সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল বিধায়ক

২০২৫ সালের ডিসেম্বরেই ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। মমতার দলের এই বিধায়ক জানান, ২০২৫ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মসজিদের শিলান্যাস করা হবে। এতে প্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মসজিদ নির্মাণ করা হবে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায়।

সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র সাম্প্রদায়িক সংঘর্ষ। ফলে এই এলাকায় ‘বাবরি মসজিদের’ নির্মাণের ঘোষণায় তৈরি হয়েছে বিতর্ক।

ভারতীয় রাজনীতিতে অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে বিতর্ক বহুদিনের। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই জায়গায় তৈরি হয়েছে রামলালার মন্দির। সেই দিনটিকে স্মরণে রেখেই ২০২৫ সালের ৬ ডিসেম্বর ‘বাবরি মসজিদের’ শিলান্যাস করা হবে বলে ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘আমি ইসলাম ধর্ম মানি। আমার মসজিদ বানানোর অধিকার আছে। কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না।’

হুমায়ূন বলেন, অযোধ্যায় বাবরি মসজিদ ছিল। সেই জায়গাটা সুপ্রিম কোর্ট রামলালার জায়গা বলে রায় দিয়েছেন। আমাদের কোনো আপত্তি নেই। ২০২৫ সালে বাবরি মসজিদের শিলান্যাস করব বেলডাঙায়। জায়গা খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে। বাবরির আদলে প্ল্যানিং করার জন্য বলেছি কয়েকজন ইঞ্জিনিয়ারকে। জায়গা দরকার ৮ থেকে ১০ বিঘা। ট্রাস্ট টাকা দিয়ে জায়গা কিনবে।’

মসজিদের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। তিনি জানান, ‘৩ থেকে ৪ বছর লাগবে মসজিদ নির্মাণ শেষ হতে। ২০২৯ সালের লোকসভা ভোটের পর উদ্বোধন করব।’

বিষয়টির সমালোচনা করে বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ বলেন, ‘হুমায়ুন কবীর যিনি নিজের দলেই সম্মান পান না, ধমক খান। তার কথার উত্তর দেওয়া অপ্রাসঙ্গিক। মুর্শিদাবাদ জেলায় আমরা রামমন্দিরের অনুকরণে মন্দির তৈরি করতে চাইছি। ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে রামমন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি। অযোধ্যার মতো মুর্শিদাবাদে রামমন্দির বানাব, জানুয়ারি থেকে কাজ শুরু করা হবে। সব রাজনৈতিক নেতাদেরই আহ্বান জানাচ্ছি। করসেবার মাধ্যমেই শুরু করব এই কাজ।’

সুত্রঃ সমকাল পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *