সর্বশেষ সংবাদ

দুই চোর চুরি করতে এসে নারীর হাতে ধরা পড়ল

দিনের বেলায় এক ভাড়াটিয়ার ঘরের দরজার তালা ভেঙে চুরি করতে ঢুকেছিল দুই চোর। পরে কৌশলে তাদের আটকে পুলিশে সোপর্দ করেছেন ওই ঘরের ভাড়াটিয়া নারী। পরে মামলাও করেছেন তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার খোকসা থানা সদরের স্কুলপাড়ার শাজাহান মাস্টারের দোতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া ইউটিউবার মুন্নি আক্তার কণার বাসায় এ ঘটনা ঘটে।

মুন্নি আক্তার বলেন, সকালে ছাদে রোদে বসে সংসারের কাজ করছিলাম। স্বামী ছিলেন বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে। হঠাৎ তালা ভাঙার শব্দ শুনতে পাই। দ্রুত ছাদ থেকে নেমে আসি। এসে দেখি ঘরের তালা ভাঙা। পরে ঘরের মধ্যে চোরদের দেখে কৌশলে দরজা আটকে দিই। এ সময় একজন বেরিয়ে যায়। তাকেও বাড়ির কলাপসিবল গেটে আটকে চিৎকার দিই।

চোরদের আটকাতে গিয়ে ডান হাতে আঘাত পেয়েছেন মুন্নি। তার একটি সোনার আংটি ও ১৫ হাজার টাকা খোয়া গেছে।

জানা গেছে, মুন্নি ২০০৮ সালে এসএসসি পাস করার পর সংসার জীবন শুরু করেন। শখের বশে কয়েক বছর আগে ‘আমার রান্না’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিয়মিত রান্না বিষয়ক ভিডিও আপলোড করেন।

খোকসা থানার ওসি শেখ মাঈনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তালা ভেঙে চুরির উদ্যোগ নিয়েছিল। ভাড়াটিয়া নারীর সাহসিকতায় দু’জনকে ধরা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *