ছেলেটার নাম ফারাবী শফিউর রহমান৷ গনজাগরণ মঞ্চের সময়টাতে না’স্তিক ব্লগারদের বি’রুদ্ধে লিখতে গিয়ে জেলে যায় এখনও জেলেই আছেন৷ শুনলাম ওনার মা নেই, নিজের যা উপার্জন ছিলো সব দান করে দিয়েছলেন হেফাজতের আ’ন্দোলনে৷
কেউ যদি পারেন আমাদের বিপ্লবী আসিফ নজরুল স্যারকে জানাইয়েন, ফারাবীর মতো নিষ্পাপ অনেকেই এখনও জেলে আছে৷ সংস্কৃতি জগতের উন্নয়ন বাদ দিয়ে জেলে থেকে এসব মানুষগুলোকে দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করুন৷ প্রয়োজনে আরও বিচারক নিয়োগ করেন৷
আর আলেমদেরকে বলবো মিলাদ মাহফিল বাদ দিয়ে আগে জেলখানায় যাদের সাথে ছিলেন তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করুন ৷ প্রয়োজনে জেলখানা ঘেরাও কর্মসূচি দেন তাহলে হয়তো টনক নড়বে৷