যই আপানাকে এই অভ্যাস ত্যাগ করতে হবে।এভাবে ল্যাপটপ ব্যাবহার না করে একটি পরিস্কার টেবিলে অথবা যেকোনো সমান্তরাল জায়গায় ল্যাপটপ রেখে ব্যাবহার করতে হবে।সমান্তরাল জায়গায় ল্যাপটপ রেখে ব্যাবহার করলে দেখবেন আপনার ল্যাপটপ আর অইরিক্ত গরম হচ্ছে না।
(৩) ল্যাপটপ কুলার ব্যাবহার করা
আমি এই লেখার উপরের দিকে বলেছিলাম যে ডেক্সটপ কম্পিউটারের চাইতে ল্যাপটপ একটু বেশীই গরম হয়ে থাকে।এর কারন হল ল্যাপটপের আকার আয়তন।ল্যাপটপ সাইজে ছোট হবার কারনে ল্যাপটপকে ঠাণ্ডা রাখার জন্য যে সুবিধা গুলো ল্যাপটপে থাকা জরুরী সেগুলো সেটআপ করা সম্ভব হয়না।ফলে ল্যাপটপ গরম হয়ে যায়।
এই সমস্যা সমাধানের জন্য আপনাকে ল্যাপটপ ঠাণ্ডা করার কুলার ব্যাবহার করতে হবে।বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ল্যাপটপ কুলার কিনতে পাওয়া যায়।
আরও পড়ুনঃ স্মার্টফোন গরম হলে কি করা উচিত? (কার্যকরী ৯ টি পদক্ষেপ)
(৪) ল্যাপটপের সেটিংসে পরিবর্তন আনা
আপনি যখন ল্যাপটপ কিনেছিলেন তখন অবশ্যই আপনার ল্যাপটপে আপনি কি কি কাজ করবেন সেই অনুসারে কনফিগারেশন দেখে কিনেছিলান।এখন যদি আপনি আপনার ল্যাপটপে তার চাইতে বেশী ধারন ক্ষমতা সম্পন্ন কোন কিছু করার চেষ্টা করেন তাহলে সেটা আপনার ল্যাপটপের প্রসেসরের উপরে অতিরিক্ত চাপ ফেলবে এটাই স্বাভাবিক।আর প্রসেসর অতিরিক্ত গরম হলে আপনার পুরো ল্যাপটপও গরম হবে এটাও স্বাভাবিক।
এখন যদি আপনার ল্যাপটপ এই কারনে অতিরিক্ত গরম হয় তাহলে আপনার উচিত হবে আপনার ল্যাপটপ লোড নিতে পারবে না এমন কোন সফটওয়্যার,গেম,ভিডিও এডিটিং ইত্যাদি আপনার ল্যাপটপে চালু না করা।আবার আপনার ল্যাপটপে যদি এমন কোন প্রোগ্রাম চালু থাকে যেগুলো আপনি ব্যাবহার করেন না কিন্তু আপনার ল্যাপটপে ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে থাকে।তাহলে সেই প্রোগ্রাম গুলো ডিসেবল করে রাখতে পারেন অথবা সম্পূর্ণ আনইন্সটল করে দিতে পারেন।
শেষ কথা
আমার আজকের এই পোস্টের মাধ্যমে আমাদের ল্যাপটপ কেন অতিরিক্ত গরম হয় এবং অতিরিক্ত গরম হওয়া জন্য আমরা কি কি পদক্ষেপ নিলে আমাদের ল্যাপটপ আর গরম হবে না সেই সম্পর্কে জানলাম।আমি আশা করি আপনি যদি এই পরামর্শ গুলো মেনে ল্যাপটপ ব্যাবহার করেন তাহলে আপনার ল্যাপটপ কখনো আর অতিরিক্ত গরম হবে না।