সর্বশেষ সংবাদ

ইডি অফিসারের বাড়ি থেকে নোটের ‘পাহাড়’ উদ্ধার করল সিবিআই

ইডি অফিসারের বাড়ি থেকে নোটের ‘পাহাড়’ উদ্ধার করল সিবিআই। অভিযোগ, ঘুষের টাকা নিজের বাড়ি এবং দফতরে গচ্ছিত রেখেছিলেন ওই ইডি কর্তা। তিনি পলাতক। তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

হিমাচল প্রদেশের শিমলার ঘটনা। সেখানকারই বাসিন্দা অভিযুক্ত ইডি অফিসার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহকারী ডিরেক্টর পদে রয়েছেন তিনি। সিবিআইয়ের চণ্ডীগড়ের দফতরে সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ আইনে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু করেই অভিযুক্তের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা।

সংবাদমাধ্যমকে এক সিবিআই আধিকারিক জানিয়েছেন, ওই ইডি কর্তা এবং তাঁর ভাই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের তিন বছর আগের একটি মামলায় অভিযুক্ত। তাঁদের দু’জনের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেই তদন্তের সূত্রেই শিমলায় ইডি কর্তার বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা। তিনি বাড়িতে ছিলেন না। তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে।

সিনিয়র এক সিবিআই আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ইডি কর্তার হেফাজত থেকে মোট ১ কোটি ১০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তার মধ্যে প্রথম দফার তল্লাশিতে পাওয়া গিয়েছিল ৫৪ লক্ষ টাকা। ঘুষ হিসাবে যা তিনি নিয়েছিলেন বলে দাবি। ওই দিনই তাঁর ভাইকে হেফাজতে নেয় সিবিআই। একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়। ছোটা শিমলার স্ট্রবেরি হিল্‌সের রানি ভিলায় ইডি কর্তার বাড়িতে হানা দিয়ে এর পর আরও ৫৬ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শিমলায় ইডি দফতরেও গিয়েছিল সিবিআইয়ের একটি দল। ওই অফিসারের দফতর থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। চণ্ডীগড় এবং শিমলার সিবিআই আধিকারিকদের যৌথ দল এই অভিযান চালিয়েছে। কিন্তু এখনও অভিযুক্তের সন্ধান মেলেনি।

খবরের সোর্স: আনন্দ বাজার অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *