কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরকীয়ায় বাধা দেওয়ায় মো. মঈনুদ্দিন (৪২) নামের এক প্রবাসীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছেন তার স্ত্রী। শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ভোট হাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত মঈনুদ্দিন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঈনুদ্দিন দীর্ঘদিন সিঙ্গাপুরে থাকার সুবাদে তার স্ত্রী সোমা স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক সপ্তাহ আগে মঈনুদ্দিন দেশে ফিরে স্ত্রীর পরকীয়ার বিষয়ে জানতে পারেন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগ পেলে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।