সর্বশেষ সংবাদ

যে কারনে অমিত শাহের পদত্যাগ দাবি করা হল

ভারতের পার্লামেন্টে উচ্চকক্ষ রাজ্যসভায় সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে গতকাল বুধবার চরম হট্টগোল সৃষ্টি হয়। এর জেরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবি জানান কংগ্রেস সংসদ সদস্যরা। এর মাঝেই লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের প্রধান দুই মুখ রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে এদিন দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। পরে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়ান মোদি। সমাজমাধ্যমে তিনি লেখেন, কংগ্রেস নিজেদের ‘মিথ্যা চাপা দেওয়ার চেষ্টা করলে তা ভুল হবে’।

আম্বেদকরকে নিয়ে এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরেও। বুধবার তিনি বলেন, মহারাষ্ট্রের সম্মানিত ব্যক্তি আম্বেদকরকে অপমান করছে বিজেপি। অভিযোগ আছে– অমিত শাহ বলেছিলেন, আম্বেদকরের নাম নেওয়া এখন অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে। এ নিয়ে শুরু হয় বিতর্ক। বিরোধী দলগুলো তাঁর বিরুদ্ধে কঠোর আক্রমণ শুরু করে। তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপির মুখোশ খুলে গেছে।

নিউজ এইট্টিনের প্রতিবেদনে বলা হয়, রাজ্যসভায় আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যের পরই কংগ্রেসের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখান মোদি। তিনি অমিত শাহের পক্ষে এক্স হ্যান্ডলে লেখেন, কংগ্রেস তাদের পচে যাওয়া সমাজ ব্যবস্থায় থেকে যদি মনে করে মিথ্যা দিয়ে বহু বছর ধরে তাদের ভুলগুলো ঢেকে রাখবে, তাহলে তারা ভুল করছে। বিশেষ করে তারা যদি মনে করে, ড. আম্বেদকরের দৃষ্টিভঙ্গির প্রতি যে অপমান তারা করেছে, তা শুধু মিথ্যা দিয়ে ঢেকে রাখবে, তাহলে চরম ভুল করছে।

এনডিটিভি অনলাইন জানায়, অমিত শাহ বলেছেন, তিনি পদত্যাগ করবেন না। দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, মল্লিকার্জুন খাড়গে তাঁর পদত্যাগ চাইছেন। যদি তিনি খুশি হন, তাহলে তিনি তা করতে পারেন। কিন্তু কংগ্রেস তো আগামী ১৫ বছর ওই একই জায়গায়ই (বিরোধী দলের আসনে) বসে থাকবে। এ কারণে পদত্যাগ আসলে কোনো কাজে আসবে না।

দ্য হিন্দু অনলাইন জানায়, ভারতীয় পার্লামেন্টের জয়েন্ট কমিটিতে যোগ দিতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। কমিটিতে আরও থাকবেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি, সাকেত গোখেইল, শিবসেনার শ্রীকান্ত সিন্ধে, জেডি সঞ্চয় ঝা।

সোর্স: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *