ইমেইল জেনারেট করার জন্য সেরা ৮ টি এআই টুলস

বর্তমানে আমাদের যোগাযোগ এবং অফিসিয়াল কাজের জন্য বিভিন্ন ধরনের মেইল প্রতিদিন লিখতে হয়।একটা মেইল লিখতে আমাদের বেশ কিছু সময়ের প্রয়োজন হয়।কিন্তু বর্তমান সময়ে এআই আমাদেরকে এই কাজ খুব সহজেই করে দিতে পারে।আমরা যদি মার্কেটে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোকে আমাদের মেইলের বিষয় সম্পর্কে লিখে নির্দেশ দিই তাহলে চোখের পলকে তাঁরা আমাদেরকে একটি ই-মেইল লিখে দিতে পারে।

আমি কয়েকদিন আগে একটি আর্টিকেল লিখেছিলাম যে গুগল তাঁদের জিমেইলে হেল্প মি রাইট নামের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস অ্যাড করেছে যেটার মাধ্যমে আপনি আপনার মেইলের বিষয়বস্তু বলে দিলেই এই টুলসটি আপনাকে একটি মেইল লিখে ড্রাফ্‌ট করে দিবে।

কিন্তু আমরা যারা গুগলের মেইল ব্যবহার করিনা তাঁরা কি এআই ব্যবহার করে ইমেইল লিখতে পারবনা?হ্যাঁ অবশ্যই লিখতে পারবেন।কারন আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে এমন ৮ টি এআই টুলস সম্পর্কে আলোচনা করতে চলেছি যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় ইমেইল জেনারেট করে নিতে পারবেন।

ইমেইল জেনারেট করার জন্য সেরা ৮ টি এআই টুলস

আপনি যদি আপনার যোগাযোগ করার জন্য অথবা আপনার যেকোনো অফিসিয়াল কাজের জন্য মেইল জেনারেট করতে চান তাহলে নিচের এআই টুলস গুলোর সাহায্য নিয়ে মাত্র কয়েক সেকেন্ডে আপনার প্রয়োজনীয় মেইল লিখে নিতে পারবেন।ইমেইল জেনারেট করার জন্য জনপ্রিয় এআই টুলস গুলো হলঃ

  1. জ্যাসপার এআই (Jasper AI)
  2. কপি এআই (Copy AI)
  3. কুইলবট (Quillbot)
  4. র‍্যটর (Rytr)
  5. স্টোরিল্যাব এআই (Storylab AI)
  6. ক্লোজারস কপি (Closerscopy)
  7. স্মার্ট রাইটার এআই (SmartWriter AI)
  8. স্মার্ট কপি (Smart Copy)

আমরা এখানে সেরা ৮ টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টুলস গুলোর নাম জেনেছি যে এআই টুলস গুলোর সাহজ্জ নিয়ে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজনীয় মেইল জেনারেট করতে পারব।এখন আর্টিকেলের পরের অংশে আমরা এই ৮ টি মেইল জেনারেটর টুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

(১) জ্যাসপার এআই (Jasper AI)

জ্যাসপার এআই (Jasper AI) টুলসের সাহায্য নিয়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল লেখা,প্রচারের জন্য মেইল তৈরি করা,আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে নেওয়ার মত কাজ করতে পারবেন।

জ্যাসপার এআই (Jasper AI) ওপেন এআই এর জিপিটি-৩ টেকনোলোজি ব্যবহার করে।আপনি যদি জ্যাসপার এআই ব্যবহার করে আপনার প্রয়োজনীয় মেইল জেনারেট করতে চান তাহলে আপনাকে আপনার কোম্পানির নাম,আপনার প্রোডাক্টের নাম,আপনার পণ্যের সুবিধা অসুবিধা লিখে তাকে নির্দেশ দিতে হবে যে এই তথ্য গুলো ব্যবহার করে তুমি আমাকে একটি মেইল লিখে দাও।নির্দেশ দেওয়ার কয়েক মুহূর্তের মধ্য দেখবেন আপনার দেওয়া তথ্য অনুসারে জ্যাসপার এআই টুলস আপনার কাঙ্ক্ষিত মেইল জেনারেট করে দিয়েছে।এখন আপনাকে শুধু একবার চোখ বুলিয়ে দেখে নিতে হবে মেইলটা ঠিক আছে কিনা।

জ্যাসপার এআই টুলস আপনাকে কেমন আউটপুট দিবে সেটা চেক করার জন্য আপনি চাইলে এই টুলসের পাঁচ দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন।

(২) কপি এআই (Copy AI)

কপি এআই আপনাকে মেইল জেনারেট করার পাশাপাশি আপনাকে মেইলের সাবজেক্ট লাইন সাজেশন প্রদান করবে এবং আপনি এখানে আপনার নিজের লেখা মেইলের লাইন কারেকশন করার সুযোগ পাবেন।এছারাও কিভাবে মেইল তৈরি করলে আপনার গ্রাহকরা পছন্দ করবে সেই বিষয়েও কপি এআই আপনাকে সাজেশন প্রদান করবে।

আপনি যদি কপি এআই ব্যবহার করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে মাত্র ৩৫ ডলার করে তাঁদের পে করতে হবে এবং এই ৩৫ ডলারের পরিবর্তে কপি এআই আপনাকে আনলিমিটেড ক্রেডিট ব্যবহার করার সুযোগ দিবে।

(৩) কুইলবট (Quillbot)

কুইল বট এআই দিয়ে আপনি খুব সহজেই ইমেইল জেনারেট, আর্টিকেল লেখা, সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করা,আপনার লেখার গ্রামার চেক ঠিক আছে কিনা চেক করা সহ আরও অনেক কাজ করতে পারবেন খুব সহজেই।

এখন পর্যন্ত প্রায় ৬০ মিলিয়ন ব্যবহারকারী কুইলবট এআই দিয়ে তাঁদের লেখালিখির কাজ চালিয়ে যাচ্ছে।এবং তাঁদের সকল ব্যবহারকারী কুইলবট এআই ব্যবাহার করে সন্তুষ্ট।

আপনি যদি কুইলবট এআই ব্যবাহার করতে চান তাহলে আপনাকে প্রতি মাসের জন্য ৩.৭৫ ডলার পরিশোধ করতে হবে প্রতি ইউজার এর জন্য এবং এটা প্রতি বছরের জন্য মূল্য দাঁড়াবে ৪৪.৯৫ ডলার।এবং কুইলবট এআই কেমন কোয়ালিটির মেইল জেনারেট করে সেটা চেক করার জন্য কুইলবটের অফিসিয়াল ওয়েবসাইটে ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করে প্রথমে সম্পূর্ণ ফ্রিতে একটি ই-মেইল জেনারেট করে চেক করে দেখতে পারবেন।

(৪) র‍্যটর (Rytr)

র‍্যটর আপনাকে খুব অল্প খরচে মাত্র কয়েক সেকেন্ডের মধ্য একটি উন্নতমানের আর্টিকেল তৈরি করার সুযোগ দিবে।এই এআই টুলসের মাধ্যমে আপনি আর্টিকেল,মেইল জেনারেট,সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করার সহ আরও কিছু লেখালিখি সম্পর্কিত কন্টেন্ট তৈরি করতে পারবেন।ইমেইল জেনারেট করার জন্য আপনাকে এই টুলসে ইমেইল অপশন সিলেক্ট করার পড়ে আপনাকে নির্দিষ্ট বক্সে ইমেইলের বিষয় সম্পর্কে লিখে দিতে হবে মেইল জেনারেট করার জন্য।

র‍্যটর এআই টুলসের  সাহায্যে আপনি প্রায় ২৫+ ভাষায় আর্টিকেল,মেইল জেনারেট,সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করার সুযোগ পাবেন।তাহলে আর দেরি কেন এখনই চেক করে দেখুন এই টুলসটি আপনার মেইল জেনারেট করার চাহিদা পূরণ করতে পারে কিনা।

(৫) স্টোরিল্যাব এআই (Storylab AI)

স্টোরিল্যাব এআই সাহায্যে আপনি খুব সহজেই আপনার বিষয় ভিত্তিক ইমেইল কপি জেনারেট করতে পারবেন।এই টুলসের সাহায্যে আপনি যদি ইমেইল কপি জেনারেট করতে চান তাহলে আপনাকে স্টোরিল্যাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসকে আপনি যে বিষয়ে ইমেইল জেনারেট করতে চান সেই বিষয় সম্পর্কে বিস্তারিত বলে দিলে এই টুলস আপনাকে আপনার ইমেইল সম্পর্কে বিভিন্ন ধরনের সাজেশন পর্যন্ত দিতে সক্ষম।এছারাও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসটি আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট আইডিয়াও দিতে পারে।

(৬) ক্লোজারস কপি (Closerscopy)

ক্লোজারস কপি এআই টুলসের সাহায্যে আপনি খুব সহজেই আপনার জন্য প্রয়োজনীয় আর্টিকেল তৈরি করে নিতে পারবেন।বিশেষ করে আমরা যারা বিভিন্ন ধরনের বিক্রয় সংক্রান্ত মেইল নিয়ে কাজ করি।এই টুলসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার টার্গেট গ্রাহক অনুসারে মেইল জেনারেট করে নিতে পারবেন।

আপনি যদি ক্লোজারস কপি এআই টুলস ব্যাবহার করতে চান তাহলে আপনাকে প্রতি মাসের জন্য ২৯.৯৯ ডলার দিয়ে এদের মাসিক সাবস্ক্রিপশন কিনতে নিতে হবে।এছারাও এই টুলসটি আপনি লাইফ টাইম ডিলও কিনতে পারবেন এবং লাইফ টাইম  ডিলের ক্ষেত্রে এই টুলস ৩০% ডিসকাউন্ট প্রদান করে থাকে।

(৭) স্মার্ট রাইটার এআই (SmartWriter AI)

স্মার্ট রাইটার এআই মূলত কোল্ড ইমেইল,লিংকডইন আউটরিচ এবং মেসেজ,ব্যাকলিংক আউটরিচ মেইল তৈরি করার জন্য সবচাইতে উপযুক্ত।আপনি যখন এই টুলসে কোল্ড ইমেইল,লিংকডইন আউটরিচ এবং মেসেজ,ব্যাকলিংক আউটরিচ মেইল তৈরি করার কোন কিছু সার্চ করেন অথবা নির্দেশ প্রদান করেন তখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসটি ইন্টারনেট জগতে থাকা সর্বশেষ আপডেট তথ্য গুলো ব্যবহার করে আপনাকে অউতপুট দেওয়ার চেষ্টা করে।

আপনি যদি স্মার্ট রাইটার এআই টুলস ব্যবহার করতে চান তাহলে আপনাকে প্রতি মাসের জন্য ৪৯ ডলার করে চার্জ প্রদান করতে হবে।

(৮) স্মার্ট কপি (Smart Copy)

স্মার্ট কপি এআই টুলস বিভিন্ন ধরনের কপিরাইটিং টেমপ্লেটের  জন্য বিখ্যাত।এই কপিরাইটিং টেমপ্লেট গুলোর মধ্য সেলস আউটরিচ,ভিসি এবং বিনিয়োগকারীদের জন্য ব্যবহার উপযুক্ত রেডিমেড টেমপ্লেট রয়েছে।

আপনি যখন স্মার্ট কপির অফিসিয়াল ওয়েবসাইটে এই টুলস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন তখন অবশ্যই আপনার প্রোফাইলে আপনার রিয়েল তথ্য গুলো ব্যবহার করতে হবে।কারন যখন আপনি কোন মেইল জেনারেট করবেন তখ এই টুলসটি আপনার প্রোফাইল থেকে তথ্য গুলো নিয়ে মেইলের যে অংশ গুলোতে ব্যবহার করা প্রয়োজন সেখানে সে তথ্য গুলো অ্যাড করে নিবে।

এই টুলস আপনাকে যে মেইল দিবে সেটা আপনি সাথে সাথে ব্যবাহার করতে পারবেন না।তবে এই টুলস আপনাকে একটি ভালো স্ট্যান্ডার্ডের ইমেইল টেমপ্লেট প্রদান করতে সক্ষম।

আপনি যদি স্মার্ট কপি এআই টুলস ব্যবহার করতে চান তাহলে আপনি এই টুলসটি ফ্রী এবং পেইড দুইভাবেই ব্যবহার করতে পারবেন।আপনার যদি সীমিত আকারে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে ফ্রিতেই কাজ চালিয়ে নিতে পারেন আর যদি আনলিমিটেড প্রয়োজন হয় তাহলে পেইড ব্যবহার করা উত্তম হবে।আনলিমিটেড ব্যবহার করতে চাইলে আপনাকে প্রতি মাসের জন্য তাঁদেরকে ৪৯ ডলার ফি প্রদান করতে হবে।