সর্বশেষ সংবাদ

ভারতে আল্লাহর নাম নেওয়ায় পিটুনি!জয় শ্রী রাম বলে নিস্তার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নানা মহলে।বিভিন্ন সংবাদমাধ্যম বলছে ভিডিয়োটি নাকি মধ্যপ্রদেশের রতলাম অঞ্চলের।

ভিডিয়োয় দেখা গিয়েছে ১৬ বছরের এক কিশোর নির্মমভাবে তিন নাবালককে মারধর করছে! আক্রান্ত ওই বাচ্চাদের বয়স যথাক্রমে ৬, ১১ এবং ১৩ বছর।

ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই কিশোর ওই তিন নাবালককে প্রথমে চড়, থাপ্পড় মারে এবং তারপর জুতা দিয়ে পেটায়। এমন আক্রমণে তিনটি বাচ্চা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলেও তাদের প্রতি এতটুকুও মায়া দেখায়নি মারমুখী ওই কিশোর!

উপরন্তু, ওই তিন নাবালকের উদ্দেশে রীতিমতো অশালীন মন্তব্য করতে শোনা যায় সংশ্লিষ্ট কিশোরকে। সে অভিযোগ করে, ওই তিন নাবালক নাকি গোপনে সিগারেট খাওয়া অভ্যাস করছে। তাই, তাদের কাছ থেকে তাদের বাবা-মায়ের ফোন নম্বরও চায় ওই কিশোর।

দাবি করা হচ্ছে, ওই তিন নাবালক নাকি ‘আল্লাহ’র নাম নিয়েছিল। আর সেটা শুনেই ক্ষেপে যায় ১৬ বছরের ওই কিশোর! সে বাচ্চা তিনটিকে সমানে থাপ্পড় মারতে শুরু করে এবং তাদের ‘জয় শ্রী রাম’ বলতে বলে!

কিন্তু, প্রথমে তিন নাবালক জয় শ্রী রাম বলতে রাজি হয়নি। এতে ওই কিশোর আরও রেগে যায়। এরপর সে চপ্পল খুলে তিন নাবালককে মারতে থাকে! যতক্ষণ পর্যন্ত না ওই তিন নাবালক জয় শ্রী রাম বলে, ততক্ষণ এই নিগ্রহ চলতে থাকে!

খবরের সোর্স: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *