ব্যাংক এশিয়া বেশ কিছুদিন আগের ফ্রিল্যান্সারদের আয় করা বৈদেশিক অর্থ সহজে দেশে নিয়ে আসার জন্য স্বাধীন মাষ্টারকার্ড নামের একটি কার্ড চালু করে।এই কার্ড ব্যবহার করে একজন ফ্রিল্যান্সার খুব সহজেই কোন রকমের ঝামেলা ছাড়াই বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস থেকে অর্জিত ডলার তার কাছে থাকা স্বাধীন মাষ্টারকার্ডে নিয়ে আস্তে পারে।
কিন্তু এই কার্ড নিয়ে অনলাইনে তেমন কথা বলা হয়নি!আজকের এই লেখায় আমি আপনাদের সাথে ব্যাংক এশিয়ার স্বাধীন মাষ্টারকার্ড কি এবং কেন আপনার স্বাধীন মাষ্টারকার্ড ব্যবহার করা উচিত সেই বিষয়ে একটি ধারনা দেওয়ার চেষ্টা করব।পাশাপাশি ব্যাংক এশিয়ার স্বাধীন মাষ্টারকার্ডের সুবিধা গুলো সম্পর্কে আলোচনা করব এবং স্বাধীন মাষ্টারকার্ড পেতে হলে আপনার কি কি ডকুমেন্টস দরকার হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করব।
স্বাধীন মাষ্টারকার্ড কি?
ব্যাংক এশিয়া বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সহজে আন্তর্জাতিক মার্কেট প্লেস গুলো থেকে যে মাষ্টারকার্ড চালু করেছে সেটার নাম হল স্বাধীন মাষ্টারকার্ড।ফ্রিল্যান্সাররা এই কার্ডের সাহায্যে তাঁরা যেসব মার্কেট প্লেসে কাজ করে সেগুলো থেকে ডলার কারেন্সির পেমেন্ট এই কার্ডের মাধ্যমে গ্রহন করতে পারবে।স্বাধীন মাষ্টারকার্ড একটি ডুয়াল কারেন্সির মাষ্টারকার্ড।
স্বাধীন মাষ্টারকার্ড নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?
যেকোনো ব্যাংক থেকে মাষ্টার কার্ড অথবা ভিসা কার্ড নিতে গেলে অবশ্যই আপনাকে তাঁদের চাহিদা অনুসারে কিছু ডকুমেন্টস সরবরাহ করতে হবে।ঠিক তেমনি স্বাধীন মাষ্টারকার্ড নিতে চাইলেও আপনাকে ব্যাংক এশিয়ার চাহিদা অনুসারে নিচের ডকুমেন্টস গুলো জমা দিতে হবে।
- স্বাধীন মাষ্টারকার্ড নেওয়ার আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে।
- আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আবেদন ফরমের সাথে যুক্ত করে দিতে হবে।
- আপনার টিআইএন সার্টিফিকেট এবং আপনার ট্যাক্স রিটার্ন জমার কপি সংযুক্ত করতে হবে।
- সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- আপনাকে ফ্রিল্যান্সার হিসাবে চিহ্নিত করা যাবে এমন যেকোনো ডকুমেন্টস প্রয়োজন হবে।যেমনঃ বায়ারের কাজের অর্ডার কপি,যে মার্কেট প্লেসে কাজ করেন সেই মার্কেট প্লেসের আইডি নাম্বার অথবা পেমেন্ট রিসিট।
উপরের ডকুমেন্টস গুলো সহ আপনার নিকটতম ব্যাংক এশিয়ার যেকোনো শাখায় নিজে উপস্থিথ হয়ে স্বাধীন মাষ্টারকার্ডের জন্য আবেদন করা যাবে।
স্বাধীন মাষ্টারকার্ডের সুবিধা গুলো কি কি?
- স্বাধীন মাষ্টারকার্ড একটি ডুয়াল কারেন্সির মাষ্টারকার্ড।ফলে আপনি আপনার প্রয়োজন অনুসারে বাংলাদেশি টাকা এবং ইউএস ডলার উভয় কারেন্সি ব্যবহার করতে পারবেন।
- আপনার নিজের জন্য অথবা আপনার কোম্পানির জন্য আপনি এই কার্ডের আবেদন করা যাবে এবং আপনি আপনার নিজের প্রয়োজনে অথবা আপনার কোম্পানির যেকোনো প্রয়োজনে এই কার্ড ব্যবহার করতে পারবেন।
- আপনি অনলাইন মার্কেটপ্লেস থেকে যে পরিমান বৈদেশিক মুদ্রা স্বাধীন কার্ডের মাধ্যমে রিসিভ করবেন সেখান থেকে মাক্সিমাম ৭০% পর্যন্ত আপনার কার্ডে রেখে দিতে পারবেন এবং প্রয়োজন অনুসারে সেটা অনলাইনের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।
- যখন কোন ব্যাক্তি অথবা প্রতিষ্ঠান স্বাধীন কার্ড গ্রহন করবে তখন সেই ব্যাক্তি অথবা প্রতিষ্ঠানকে বীমা সুবিধা প্রদান করা হবে।
- আপনি যদি চান যে আপনার অর্জিত অর্থ সম্পূর্ণ লোকাল কারেন্সিতে কনভার্ট করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে স্বাধীন মাষ্টারকার্ড তথা ব্যাংক এশিয়া কোনরুপ বাধা প্রদান করবে না।
- আপনি দেশের এবং দেশের বাহিরে যেকোনো এটিএম বুথ থেকে আপনার স্বাধীন কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন এবং যে জায়গা গুলোতে মাষ্টারকার্ডের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ আছে সেখানে পেমেন্ট করতে পারবেন।
- দেশে এবং দেশের বাহিরে সকল প্রকার অনলাইন কেনাকাটার কাজে স্বাধীন মাষ্টারকার্ড ব্যবহার করতে পারবেন।
- নিরাপত্তার দিকে স্বাধীন মাষ্টারকার্ড আপনাকে সর্বোচ্চ নিরাপত্তার গ্যারান্টি প্রদান করবে।
- আপনার স্বাধীন মাষ্টারকার্ডের মাধ্যমে যতবার লেনদেন করা হবে সবগুলো লেনদেনের তথ্য এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং এই এসএমএস সেবা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে প্রদান করা হবে।
- স্বাধীন মাষ্টারকার্ডের গ্রাহকদের ব্যাংক এশিয়া ২৪ ঘণ্টা কল সেন্টারের মাধ্যমে হেল্প করবে।
আমার শেষ কথা
উপরের তথ্য অনুসারে বলা চলে যে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই স্বাধীন মাষ্টারকার্ড একটি খুব ভালো পেমেন্ট মাধ্যম হতে পারে।যেখানে আমাদের দেশে পেপ্যাল আসছে না সেখানে যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে তাঁদের জন্য ব্যাংক এশিয়ার এই স্বাধীন মাষ্টারকার্ডকে পেমেন্ট মাধ্যম হিসাবে ব্যাবহার করার সিদ্ধান্ত নেওয়া অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত হবে বলেই আমি মনে করি।