নিজেকেই ছয়-ছয়বার চাবুক মারলেন তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আনামালাই। আর সেই চাবুক মারার ভিডিও রীতিমত সামাজিক মাধ্যমে ভাইরাল।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা এমনই এক চমকপ্রদ ভিডিওতে দেখা গেছে, আনামালাই একটি সবুজ রঙের লুঙ্গি পরে উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে আছেন। আর তার হাতে একটি বড় চাবুক। সমর্থকদের উল্লাসধ্বনি ও স্লোগানের মধ্যে তিনি নিজেকে ছয়বার চাবুক মারেন।
তবে সপ্তমবার মারার সময় এক বয়স্ক সমর্থক দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন এবং তার চাবুক চালানো আটকে দেন।
জানা গেছে, তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আনামালাই শুক্রবার সকালে নিজেকে ছয়বার চাবুক মেরে প্রতিবাদ জানিয়েছেন।
কেন এই আত্মদণ্ড?
কারণ হিসেবে জানা গেছে, বিজেপির এই সিনিয়র নেতা বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা দিয়েছিলেন যে, একটি বৃহৎ প্রতিবাদ কর্মসূচি শুরু করার জন্য তিনি নিজেকে ছয়বার চাবুক মারবেন। এই কর্মসূচিতে ৪৮ দিনের উপবাস ও খালি পায়ে হাঁটার প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে। যার লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু রাজ্যের শাসক দল ডিএমকে-কে পরাজিত করা।
এ বিষয়ে আনামালাই সাংবাদিকদের বলেন, ‘তামিল সংস্কৃতি বোঝেন এমন যে কেউই এ বিষয়টি (এই আত্মদণ্ড) বুঝতে পারবেন। নিজেদের শাস্তি দেওয়া… এটি এই সংস্কৃতিরই অংশ’।
#WATCH | Coimbatore | Tamil Nadu BJP president K Annamalai self-whips himself as a mark of protest to demand justice in the Anna University alleged sexual assault case. pic.twitter.com/ZoEhSsoo1r
— ANI (@ANI) December 27, 2024
বিজেপি নেতা ব্যাখ্যা করে বলেন, ‘এটি কোনো ব্যক্তি বা বিষয়ের বিরুদ্ধে নয়। বরং রাজ্যে যে ধারাবাহিক অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে। সম্প্রতি আন্না বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা কেবল শুরু। গত তিন বছরে সাধারণ মানুষ, নারী ও শিশুদের বিরুদ্ধে যে ধারাবাহিক অন্যায় হয়েছে এবং দুর্নীতি চলছে…‘।
‘এ জন্যই গতকাল আমি ঘোষণা করেছিলাম যে, আমরা এই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি… যে পথে আমাদের পূর্বপুরুষরা হেঁটেছেন, নিজেদের চাবুক মেরে এবং দণ্ড দিয়ে…।’
প্রতিবাদের পটভূমি
এমন প্রতিবাদের সূত্রপাত চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে, চলতি সপ্তাহে এক ছাত্রীর ওপর ভয়াবহ যৌন নির্যাতন এবং তার পুরুষ বন্ধুকে মারধরের ঘটনার প্রেক্ষিতে। এ ঘটনায় ৩৭ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যিনি রাস্তার পাশে খাবারের দোকান চালাতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তি অপরাধ স্বীকার করেছেন।
এ ঘটনা ক্ষমতাসীন ডিএমকে সরকারের বিরুদ্ধে বিজেপি এবং এআইএডিএমকের মধ্যে একটি রাজনৈতিক দ্বন্দ্ব উস্কে দিয়েছে।
বিজেপি নেতা আনামালাই বুধবার ডিএমকে প্রশাসনের সমালোচনা করে বলেছেন, ‘রাজ্যটি অবৈধ কার্যকলাপের প্রজননক্ষেত্র এবং অপরাধীদের জন্য অভয়ারণ্যে পরিণত হয়েছে’।
সূত্র: এনডিটিভি