সর্বশেষ সংবাদ

আসিফ নজরুলকে নিয়ে গোলাম রব্বানী ফেসবুকে যা লিখল

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী আজকে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নুজ্রুল কে নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন। পাঠকদের সুবিধার জন্য নিচে গোলাম রাব্বানীর সেই ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হল।

তো স্যার, যেহেতু বিগত ৬ মাস যাবত আপনি আইন করার সুনির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ….

নিশ্চয়ই আইন করেছেন এবং প্রয়োগ নিশ্চিত করছেন, যে…

# উপদেষ্টাগণ সবাই দেশেই চিকিৎসা নিচ্ছেন। একদম সব সরকারি মেডিকেলে!
# কোন উপদেষ্টার সন্তান, সমন্বয়ক বা তাদের পরিবার ক্ষমতা, চাকরি বা ব্যবসায় সরকারের সাথে সংশ্লিষ্ট নেই। পত্রপত্রিকা ও সোস্যাল মিডিয়ার খবর সব ভুয়া!
# সকল উপদেষ্টা সপ্তাহে একদিন গণপরিবহন (হেলিকপ্টার, লাল গালিচার ভাসমান ভেকু ইত্যাদি) চড়ছেন!
# প্রধান উপদেষ্টাসহ কোন উপদেষ্টা রাস্তায় একটি যানবাহনও থামিয়ে রাখছেন না! সবাই ঘন্টা অবধি জ্যামেই অপেক্ষা করেন।
# অতি জরুরী ছাড়া কেউ বিদেশ ভ্রমণে কোন সফরসঙ্গী নিচ্ছেন না।
# কোথাও কাউকে মহামান্য বা মাননীয় উপদেষ্টা বলতে হচ্ছে না। সচিবালয়ের লিফটম্যানও বলছেন, আসুন, জনাব আসিফ নজরুল!
# জনগণের টাকায় করা কিছু উদ্বোধন বা সাহায্য করতে কোথাও নিজেদের নাম নাই! (উপদেষ্টাদের নামফলকগুলো আর উপদেষ্টা ও সমন্বয়কদের কম্বল বিতরণ এগুলো আসলে তাদের নিজেদের টাকায় করা হয়েছে )
# সকল উপদেষ্টা, সমন্বয়ক, গভর্নর সহ ক্ষমতা সংশ্লিষ্ট সবার ও পরিবারের সকল সম্পত্তি ও আয়ের বিবরণ স্বপ্রণোদিত হয়ে জনগণকে জানিয়েছেন। এই যেমন, সরকারি উদ্যোগেই তো পত্রিকা মারফত দুবাইয়ে গভর্নর সাহেবের মেয়ের কিছু আর্থিক বিবরণ পাওয়া গেলো!
# দুদকের একটি স্বাধীন ইউনিট শুধুমাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন! (তাকিয়ে থেকে থেকে দুদকের চোখ ব্যাথা ও দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে!)
স্যার ক্ষমতা ও আইন প্রয়োগ নিশ্চিত করে ইতিমধ্যেই সকল চোর, ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, দখলবাজ, সিন্ডিকেট করা লুটেরাদের জীবন নরক বানিয়ে ফেলেছেন, তাদের সবার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা!

কথা ও কাজে এমন অসাধারণ মিল! অশেষ ধন্যবাদ স্যার!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *