সর্বশেষ সংবাদ

ডিবি হারুনের রিসোর্টে অভিযান চালিয়ে যা পাওয়া গেল

কিশোরগঞ্জের মিঠামইনে অবস্থিত ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর একটি বিশেষ টিম। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত চলা এ অভিযানে ঢাকা থেকে আসা এনবিআর টিম ৪টি হার্ডডিস্ক, কিছু কাগজপত্র এবং বিভিন্ন তথ্য-উপাত্ত জব্দ করেছে। অভিযানের নেতৃত্ব দেন এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরী, এবং এতে অংশ নেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় প্রশাসনও অভিযানে সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরী বলেন, “সার্ভেয়ারের সহায়তায় ল্যাগু এবং কনস্ট্রাকশনের মেজারমেন্ট নেয়া হয়েছে। সেই রিপোর্টগুলোর ভিত্তিতে আসল ফাঁকিটা আমরা বের করতে পারবো। আমাদের টিম সংগ্রহকৃত তথ্য উপাত্তগুলো এবং যারা সাপোর্ট করলো আমাদের তাদের রিপোর্টের ভিত্তিতে তারপর আমরা বলতে পারবো একচুয়ালি কি পাওয়া গেলো। বিষয়গুলো তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে যে রেজাল্টটা আসবে তারপরই সিদ্ধান্ত নিবে সরকার। আমরা ন্যাশনাল টাস্কফোর্সের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এই অভিযানটা পরিচালনা করেছে। রিপোর্টের পর দেখা যাবে সিদ্ধান্তটা কি আসে।”

জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৪০ একর জায়গায় শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন প্রেসিডেন্ট রিসোর্ট। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রিসোর্টটি, যেখানে ২০২০ সালের ৪ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। রিসোর্টের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে, কিশোরগঞ্জ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, সাবেক ডিবি প্রধান হারুন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আশীর্বাদ এবং সহযোগিতায় চাকরি পাওয়া থেকে শুরু করে পুলিশের বিভিন্ন উচ্চ পদ পেয়েছেন। প্রতিদান হিসেবে হারুন তাঁর রিসোর্টের নাম দেন ‘প্রেসিডেন্ট রিসোর্ট’। জমি দখলে এটি একটি কৌশল বলে মনে করেন এলাকাবাসী।

এছাড়া, রিসোর্টটির ব্যবহারের মধ্যে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী-এমপি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চলচ্চিত্রের তারকা এবং বিভিন্ন ভিআইপি ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে, রিসোর্টে গত ৫ আগস্ট থেকে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

এছাড়া, এনবিআরের অভিযান এবং অনুসন্ধান সংশ্লিষ্ট বিষয়ে আরো তথ্য সংগ্রহ এবং তদন্তের মাধ্যমে বিস্তারিত সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্রঃ দৈনিক জনকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *