আমি এর আগের আর্টিকেলে কিভাবে একটি ভালো ডোমেইন নাম নির্বাচন করা যায় সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম।এবং আমি আশা করি আপনারা সেই আর্টিকেল পড়ে অবশ্যই আপনাদের জন্য একটি সেরা ডোমেইন নাম পছন্দ করেছেন।
এখন যেহেতু আপনি আপনার পছন্দের ডোমেইন নামটি কিনে নিয়েছেন সেহেতু আপনাকে এখন একটি হোস্টিং কিনতে হবে।হোস্টিং কেনার ক্ষেত্রে আপনি আমাদের বাংলাদেশী অথবা বাহিরের যেকোনো হোস্টিং সেবা প্রদান করে অবশ্যই এমন যেকোনো ভালো কোম্পানি থেকে হোস্টিং কিনে নিবেন।
হোস্টিং কেনার পর আপনাকে ডোমেইনের সাথে হোস্টিংকে কানেক্ট করে আপনার ওয়েবসাইট লাইভ করতে হবে।আমি আজকের আর্টিকেলে কিভাবে ডোমেইনকে হোস্টিং এর সাথে কানেক্ট করতে হয় সেই ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।
কিভাবে হোস্টিং এর সাথে ডোমেইন কানেক্ট করবেন?
আপনি যখন হোস্টিং কিনতে যাবেন তখন আপনাকে সেখানে আপনার ডোমেইন নাম দিয়ে হোস্টিং কিনতে হবে এবং আপনি হোস্টিং কেনার সময়ে যে ডোমেইন নামটি দিবেন তখন হোস্টিং কোম্পানি সেটাকে আপনার প্রাইমারি ডোমেইন হিসাবে ধরে সেই ডোমেইনকে হোস্টিং এর মূল ডোমেইন হিসাবে অ্যাড করে দিবে এবং আপনাকে কন্ট্রোল প্যানেলের সকল ইনফর্মেশন মেইল করে জানিয়ে দিবে।একই সাথে আপনাকে আপনার হোস্টিং এর ডিএনএস জানিয়ে দেওয়া হবে।ডিএনএস দেখতে অনেকটা ns1.hostingserver.com,ns2.hostingserver.com এই রকমের হয়ে থাকে।এখন এখানে একেক হোস্টিং কোম্পানি একেক রকম ভাবে এটা ব্যাবহার করে থাকে।তবে মেইলে লিখে দেওয়া হয় যে আপনার ডিএনএস কোনগুলো।
এখন হোস্টিং কোম্পানি আপনাকে যে ডিএনএস দিবে সেই ডিএনএস আপনার ডোমেইনে বসিয়ে দিতে হবে।বেশীরভাগ হোস্টিং কোম্পানি কমপক্ষে ২ টা ডিএনএস এবং মাক্সিমাম ৪ টা ডিএনএস ব্যাবহার করে থাকে।আপনার প্রাথমিক ডোমেইন এর জন্য এই কাজটুকু করলেই আপনার ডোমেইনটি সম্পূর্ণ আপনার হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে যাবে।এর জন্য আপনাকে অবশ্য কিছু সময় (সর্বচ্চো ৭২ ঘণ্টা) অপেক্ষা করতে হবে।
ডিএনএস অ্যাড করার পরে ডোমেইন আপনার হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে গেলে এখন আপনি যে সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার) ব্যাবহার করে সাইট তৈরি করতে চান সেই সিএমএসটি আপনার সিপ্যানেল থেকে ইন্সটল করে নিতে হবে।বেশীরভাগ মানুষ তাদের ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যাবহার করে থাকে।কিভাবে সিপ্যানেল হোস্টিং ব্যাবহার করে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় সেই বিষয়ে আমি এর পরের আর্টিকেল লিখব বিধায় এটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছিনা।
আপনার পছন্দের সিএমএস ইন্সটল করার পরে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থেকে প্রয়োজনীয় থিম এবং প্লাগইন্স ইন্সটল করতে হবে এবং একই সাথে দরকারি পেজ এবং ওয়েবসাইটটি সুন্দর করে সাজিয়ে নিলেই আপনার সাইটটি ব্যাবহার করার উপযোগী হয়ে যাবে।
কিভাবে সি-প্যানেলে অ্যাডঅন ডোমেইন অপশন ব্যাবহার করে আপনার ডোমেইন কানেক্ট করবেন?
আমরা যখন কোন হোস্টিং প্যাকেজ কিনি তখন সেই হোস্টিং কোম্পানি আমাদেরকে একই হোস্টিং এর আওতায় আমাদের আরও কিছু ডোমেইন অ্যাড করার সুযোগ দেয়।এবং এই অতিরিক্ত ডোমেইন এড করার সুবিধাকে অ্যাডঅন ডোমেইন বলা হয়ে থাকে।আপনি কত গুলো ডোমেইন অ্যাডঅন ডোমেইন হিসাবে আপনার হোস্টিং এ অ্যাড করতে পারবেন সেটা আপনার হোস্টিং প্যাকেজের উপরে নির্ভর করে।বেশীরভাগ কোম্পানি অ্যাডঅন ডোমেইন হিসাবে কমপক্ষে ৩ টা ডোমেইন অ্যাড করার সুযোগ প্রদান করে।যে হোস্টিং কোম্পানি আপনাকে অ্যাডঅন ডোমেইন অ্যাড করতে দিবে না তাদের সার্ভিস কখনো কিনবেন না। (আমি নিজেও কিনিনা)।
আপনি যদি আপনার কোন ডোমেইন আপনার হোস্টিং প্যাকেজে অ্যাডঅন ডোমেইন হিসাবে অ্যাড করতে চান তাহলে আগের মতই সেই ডোমেইনে আপনার হোস্টিং এর ডিএনএস অ্যাড করে নিয়ে তারপরে অ্যাডঅন ডোমেইন হিসাবে অ্যাড করতে হবে।
সি-প্যানেল হোস্টিং ব্যাবহার করে নিচের স্টেপ গুলো অনুসরণ করে অ্যাডঅন ডোমেইন অপশনের মাধ্যমে ডোমেইন অ্যাড করা যাবে-
- প্রথমে আপনাকে আপনার মেইন ডোমেইনের সি-প্যানেলে লগিন করে নিতে হবে
- এরপরে আপনাকে উপরের ছবির মত অ্যাডঅন ডোমেইন অপশনটি খুঁজে বের করতে হবে।এটা আপনি সি-প্যানেলের সার্চ বক্সে Addon Domain লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
- অ্যাডঅন ডোমেইন অপশন খুঁজে পেলে অ্যাডঅন ডোমেইন লেখায় ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে সেখানে নিচের ছবির মত প্রথম খালি বক্সে আপনার ডোমেইন নাম দিয়ে নিচে থাকা অ্যাড ডোমেইনে ক্লিক করলেই আপনার ডোমেইনটি অ্যাডঅন ডোমেইন হিসাবে আপানার হোস্টিংয়ে অ্যাড হয়ে যাবে।
- এখন আগের মত করে আপনার পছন্দের সিএমএস ব্যাবহার করে নতুন ডোমেইনের জন্য ওয়েবসাইট তৈরি করা যাবে।
আরও পড়ুনঃ ডোমেইন নাম কেনার আগে যে বিষয় গুলো অবশ্যই চেক করে নিবেন
আমার শেষ কথা
আমাকে আমাদের ফেসবুক গ্রুপে অনেকেই (অবশ্যই তারা নতুন) জিজ্ঞাসা করেছিল যে কিভাবে সি-প্যানেল হোস্টিংয়ে মেইন ডোমেইন অ্যাডঅন ডোমেইন অ্যাড করতে হয়?আমি তাদের করা প্রশ্ন এবং আমার গতকালের পোস্টের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে সি-প্যানেলে ডোমেইন অ্যাড করার বিষয়ে এই আর্টিকেল লিখেছি এবং আমি আশা করি যে এই আর্টিকেলটি হোস্টিংয়ে ডোমেইন অ্যাড করার ব্যাপারে সকলের জন্য অনেক উপকারী একটি আর্টিকেল হবে।