সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের নেতাদের হাতে হাতকড়া না থাকা নিয়ে যা বলল আসিফ নজরুল

আওয়ামী লীগের নেতাদের হাতে হাতকড়া না থাকা প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘অনেকে দেখি বলে, যাদের হাজির করা হচ্ছে তাদের হাতে হাতকড়া নেই, হাসিখুশি মুখে হাজির হচ্ছে। তখন তাজুল আমাকে বলে, জামায়াতে ইসলামীর নেতাদেরও কারও হাতকড়া পরানো হয়নি। সে-ই তো জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী ছিল। অনেক জিনিস আমাদের স্মরণে থাকে না, আমরা ইম্পেশেন্ট (অধৈর্য) হয়ে যাই। এটা স্বাভাবিক ব্যাপার।’

শনিবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের বিচারের জন্য আমাদের যে প্রসিকিউটর এবং তদন্তকারী টিম আছে, তাদের উপর তার পূর্ণ আস্থা রয়েছে।’ তিনি আরও জানান, “আমাদের মূল লক্ষ্য তিনটি—বিচার, সংস্কার, এবং নির্বাচন। বিচার প্রক্রিয়ায় কোনো গাফিলতি হবে না।”

তিনি আরো বলেন, ‘সারাক্ষণ আমার মনে হয়, জুলাই গণ-অভ্যুত্থানে তিনটা লক্ষ্য আছে—বিচার, সংস্কার ও নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব, এখানে কোনো রকম কোনো গাফিলতি হচ্ছে না, হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *