সর্বশেষ সংবাদ

সচিবালয়ে আগুন লাগা নিয়ে যা বলল হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশে যারা ‘ফ্যাসিজম’ কার্যকর করেছে, তাদের প্রতি অন্তর্বর্তী সরকারের ‘উদারতার’ পরিণামে জাতিকে ভুগতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তোলপাড় চলার সময় তিনি এই মন্তব্যটি ফেসবুকে পোস্ট করেন।

বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় দশ ঘণ্টা পর সেই আগুন নেভানো সম্ভব হয়।

এই আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নয়নের মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে “সিমপ্যাথি গেইন” ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ।’

ইংগিতপূর্ণ মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘আজকে আমলা আগামীকাল অন্য কেউ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ভূমিকা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সচিবালয়ের অগ্নিকাণ্ডকে অন্তর্বর্তী সরকারকে ‘ব্যর্থ করার ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য বলেছে, সচিবালয়ের আগুনের পেছনে কোনো ষড়যন্ত্র কাজ করেছে কি না তা ‘তদন্তের পর’ বলা যাবে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেছেন, যেভাবে আগুন ছড়িয়েছে সেটা ইন্টেরিয়র ডেকোরেশনের কারণে হতে পারে। এক জায়গা আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মাধ্যমে সব জায়গা ছড়িয়ে পড়ে।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এরকম ঘটনতে পারে। তবে তদন্ত শেষ না করে নিশ্চিত কিছু বলা যাবে না।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *