সর্বশেষ সংবাদ

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সাঈদীর মৃত্যুকে চ্যালেঞ্জ করলেন আসিফ

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আল্লামা সাঈদীর মৃত্যুকে চ্যালেঞ্জ করছি। রোগী সু্স্হ্য স্বাভাবিক, কোনো অক্সিজেন ডিভাইস লাগানো নেই। মানে স্পষ্টতই সেচুরেশন রুম এয়ারে মেনটেন হচ্ছিলো। MI এর রোগী যাকে ভিডিও ধারণের একটু পরই মৃত ঘোষণা করা হলো – তার কোনো Clinical Deterioration এই ভিডিও প্রমাণ করেনা।

MI এ মৃত্যুর আগে Brady /tachyarrythmia হওয়া স্বাভাবিক এবং সেখানে সেচুরেশন মেনটেন হয়না সাধারণত। এই ভিডিও তে red flags এর কোনো এভিডেন্স নেই ।

ALS এর গাইডলাইন অনুযায়ী ক্রিটিক্যাল MI রোগীর পাশে Advance Airway Trolly ready থাকার কথা – যেটা এখানে অনুপস্হিত। তার মানে রোগীর এই ধরণের কোনো ফিচারই ছিলোনা।

Sudden cardiac death হলে সাঈদী সাহেব সিপিআর /CPR পেয়েছে কিনা , কয় সাইকেল পেয়েছে , Intubate করা হয়েছে কিনা ! intubate এর আগে কনসেন্ট পেপারে কে সাইন করেছে ? – এগুলা মেডিকোলিগ্যাল প্রশ্ন যা এভোয়েড করার দু:সাহস চিকিৎসা বিজ্ঞানের নেই ।

সুস্হ্য ভাবে বসে থাকা, without oxygen, maintaining saturation – no evidence of hypoxia secondary to ACS ( Acute Coronary syndrome )

রোগীকে তাঁর সন্তানের সাথে দেখা করতে দেয়া হয়নি – স্পষ্টত ফৌজদারী অপরাধ। রোগী আশংকাজনক হলে power of attorney চলে যায় তার ছেলের কাছে। সেটা না মানা ক্লিনিক্যাল নেগলিজেন্স যা ফৌজদারী অপরাধ।

সাঈদী সাহবেরে সিরিয়াল ইসিজি কে চ্যালেঞ্জ করছি। এই ভিডিও ধারণের কিছুক্ষণ পরই কিভাবে মানুষটা মারা গেলো সেই কারণকেও চ্যালেঞ্জ করছি – আমার সর্বোচ্চ মেধা আর জ্ঞান দিয়েই । যিনি ভিডিও করেছিলেন – তাকে গুম করে দেয়াটাও রহস্যাবৃত।

আমি কট্টর জাতীয়তাবাদী মানুষ হলেও হিপোক্রেটিক ওথ অনুযায়ী এই কিলিং এ প্রশ্ন তোলা আমার সাদা এপ্রোণের কর্তব্য। জামাতের হাজার হাজার ডাক্তারের নীরবতা আমাকে শুধু অবাক ই করেনি, তাদের মেরুদন্ড নিয়েও আমাকে সন্দিহান করছে।

Due to public interest – এই ভিডিও আমি জনসম্মুখে এনেছি যেটা বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে আনার অধিকার আমি সংরক্ষণ করি।

আল্লামা সাঈদীর মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিও

তথ্য সূত্র: আসিফ সৈকতের ফেসবুক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *