সর্বশেষ সংবাদ

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল নিয়ে আসলো ডিপমাইন্ড

ওপেন এআই এর চ্যাট জিপিটি নিয়ে চারদিকে এত গুঞ্জন যে মানুষ অন্য এআই ল্যাঙ্গুয়েজ মডেল গুলোর কথা ভুলে গিয়েছে।ভুলে যাওয়ার অবশ্য কারনও আছে।এরই মধ্য চ্যাট জিপিটি কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে তাঁর কর্ম দক্ষতা দিয়ে।আমিও চ্যাট জিপিটি নিয়ে বেশ কয়েকটা আর্টিকেল লিখেছি আমার সাইটে।

তবে বিশ্বের বড় টেক জায়ান্ট গুগল দাবী করছে তাঁদের তৈরি করা এআই ল্যাঙ্গুয়েজ মডেল ডিপমাইন্ড শুধু চ্যাট জিপিটিকে নয় বরং যত এআই ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল আছে তাঁদের পিছনে ফেলতে সক্ষম।এবং তাঁরা হবে সবচাইতে বড় এআই ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল।এমনকি তাঁদের তৈরি করা এই ডিপমাইন্ড নাকি চ্যাটজিপিটিকেও হারিয়ে দিতে সক্ষম হবে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে যে গুগল এর তৈরি করা এই ডিপমাইন্ড মূলত আলফাগো টেকনিক ব্যবহার করে তৈরি করা হয়েছে।আরও একটা মজার তথ্য হল এই ডিপমাইন্ডই একমাত্র এআই যে কিনা কোন সরাসরি মানুষ দাবা খেলোয়াড়কে হারিয়ে দিতে পেরেছে।যদি তাঁদের সকল পরিকল্পনা ঠিকঠাক মত এগিয়ে যায় তাহলে তাঁদের জেমিনি যেকোনো ধরনের জটিল টেক্সটকেও বিশ্লেষণ করতে পারবে বলে দাবী করে তাঁরা।

এদিকে ডিপমাইন্ডের সিইও সিইও ডেমিস হাসাবিস বলছেন, অনেকেই মনে করে আমাদের জেমিনি মূলত আলফাগো থেকে কিছু কিছু বিষয় ব্যবহার করেছে।তবে আমরা এটা স্বীকার করি যে বড় ধরনের ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করার জন্য আলফাগোর অনেক বড় সুবিধা রয়েছে।

এদিকে বড় বড় টেক বিশেষজ্ঞরা মনে করেন, গুগলের কনফারেন্সে জেমিনির বিষয়ে আমরা যে সামান্য তথ্য জেনেছি সেটুকুই যদি বাস্তবায়ন করা হয় তাহলে বর্তমানে বড় বড় ল্যাঙ্গুয়েজ মডেলের যে সমস্যা গুলো রয়েছে সেগুলোর সমাধান করে ফেলা সম্ভব হবে।

বর্তমানে গুগল ডিপমাইন্ডের রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে (মানুষের কাছে থেকে শিখে শক্তিশালী হওয়ার শিক্ষা) যুক্ত হবার অনেক সুযোগ আছে।তবে গুগলের কাছে জেমেনি এই মুহূর্তে সব চাইতে গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট।তাঁরা গুগল বার্ডে যে ভুল গুলো করেছিল এবং যে যে বিষয়ে গুগল বার্ডে অসম্পূর্ণ ছিল সেই বিষয় গুলো সমাধানের জন্য এই মুহূর্তে গুগলের বড় কর্মকর্তারা তাঁদের জেমেনি প্রজেক্টকে অধিকতর গুরুত্ব সহকারে দেখছে।

ডিপমাইন্ড নিয়ে আসার জন্য গুগল যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটি পড়তে পারবেন এখানে ক্লিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *