সর্বশেষ সংবাদ

সাদা পোশাকে আর কাউকে গ্রেপ্তার করা যাবে না

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ডিবি হোক, যেই হোক তাঁকে জ্যাকেট পরতে হবে; আইডি কার্ড দেখাতে হবে। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা যাবে না। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এ সভা হয়।

কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেওয়া এবং রাজনীতিতে জড়িয়ে না পড়ার নির্দেশনা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে উপদেষ্টা বলেন, কে ভবিষ্যতে আসবে তাকে তেল দেওয়া শুরু করে দিয়েছেন। ক্ষমতায় কে আসবে খেয়াল রাখার দরকার নেই। আমাদেরও তেল দেওয়ার দরকার নেই। তেলবাজিটা বন্ধ করতে হবে।

পুলিশের পোশাক নয়, পরিবর্তন করতে হবে মানসিকতা: এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের পোশাক পরিবর্তন করলে কিছুই হবে না, পরিবর্তন করতে হবে মন-মানসিকতা। ঘুষ সমাজ ও রাষ্ট্রের বড় ব্যাধি উল্লেখ করে তিনি বলেন, এটি বন্ধ না হলে দেশ পরিবর্তন করা কঠিন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ ও বদলিতে আর্থিক লেনদেন বন্ধ করতে হবে। চাঁদাবাজি বেড়ে গেছে; লোকজন অতিষ্ঠ। এটি বন্ধ করতে হবে। না পারলে সেই সদস্যদের প্রয়োজনে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।

দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিস নিয়ে বলেন, অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কেউ অপরাধ করলে আইনের হাতে সোপর্দ করেন। আপনার বিচার করার ক্ষমতা নেই। এটি বন্ধ করতে হবে।

ভারতকে আর ছাড় নয়: দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রতিবেশী রাষ্ট্র অপপ্রচার চালাচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমরা সীমান্তে কোনো ছাড় দেব না। ১৫ বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে। এরা এত সুবিধা নিয়েছে যে, এখন না পেয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। আর সুবিধা দেওয়া যাবে না।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু আনতে গিয়েছিলেন জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদেরও সতর্ক হতে হবে, যেন গরু আনার জন্য কেউ জীবন না দেয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, সেনাবাহিনীর ১০৫ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী, খুলনা মহানগর পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, ডিজিএফআইয়ের কর্নেল সৈয়দ আসাদুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।

সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল হক। বিকেলে উপদেষ্টা খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার খুলনা অঞ্চলে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

সোর্সঃ সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *