৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা পোস্ট ও আলোচনার সৃষ্টি হয়েছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ফেসবুকে এই ক্যাম্পেইন শুরু হয়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, “এটা মুজিববাদের কবরের ঘোষণা।” ৩১ ডিসেম্বর শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা করে তিনি আরো উত্তেজনা সৃষ্টি করেন। একই দিনে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও পোস্ট দিয়ে নতুন জল্পনার জন্ম দেন।
বাংলাদেশের অন্তবর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, “Comrades Now or Never”। নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের ফেসবুকে লিখেন, ‘৩১ ডিসেম্বর! শহীদ মিনার, বিকাল ৩টা এখনই সময়, বাংলাদেশের জন্য।’
এছাড়াও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “এ বছরই হবে। ৩১ ডিসেম্বর, ইনশাআল্লাহ!” অন্যান্য সদস্যরাও ৩১ ডিসেম্বরের ঘটনার ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
সূত্র: দৈনিক জনকণ্ঠ