স্মার্টফোন গরম হলে কি করা উচিত? (কার্যকরী ৯ টি পদক্ষেপ)

বর্তমানে আমাদের সকলের হাতেই একটি করে স্মার্ট ফোন আছে।স্মার্টফোন ছাড়া যেন আমাদের এক মুহূর্তও চলে না।যেহেতু আমাদের বর্তমানে অনেক কাজেই স্মার্ট ফোনের দরকার পরে সেই কারনে আমাদের মোবাইলে সব সময় একটা ভালো পরিমানের চার্জ রাখতে হয়।কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের স্মার্ট ফোন আমরা যখন চার্জ করতে যাই অথবা এমনিতেই কথা বলার জন্য অথবা ইন্টারনেট ব্যাবহার করতে যাই তখন আমাদের স্মার্টফোন অনেক গরম হয়ে উঠে।

যদি আপনার স্মার্ট ফোন অনেক বেশী গরম হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য একটি চিন্তার বিষয়ই বৈকি।আপনার ফোন বিভিন্ন কারনে গরম হতে পারে এই কারনে একজন দক্ষ টেকনিশিয়ান ছাড়া নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না ঠিক কি কারনে আপনার স্মার্ট ফোনটি গরম হয়ে যাচ্ছে।স্মার্ট ফোন গরম হলে সেটা একজন দক্ষ টেকনিশিয়ানকে দিয়ে পরীক্ষা করে নেওয়াই উত্তম কাজ।

আমি আজকে এই আর্টিকেলে আপনার স্মার্টফোন গরম হয়ে গেলে একজন টেকনিশিয়ানকে দেখানোর আগে তৎক্ষণাৎ কি কি ব্যাবস্থা নিতে পারেন সেই বিষয়ে ৯ টি টিপস শেয়ার করব।এই টিপস গুলো অনুসরন করলে আপনার ফোনকে তৎক্ষণাৎ ক্ষতি হওয়া থেকে রক্ষা করতে পারবেন।তাহলে চলুন করনীয় বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আপনার স্মার্টফোন গরম হয়ে গেলে নিচের উল্লেখিত কাজ গুলো করে ফোন গরম হওয়া নিয়ন্ত্রন করতে পারবেনঃ-

(১) স্মার্টফোনের ক্যাসিং খুলে ফেলা

আমাদের মধ্য অনেকেই তাদের স্মার্টফোনকে অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য তাদের ফোনে ক্যাসিং ব্যাবহার করে থাকে।তবে এই ক্যাসিং গুলো প্লাস্টিক অথবা পলিমার দিয়ে তৈরি হবার কারনে আমাদের ফোনের গরম আটকিয়ে দেয় ফলে আমাদের স্মার্টফোন অএঙ্ক বেশী গরম হয়ে যায়।আপনি যদি আপনার ফোনে ক্যাসিং ব্যাবহার করে থাকেন তাহলে ফোন অতিরিক্ত গরম মনে হলে সাথে সাথে এই ক্যাসিং খুলে ফেলতে হবে।এর ফলে ক্যাসিং না থাকার কারনে ফোনের অতিরিক্ত গরম বের হয়ে যাবে এবং আমাদের ফোন ঠাণ্ডা হয়ে যাবে।

(২) চার্জে দেওয়া থাকলে বিছিন্ন করে দেওয়া

যদি আপনি দেখেন যে আপনার মোবাইল ফোনে আপনি যখন চার্জে দিয়েছেন তখন অনেক গরম হয়ে যাচ্ছে তাহলে সাথে সাথে আপনার ফোন চার্জ থেকে সরিয়ে নিতে হবে।স্মার্টফোন চার্জের সময় গরম হয় মূলত খারাপ মানের মোবাইল চার্জার এবং মোবাইলে খারাপ ব্যাটারি ব্যাবহার করা হলে।এই কারনে সর্বদা আপনার ফোনের সাথে পাওয়া চার্জার অথবা ভালো মানের কোন চার্জার ব্যাবহার করা উচিত।

আবার আমাদের মাঝে অনেকেই মোবাইল চার্জে দিয়ে মোবাইল ব্যাবহার করে।এই কাজটি একেবারেই করবেন না।কারন মোবাইল চার্জে দিয়ে ব্যাবহার করার সময়ে দুর্ঘটনা ঘটার ঘটনা অনেক বেশী।

(৩) রোদের আলো এবং গরম পরিবেশ থেকে দূরে রাখুন

অনেক সময় আমরা আমাদের কাজ করার প্রয়োজনে রোদের আলোতে অবস্থান করি অনেক দীর্ঘ সময়।আবার রোদের আলো ছারাও হয়ত এমন কোন পরিবেশে থাকি যেখানে অনেক বেশী গরম।যদি রোদের আলো এবং গরম পরিবেশে থাকার সময় আপনার স্মার্টফোন বেশী গরম হয়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব আপনার ফোনটি ঠাণ্ডা কোন জায়গায় রেখে দিন।

(৪) ডিসপ্লের আলো কমিয়ে রাখা

আমাদের মাঝে অনেকেই আছে যারা কিনা তাদের স্মার্টফোনে অতিরিক্ত আলো ব্যাবহার করে।অনেক সময় এই অতিরিক্ত আলোর কারনেও আমাদের ফোনের ভিতরে থাকা যন্ত্রাংশ গুলো গরম করে তুলে।যদি আপনার ফোনে অতিরিক্ত আলো ব্যাবহার করার অভ্যাস থেকে থাকে তাহলে এখনই আলো কমিয়ে নিন এবং পতিজ্ঞা করুন এখন থেকে আর অতিরিক্ত আলো ব্যাবহার করবেন না।

(৫) যে অ্যাপস গুলো দরকার নাই সেগুলো আনইন্সটল করে দিন

আমাদের ফোনে আমরা যে অ্যাপস গুলো ব্যাবহার করি এই অ্যাপস গুলো আমাদের ফোনের ব্যাটারি,প্রসেসর এবং ইন্টারনাল স্টোরেজের উপরে অনেক প্রেশার ফেলে।সুতরাং যে অ্যাপস গুলো আপনার প্রয়োজন নেই সেগুলো এখনই রিমুভ করে দিন।দেখবেন আপনার ফোন গরম হওয়া কমে দিয়েছে।

(৬) ফোনের এয়ার প্লেন মোড চালু করুন

আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা কিনা বিনা প্রয়োজনে তাদের মোবাইলে Bluetooth,ইন্টারনেট সংযোগ চালু কর রাখে।এই ফাংশন গুলো দীর্ঘ সময় ধরে মোবাইলে চালু করে রাখলে ফোন গরম হয়ে যেতে পারে।আপনার যদি এই বদ অভ্যাস থেকে থাকে আর যদি দেখেন আপনার ফোন অনেক বেশী গরম হয়ে উঠেছে তাহলে সাথে সাথে আপনার ফোনের এয়ার প্লেন মোড চালু করে দিতে হবে অথবা ফোনে বন্ধ করে দিতে হবে।এয়ার প্লেন মদ চালু করলে আপনার ফোন চালু থাকে তবে অন্যান্য সকল ফাংশন বন্ধ হয়ে যায়।

(৭) অন্য কোন ডিভাইসে সংযুক্ত থাকলে খুলে দিতে হবে

বর্তমানে অনেকই ফোনের ইন্টারনেটের মাধ্যমে তাদের ডেক্সটপ কম্পিউটার অথবা ল্যাপটপ ডিভাইসে ইন্টারনেট বেবয়াহ্র করে।এই রকম এক ডিভাইসের সাথে আরেক ডিভাইস কানেক্ট করে কোন কাজ করলে তখন আমাদের স্মার্টফোন সেই কাজ গুলো প্রসেস করতে যেয়ে অতিরিক্ত গরম হয়ে উঠে।যদি এমনটা হয় সাথে সাথে অন্য ডিভাইস থেকে আপনার স্মার্টফোন ডিসকানেক্ট করে দিতে হবে।কিছু সময়ের মধ্য দেখবেন আপনার মোবাইলটি স্বাভাবিক ঠাণ্ডা হয়ে গেছে।

(৮) স্মার্টফোনকে একটু রেস্ট নিতে দিন

আপনার যদি ঘণ্টার পর ঘণ্টা ইউটিউব,ফেসবুক ব্যাবহার করার অভ্যাস থেকে থেকে তাহলে আজকে থেকে সেই অভ্যাসকে বিদায় করে দিয়ে আপনার স্মার্ট ফোনকে একটু রেস্ট নিতে দিন।কারন ঘণ্টার পর ঘণ্টা যেকোনো ডিভাইস এক নাগারে চলতে থাকলে সেই ডিভাইস গরম হয়ে যাবে এটাই স্বাভাবিক।এক টানা ফোনে ব্যাবহার না করে কয়েক ঘণ্টার জন্য রেস্ট দিন দেখবেন আপনার স্মার্টফোন আর গরম হচ্ছে না।

(৯) ব্যাটারি সমস্যা কিনা চেক করুন অথবা ব্যাটারি পরিবর্তন করুন

উপরের কাজ গুলো করার পরেও যদি আপনার স্মার্টফোন গরম হয়ে উঠে তাহলে পানার ফোনের সম্ভবত ব্যাটারিতে সমস্যা হয়েছে।এই ক্ষেত্রে আপনি নতুন একটি ব্যাটারি কিনে সেটা মোবাইলে সেট করে দেখতে পারেন যে আপনার মোবাইল আর গরম হচ্ছে কিনা।যদি গরম না হয় তাহলেত সমস্যা দূর হয়েই গেল আর যদি এরপরেও গরম হয় তাহলে আপনার স্মার্টফোনটি এখজন দক্ষ টেকনিশিয়ানকে দিয়ে পরীক্ষা করে নিয়ে সেই মোতাবেক ব্যাবস্থা গ্রহন করতে হবে।

শেষ কথা

অনেক সময় মোবাইলের যান্ত্রিক ত্রুটির কারনেও আমাদের স্মার্টফোন গরম হতে পারে।তবে আমি আপনাদের সাথে উপরে যে কারন এবং করনীয় গুলো বললাম সেগুলার মধ্য যেকোনো কারনেই বেশীরভাগ সময় আমদের স্মার্টফোন গরম হয়।আমি আশা করছু যে উপরে নির্দেশনা গুলো অনুসরন করলেই আপনার ফোন আর অতিরিক্ত গরম হবে না।