চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এ ঘটনায় দায়ের হওয়া মামলার আরেক আসামি রিপন দাস।
গতকাল শনিবার চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এ জবানবন্দি দেন তিনি।
রিপন দাস নগরীর চকবাজারে একটি ফার্মেসিতে কাজ করতেন। গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকা থেকে রিপন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। আলিফের ঘাড়ে দা দিয়ে উপর্যুপরি কোপ দিয়েছেন বলে জবানবন্দিতে স্বীকার করেছেন রিপন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় মোট তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এর আগে, গত সোমবার মামলার প্রধান আসামি চন্দন দাশ এবং শুক্রবার রাজিব ভট্টাচার্য আদালতে জবানবন্দি দিয়েছেন।
তথ্য সূত্র: কালের কণ্ঠ