মেটার তৈরি করা থ্রেডসে এই মুহূর্তে যে ফিচার গুলো নেই

ইলন মাস্কের টুইটারের আদলে মেটার তৈরি করা মাইক্রো ব্লগিং এর অ্যাপ উন্মুক্ত করা হয়েছিল গত ৬ জুলাই।এই অ্যাপ উন্মুক্ত করার প্রথম সাত ঘণ্টার মধ্য প্রায় এক কোটি ব্যবহারকারী থ্রেডসে যোগ দেন।অনেকেই থ্রেডসেকে টুইটারের চাইতে ভালো বলছেন আবার কেউ কেউ খারাপই বলছেন।আবার টুইটারের মালিক ইলন মাস্ক সরাসরি দাবী করছেন যে মেটা তাঁদের টুইটারকে সম্পূর্ণ নকল করছে এবং মেটা টুইটারের কিছু পুরাতন কর্মীকে দিয়ে এই কাজ করিয়েছেন।তবে তাঁর এই দাবী মেটা সরাসরি নাকচ করে দিয়ে বলেছে থ্রেডস অ্যাপ তৈরি করেছে তাঁদের ইন্সটাগ্রামের ডেভলপাররা।

সে যাই হোক আমরা এই তর্ক-বিতর্কে না যেয়ে আমরা এমন কিছু ফিচার সম্পর্কে জানব যেগুলো এই মুহূর্তে মেটার তৈরি করা এই থ্রেডসে নেই।তবে আশা করা যায় খুব শীঘ্রই এই সুবিধা গুলো থ্রেডসেও চালু করা হবে।কারন যখন কোন নতুন প্লাটফর্ম চালু করা হয় সেটায় অনেক কিছুই থাকে না এবং পরিবর্তিতে সেগুলো ধীরে ধীরে উন্নত করা হতে থাকে।

ইমোজি ব্যবহার করার সুযোগ নেই

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট গুলোতে মনের ভাব প্রকাশ করতে আমারা প্রায়ই ইমোজি ব্যবহার করে থাকি।আর একজন ব্যবহারকারীই জানেন যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ/ওয়েবসাইটে ইমোজি থাকাটা কতটা প্রয়োজনীয়।আর এই মুহূর্তে আপনি যদি মেটার তৈরি করা এই অ্যাপসের মাধ্যমে কোন কিছু লিখতে/পোস্ট করতে যান তাহলে আপনি চাইলেও কোন ইমোজি ব্যবহার করতে পারবেন না।কারন থ্রেডসে ইমোজি অপশনই যুক্ত করা হয়নি।তবে আশা করা যায় এটা খুব দ্রুত যুক্ত করা হবে।

হ্যাশট্যাগ নেই

আমরা যখন ফেসবুক অথবা টুইটারে কোন কিছু লিখি তখন চাইলেই আমরা সেই লেখার সাথে সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি।এছারাও যখন কোন সোশ্যাল মিডিয়া পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করা হয় তখন আমরা সেই হ্যাশট্যাগে ক্লিক করে খুব সহজে সেই হ্যাশট্যাগ রিলেটেড পোস্ট গুলো খুঁজে পেতে পারি।এছারা হ্যাশট্যাগের সাহায্যে খুব সহজেই আমরা যেকোনো ট্রেন্ডিং টপিক সম্পর্কে বুঝতে পারি অথবা হ্যাশট্যাগের মাধ্যমে যেকোনো ট্রেন্ডিং টপিক খুঁজে পেতে পারি।

যেহেতু থ্রেডসে হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগ নেই সেই কারনে আমরা চাইলেও একই ধরনের পোস্ট/লেখা খুঁজে বের করতে পারবনা আবার হ্যাশট্যাগ না থাকার কারনে আমরা ট্রেন্ডিং টপিক গুলোও খুঁজে পাবনা।তবে আশা করা যায় মেটা তাঁদের মাইক্রোব্লগিং এর অ্যাপস থ্রেডসে খুব শীঘ্রয় হ্যাশট্যাগ সুবিধা চালু করবে।

ছবির অল্ট টেক্সট সম্পাদন করা যাবে না

আপনি চাইলেই কোন ছবিতে অল্ট টেক্সট ব্যবহার করতে পারবেন না।এই সুবিধার মাধ্যমে মূলত  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা ছবি এবং মানুষের তোলা ছবি আলাদা করা সহজ হয়।তবে মেটা এই সুবিধা এই মুহূর্তে থ্রেডসে রাখেনি তবে আশা করা যায় খুব শীঘ্রয় এই সুবিধা মেটা চালু করবে।

ইন্সটাগ্রাম ছাড়া ব্যবহার করা যায় না

আপনি যদি মেটার তৈরি করা মাইক্রোব্লগিং অ্যাপস থ্রেডস ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে।ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট না থাকলে আপনি তাঁদের এই অ্যাপস এই মুহূর্তে ব্যবহার করতে পারবেন না।তবে আশা করা যায় খুব শীঘ্রয় মেটার তৈরি থ্রেডস অ্যাপসটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ছারাও সরাসরি সাইনআপ করে ব্যবহার করার সুবিধা চালু হবে।