সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টাকে যা বলল শায়খ আহমাদুল্লাহ

ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, আমাদের দেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন, এ লক্ষ্যে সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতারাও নিরলস কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টাকে আমরা এই বার্তাটি দিতে চেয়েছি যে, আমরা ঐক্যবদ্ধ আছি।

বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া ধর্মীয় নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেক গণ্যমান্য আলেম ও ধর্মীয় নেতারা বৈঠকে ছিলেন। প্রত্যেকেই আমাকে বলেন- চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড এবং ফরিদপুরে মসজিদের দুই নির্মাণ শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হলেও গোটা দেশের মুসলমান অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে। আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি এটি ধরে রাখবার সংগ্রামও চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *